জীবনসঙ্গী খুঁজতে বিবাহ বিডি

উচ্চ শিক্ষা শেষে প্রতিষ্ঠা পাবার পরেও যদি যোগ্য সঙ্গীর সন্ধান না পাওয়ায় কারনে বিয়ের ব্যাপারে হতাশায় ভোগে থাকেন তবে আপনার জন্যই অনলাইন বেইজ ম্যাট্রিমনিয়াল সার্ভিস বিবাহ বিডি ডট কম

ঘরে বসেই ফ্রী রেজিষ্ট্রেশন করে  চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রীদের প্রোফাইল দেখে পাত্র/পাত্রী বা অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে সক্ষম হবেন এবং তা অতি দ্রুততম সময়ের মধ্যে ।

বিবাহবিডি ডট কম দুই ভাবে সেবা নিশ্চিত করে

১) সেলফ সার্ভিসঃ বিবাহবিডির সেলফ সার্ভিস বা স্বপরিবেশন সেবায় একজন ইউজার নিজেই বিবাহবিডির ওয়েবসাইটে লগইন করে অসংখ্য প্রোফাইল থেকে পছন্দের প্রোফাইলগুলো বাছাই করে পাত্রপাত্রী বা অভিভাবকের সাথে নিজেই সরাসরি যোগাযোগ করে থাকেন।

২) এসিষ্টেন্স সার্ভিসঃ এসিষ্টেন্স বা সহায়তা পরিসেবায় একজন ম্যাচমেকিং ইউজারকে বিবাহবিডি টিম পার্টনার প্রেফারেন্স / পছন্দ অনুযায়ী প্রোফাইল পাঠায়ে ইউজারের সম্মতি নিয়ে দু পক্ষের মধ্যে মিটিং এর আয়োজন করে। এই সেবার আওতায় একজন ইউজার চাইলে নিজেও অনলাইনে সিভি দেখতে পারেন আবার অফলাইনে থেকেও সেবা নিতে পারেন।

বিবাহবিডি যে সকল সেবা প্রদান করে থাকে

১) ম্যাট্রিমনিয়াল ইনভেষ্টিগেশন বা বিবাহপূর্ব পাত্র পাত্রীর তথ্য অনুসন্ধান
২) লিগ্যাল সার্ভিস বা আইনি পরিসেবা

যে ধরনের পাত্রপাত্রীর প্রোফাইল পাবেনঃ
৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতা, যেকোন ধর্মাবলম্বী – গোত্র কিংবা কাষ্টের, যেকোন বয়সের অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক, বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী, এবং বিশ্বের প্রায় ১৫০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী।  তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন), সিঙ্গেল ফাদার / মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ
জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

প্রথমেই দেখে নিন কোন কোন প্রফেশনের কত জন পাত্র/পাত্রী এই মূহুর্তে বিবাহবিডিতে রয়েছে। তারপর রেজিষ্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন 


এই অডিওটি আপনাকে বিবাহবিডি সেবা সম্পর্কে বিস্তারিত জানাবে।


যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – ম্যারিটাল ষ্টেটাস সার্চ ইজি সার্চ  অপশন যেখানে খুব সহজেই ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ [সিংগেল ফাদার] , [সিংগেল মাদার] প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে। 


আপনি যদি বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তবে
লিংকে ক্লিক করে ফ্রী রেজিষ্ট্রেশন করুন   
অথবা বিস্তারিত জানতেঃ ০১৯২২ ১১ ৫৫৫৫  


বিবাহবিডির সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা পাওয়া যাবে –

বিবাহবিডির কাষ্টমার সাপোর্ট (০১৯২২ ১১ ৫৫৫৫) সাহায্য নিতে পারেন।

আপনার রেজিষ্ট্রেশন টি সম্পূর্ন হয়ে গেলে বিবাহবিডির একজন কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আপনার প্রদত্ত তথ্যগুলো ফোনে রিভিও করে আপনাকে ৩ দিনের জন্য বিবাহবিডিতে ফ্রী ট্রায়াল মেম্বারশীপ দিবে ও বিবাহবিডির সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা দিবে।


পাঠকের সুবিধার্থে বিবাহবিডির সরাসরি কয়েকটি সার্চ রিজাল্টের লিংক নিম্নে দেয়া হলোঃ


Support Center:

DHAKA OFFICE:

HOUSE: 02 (3rd Floor) BLOCK: G,
SOUTH BANASREE, KHILGAON, DHAKA
BANGLADESH


CHITTAGONG OFFICE:

HOUSE # 170, ROAD NO # 2, BLOCK: D,
SUGONDHA, CHATTOGRAM, BANGLADESH

Hotline : +8809612211555, +8801922115555


বিবাহবিডি ডট কম অফিস লোকেশন 

সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, পাত্র পাত্রী

ডিভোর্স / বিচ্ছেদ বা দূর্ঘটনায় অকাল মৃত্যুর পর বিভিন্ন বয়সের প্রতিষ্ঠিত অনেক ব্যাক্তি সন্তান সহ নিঃসঙ্গ হয়ে পড়েন।

এমন নিঃসঙ্গতার যন্ত্রনা কেবল তারাই ( সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, পাত্র পাত্রী) উপলব্ধী করেন যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন।

তারা না পারছেন এই যন্ত্রনাগুলো অন্যকে বলতে বুঝাতে –
না পারেন নিজেকে পুনরায় প্রস্তুত করতে। আর এই ধরনের মানুষদের জন্য যোগ্যসঙ্গী খুঁজে পাওয়াও একটি চ্যালেঞ্জ হয়ে পড়ে।

বিবাহবিডি’তে রয়েছে এমন –
হাজারো  সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, পাত্র পাত্রী, একক অভিভাবক  পাত্র পাত্রীর প্রোফাইল।

প্রত্যেকের সামাজিক ষ্টেটাস, পারিবারিক মূল্যবোধ, নিজস্ব চাহিদা ও পছন্দেও রয়েছে ভিন্নতা।

সিঙ্গেল মাদার


আমরা চ্যালেঞ্জ নিচ্ছি –
আপনার পরিবারে বা পরিচিতদের মাঝে যদি এমন কেউ থেকে থাকেন তাহলে আপনি নিশ্চিতে বিবাহবিডিতে রেজিষ্ট্রেশন করতে বলুন।

আমরা কনফিডেন্সের সাথে বলতে চাই, চাহিদা অনুযায়ী অবশ্যই সঠিক সঙ্গী বিবাহবিডি আপনাকে নিশ্চিত করবে।

শুধু বিবাহবিডিতে রেজিষ্ট্রেশন করুন
অথবা আমাদের ফোন করে আপনার চাহিদার কথা বলুন।

বিবাহবিডি ডট কম
Hotline : +88 01922 115555, 88 01944 115555 , 88 019 71 24 2242
IP Phone : +(88) 0961 22 11 555  Office land : 02-4729-1212



Single Mother in Bangladesh

A perfect marriage is just two imperfect people refusing to give up.

A successful marriage requires falling in love many times, always with the same person, but, sometimes things may not end up as one has always dreamed.

Single Mother in Bangladesh | What if that give up phase comes up? Sometimes people do face situations that they never dreamed of, that breaks their soul. But is it the end of someone’s life? Should someone put a full stop to our hopes, ambition, and especially to parenthood.

Single Mother | Single parents, especially moms, face a number of challenges every day across the globe and especially in Bangladesh.

SINGLE MOTHER CRISIS IN BANGLADESH

This article is just an attempt to cover all the griefs and challenges of a single mother.

Single Mother | Bangladesh

Some women opt for single motherhood, while the majority of them are divorced mothers or widows.

In our patriarchal society, where some people shout that women have now received much more rights than before under the name of feminism, which is, in my belief, a right that women should not ask for or feel entitled to use –

it’s their fundamental right and women are just snatching back their freedom from this patriarchal society.

Maybe feminism, sometimes, has been misused but is it right to generalize it under the topic feminism and suppress the whole movement?

While some women have successfully recognized their fundamental rights and are raising their voices against their suppression, some ladies, at this present era, are suffering silently and paying an emotional cost to start an independent life after marriage, raise their child without a father or even think smoothly of a second marriage.

No one knows the fate of a relationship. It becomes really hard for a single parent to raise up a child all on his/her own.

Apart from social stigma, there are a lot more challenges like:- Financial pressure- Confronting the child- Depression and anxiety- Work/life Balance.- Hard to find reliable childcare support.

Single parents already face too many problems, and talking especially about single mothers, here are some challenges they face every day in Bangladeshi society:

  • Lack of a support system
    Besides being the sole breadwinners, they have to take care of their children and mana a home single-handedly. Other than the financial challenges, being a single mother is also emotionally draining and stressful.

    The sense of loneliness is enhanced when the workplace environment is unpleasant and not accommodating.
  • High vulnerability and being judge
    In Bangladesh, where patriarchy is quite prevalent, a single mother is treated differently from someone who has a husband.

    Single moms often face illicit approaches by other men, ranging from mild flirtations to subtle hints to sexual harassment.
    It becomes particularly disturbing for those women who have been victims of harassment, abuse, and domestic violence.

    This adds to their stress and they often don’t share their grievances with anyone, fearing being judged. “Being single doesn’t mean that we are available.

    It’s important that the way single mothers are perceived in society should change.

    Rather than considering a single mother weak, it’s high time society starts looking at our strengths. Even today, single mothers find it difficult to accept their status in an open forum, because people tend to judge.

    A divorcee is often judged for her character because, in a patriarchal set-up, women are expected to accept men the way they are.

    It doesn’t matter if the husbands are drunkards, gamblers, or womanizers,
    ” says Dhaka-based Kulsom Akter Dipa, who parted ways with her husband many years ago. “I am happy being single, rather than being cheated on,” she adds.

Another single mother, Nusrat Sultana Tanni, says, “Women in Bangladesh and everywhere, are constantly judged.

I have been called strong, willful, headstrong, weak, unsteady, and been pitied. In turn, people have also assumed that I cannot sustain relationships, I am fast/ have a loose character, etc.

I have been cautioned not to post too many pictures on Facebook that show me ‘partying’ or having a good time –

lest people think I am neglecting my child. Patriarchy is age-old and deeply entrenched in most of us, else would we even get married or utter vows to love, honor, and obey?

Single Mother Bangladesh
Single Mother Bangladesh Bride Groom | Bibahabd

Despite many examples of strong single mothers, women ably and single-handedly raising their children in Bangladesh today, she is still expected to be ‘sanskaari’, waiting for the next man/ marriage, and made the butt of jokes and snide remarks.”

City-based media professional, Riya (Not Actual Name), shares, “I often face this (being approached by men), but since I have been a single mom for a while, I know how to overcome such situations.

I chose the path (single motherhood) for a reason and I have proven to the world that I’m a confident woman, who can fight all the challenges with a smile on my face.”

  • Social pressures of getting married
    Many single mothers have experienced that in Bangladesh, there’s always the pressure of getting married. “Society conveniently ignores the complex family bond that might get created if a single mother remarries.

    It’s (remarriage) a risk, which may work or may fail miserably. But as a single parent, unsolicited advice is bound to come your way,” says Dr. Noor.

    Single mothers are becoming frequent in present Bangladesh with the ongoing globalization, urbanization, and more recently on account of raped or unmarried women willing to bring up their child all on their own.

    On their way to parenting, women have to face various hardships from the Government administration, schools, and most importantly from the patriarchal society like:

    All forms mandate that the father’s name be written who is considered the ‘first guardian’ of the child. Divorced women are seen with contempt by the neighborhood while a widow is sympathized instead of empathetic.

    Single woman is harassed expecting her weak to react. Some unmarried women are even forced to leave the child in an orphanage or face ostracization by their own family or society.

    The child is also at times ill-treated on account of having no father.
    Her friendship with male colleagues has seen with suspicion and her character assassinated.

    Financial troubles as they are the sole breadwinner of the family.
    Sometimes face emotional trauma as they have no one to share their problems with.

    Bangladeshi society has traditionally laid more emphasis on the “ideal family led by father” than on individual choice. Hemmed with the global current of change, the patriarchal society is yet to adjust to the concept of single mothers.

    The reaction of conservative elements has been severe, and sometimes even humiliating. The single women, whether unwed or divorced, are seen with distrust and considered incapable of handling relationships.

    They are often also discriminated against in career opportunities.

    Till recently, such discrimination even had a legal sanction. The Guardianship and Wards act denied single mothers complete guardianship of their children and put them at the mercy of the unconcerned child’s father.

    The challenge of demolishing deep-seated patriarchies in society will require far more than legal tinkering. It calls for a change in the mental attitude of society.

Best Matrimony Service in Bangladesh

Pioneer Bangladeshi Matrimonial Website BibahaBD is the Best Matrimony Service in Bangladesh process of getting married between two people. These types of activities are done by matrimonial companies.

BIBAHABD is a Online Marriage consultant do the job very smartly. You can easily contact with Bibahabd Leading Online Marriage Media and Best Online Matrimony Service in Bangladesh founded 2007 under a group of company.

You will be able to communicate directly with the Bride/Groom or guardian by looking at the profile (Bio Data with photo) of the Bride or Groom as per the demand and it will be done in the fastest time.

Why Bibahabd is the Best Matrimony Service in Bangladesh & What kind of profile will you get?

  • Three Layer Verified Profiles
    [ Candidate, Guardian, National ID / Passport / Job ID / Divorce Certificate]
  • 24/7 Round The Clock Support Service
  • Online & Offline Service with Matrimony Investigation
  • Professional categories with more than 150 Different Profession
  • Any Educational Qualifications Profile Worldwide
  • Any Religion –Muslim, Hindu, Buddhist, Christian,  tribe or caste, of any age
  • Never Married, Divorced, Widowed
  • Resident of any district of Bangladesh
  • World Wide Bangladeshi NRB
    or Expatriate living in about 150 countries of the world.
  • In addition, there are some special search categories in the Bibahabd.com such as
    Disability search (those with physical or health disabilities)
  • Single father / Single mother search (divorce or widowed and have child).

FREE REGISTER | SEARCH | SUCCESS STORY | ABOUT US

Why find a bride | groom from Bibahabd

Life is a gift like onetime offer; for a happy and beautiful life wants a beautiful soul mate at all. Search the numerous profiles and reach the right conclusion through Bibahabd, find out for yourself and contact with the Bride Groom or their guardians directly. The cost is much lower as there is no hassle of Privacy violation.

For those who are separated or already divorced in their married life, there is a Bibahabd.com Marital Status Search option “Easy Search” where it is easy to find Divorce, Widowed, Separated with [Single Father], [Single Mother] profiles.

Are you serious about marriage, Click on the link to Register for free. The customer support team of bibahabd.com is ready to help you 24/7 days.

Bangladeshi Matrimony | Bibahabd Since 2007
Bangladeshi Matrimony | Bibahabd Since 2007

Specialty:
Reliability and Trustworthiness Since individuals are entering their profiles personally it provides high reliability
Verification Of Profiles Select profiles can be verified by Bibahabd.com Team
Meeting Bibahabd.com responsible for “private matrimonial discussion” only for Matchmaking Member.
Unlimited Time Being on web, it can be browsed at any time and all the time
Various Category Offers a wide category of preferences close to you
Unlimited Profiles Being international and on web anyone can become a member thus unlimited profiles

BIBAHABD.COM
House # 02 (3rd Floor) BLOCK: G, SOUTH BANASREE MAIN ROAD,
DHAKA, BANGLADESH

Hotline: +88 01922 115555, 88 01944 115555
IP Phone: + (88) 0961 22 11 555, Office: 02-4729-1212
Email : [email protected] 
WhatsApp : +8801922115555, +8801944115555

প্রবাসী পাত্রপাত্রী খুঁজতে বিবাহ বিডি

পরিবারের প্রিয় সদস্যটির জন্য প্রবাসী পাত্রপাত্রী খুঁজতে সম্পূর্ন অনলাইন বেইজ ম্যাট্রিমনিয়াল সার্ভিস বিবাহ বিডি ডট কম।

দীর্ঘ ১৫ বছর ধরে আস্থার সাথে আমরা সেবা দিচ্ছি, তাই ঘরে বসেই আপনার চাহিদা অনুযায়ী প্রফেশন, শিক্ষাগত যোগ্যতা, দেশে বা প্রবাসে বসবাসরত পাত্রপাত্রীর প্রোফাইল দেখে পাত্রপাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে নিশ্চিতে প্রোফাইল করুন।

★ যে ধরনের প্রোফাইল পাবেনঃ

– ১৮৫ টি প্রফেশন ক্যাটাগরি
– যেকোন শিক্ষাগত যোগ্যতার
– যেকোন ধর্মাবলম্বী, যেকোন গোত্র কিংবা কাষ্টের
– যেকোন বয়সের অবিবাহিত, ডিভোর্স, বিধবা / বিপত্নীক
– বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী
– বিশ্বের প্রায় ৯৫ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী পাত্র পাত্রী

★ ষ্পেশাল সার্চ ক্যাটাগরী যেমন –

– সিঙ্গেল ফাদার ( সন্তান সহ ডিভোর্স / বিপত্নীক)
– সিঙ্গেল মাদার ( সন্তান সহ ডিভোর্স / বিধবা)
– রিটায়ার্ড / বয়স্ক ( ডিভোর্স / বিধবা/ বিপত্নীক)
– ডিসএবিলিটি (শারীরিক প্রতিবন্ধকতা আছে )

★ কেন বিবাহবিডিতে পাত্র পাত্রী খুঁজবেনঃ

জীবন একটাই আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই পাত্রপাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।

এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম। আমাদের রয়েছে সার্বোক্ষনিক কলসেন্টার সাপোর্ট।

Popular Matchmaking Portals
Matchmaking Portals for Digital Bangladesh

তাই যদি বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন এবং আমাদের সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত জানার আগ্রহ হয় তবে ফোন করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন।

Support Center: 🇧🇩

BIBAHABD.COM
HOUSE: 02 (3rd Floor) BLOCK: G, SOUTH BANASREE, DHAKA-1219.
Hotline : +88 09612211555, +88019 22115555

ডিভোর্স বিবাহ বিচ্ছেদ Divorce । গল্প

ডিভোর্সের ২৫ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম ।

কিছু বুঝতে পারছিনা। এতোবছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিলো।লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে। দেখতে বড্ড অসহায় লাগছে।

নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাবো কি যাবো না।অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাড়ালাম।সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না, বুঝতে অসুবিধা হলোনা, যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না।

২৭ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিলো সত্যজিৎ এর। বেশ ভালোই চলছিলো আমাদের সংসার।যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম।শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিলো।

আমাকে সবাই ভালোবাসতো। বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো।অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি, আমি কখনো মা হতে পারবেনা। এরপর শুরু হয় শ্বশুড় বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা।

তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সত্যজিৎ ছিলো।কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না।আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না।পরিবারের চাপে সতজিৎ ও আমার থেকে দূরত্ব নিয়ে নিলো।তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে।শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেলো তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠবো এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে।

ডিভোর্স বাংলাদেশ

যেদিন রাতে সত্যজিৎ কে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলামনা।কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বল্লে তার মুখটা কালো হয়ে যেতো,এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলোনা।বাপেরবড়ি যাওয়ার প্রায় তিনদিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সত্যজিৎ এর বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার।

চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেলো ।বুঝতে বাকি রইলো না পুরে বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত। শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিলো।

যার জন্য এতো কষ্ট আর অপমান সইয়ে ছিলাম সেই যখন পাশকেটে চলে গেলো তখন নিজেকে পুরো একা মনে হলো।ভাবলাম ঐ বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করবো,প্রতিবাদ করবো কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাবো সেই তো আমাকে চায় না তাই গিয়ে লাভ কি!!!

ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম।ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম।

ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান, স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে।নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে।বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এ পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইলোনা। ।

মনে মনে প্রতিজ্ঞা করলাম,
সমাজের তাদের জন্য কাজ করবো যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত।অতীতকে ভুলে, কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম।স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করেলাম।। আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো। অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সত্যজিৎ কে।

আমি নাহয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিলো তারা কেনো তাকে এখানে রেখে গেলো?? একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম, ওনাকে এখানে কে এনেছে?

উত্তরে সে জানায়, সন্তানরা সবাই বিদেশ থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে।দীর্ঘশ্বাস ফেল্লাম আর মনে মনে চিন্তা করলাম, একসময় নিঃসন্তান হওয়ায় সত্যজিৎ আমাকে ছেড়েছিলো আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেলো।এটাই হয়তো প্রকৃতির খেলা!

Top 3 Matrimony Site in Bangladesh 2023

If you are still undecided about marriage, you have not been able to find a suitable match for you or your beloved family member –

Even after you have established higher education, then you should register at one of the most acceptable Top 3 Matrimony Site in Bangladesh 2023.

However, one thing you must note is that in the global COVID pandemic, many traditional matchmakers in Bangladesh try to convert their services online, but their service system is not very good.

Because they are inexperienced in online services, there are many complaints about them.

We have selected the Top 3 Bangladeshi Matrimony companies offering online / Offline matrimony services their skills and long time business stability.

All these companies will give you really good service. All of them have experience of 12-15 years of giving professional service.

Where you will be able to quickly contact yourself directly by looking at the numerous profiles of your choice –

Bibahabd is an international matrimonial web portal founded 1st Feb 2007 under a renowned group of company, aimed at fulfilling the needs of Bangladeshis both at home and abroad.

It is designed to provide its members a secured and private environment to find their ultimate life partners by providing them a trusted source of genuine people trying to find their soul mates.

The platform bibahabd allows members to search, communicate, interact and finally find the right person for them or their loved ones.

Bibahabd believes that marriages are made in heaven and we only intend in realizing those dreams. It is a site for the generation of today and the future.

Best 3 Matrimony Site in Bangladesh.
Bibahabd | Bangladeshi Matrimony Service

Bibahabd Win BASIS National ICT Awards – 2017 under Category: Inclusion & Community. Bangladeshi pioneer matrimonial web portal Bibahabd is one of the best Bangladeshi matrimonial websites.

Their support team ensures 24/7 days’ service. If you want profession service, you can safely open account here.

  • Bibahabd Specialty:
  • Reliability and Trustworthiness Matrimony since individuals are entering their profiles personally it provides high reliability
  • Verification of Profiles Select profiles can be 3 layer verified by Bibahabd.com Team
  • Meeting Bibahabd.com responsible for private matrimonial discussion only for Matchmaking Member.
  • Unlimited Time Being on web, it can be browsed at any time and all the time
  • Various Category offers a wide category of preferences close to you
  • Unlimited Profiles being international and on web anyone can become a member thus unlimited profiles
  • Highly Secured it ensures high level of privacy

Bibahabd.com will activate your profile after verbal verification with valid documents.

  • Borbodhu

Finding the right life partner is one of the most important and difficult tasks of one’s life. Our goal is to help you in the process of finding your perfect partner.

We do everything we can to achieve this goal. Since we first founded in 2007, over the decade we have helped thousands of people find their life partner.

We take pride in providing outstanding customer service, realizable service with true result.

Borbodhu team is a team of hardworking, honest and friendly people that strives in providing ultimate partner search experience and believes that our action and service will determine our destiny. We are proud to serve our members for last 12 year.

Finally, we take privacy and security very seriously. Your information and privacy is safe with us.

We will not share your information with anyone without your permission.

At borbodhu, we wish you a happy journey in finding your life partner and we are proud to be part of it. Start finding your life partner now.

Borbodhu
Borbodu
  • Sensible Match

SensibleMatch is the most trusted matrimonial website in Bangladesh. Quietly making happy marriages possible among brides and grooms located around the world.

Sensible Match
Sensible Match

We care about your privacy and we take every step possible to protect it.

We have our office in Dhaka where our matchmakers are working hard to provide dedicated & personalized services to find the most suitable bride or groom for you.

If you are busy, and do not have a lot of time to find the perfect match for you, our matchmakers are available to help. We are the ‘marriage media‘ of the digital era.

The 3 Best Matrimony organizations of Bangladesh that are presented, you can get a good profiles from here and there is no chance of any kind of harassment in the case of this service organization.

They are experienced in online services so feel free to profile.

Chittagong Marriage Media | BIBAHABD

If you are located in Chittagong & still undecided about marriage because you have not been able to find a suitable mate then Chittagong Marriage Media “Bibahabd” for you or your loved one.

Even after being established at the end of higher education, then the online base Matrimonial Service BIBAHABD Marriage help you for better match.

Chittagong Marriage Media “Bibahabd” – Find your soul mate from Chittagong, Khagrachhari, Rangamati, Bandarban

Cox’s Bazar, Comilla, Chandpur, Lakshmipur, Noakhali, Feni District, Brahmanbaria District under Chittagong Division.

By registering for free at Bibahabd, you will be able to communicate directly with the spouse or guardian by looking at the profile (Biodata with photo) of the spouse as per the demand and it will be done in the fastest time.

What kind of profile will you get?

Muslims, Hindus, Buddhists, Christians religion follower, Expatriate Bangladeshis of 64 profession categories, of any educational qualification, of any religion

– Tribe or caste, unmarried of any age, divorced, widowed, widowed, resident of any district of Bangladesh, and living in about 50 countries of the world.

In addition, there are some special search categories in the marriage BD such as
– Disability search (those with physical or health disabilities)
– Single father / Single mother search
(divorce or widow / widower and having children).

Chittagong Marriage Media | Find your soul mate from Chittagong, Khagrachhari, Rangamati, Bandarban , Cox's Bazar, Comilla, Chandpur, Lakshmipur, Noakhali, Feni District, Brahmanbaria District under Chittagong Division.

Life is a gift like onetime offer; for a happy and beautiful life wants a beautiful soul mate at all.

Search the numerous profiles and reach the right conclusion through Bibahabd, find out for yourself and contact with the Bride Groom or their guardians directly.

The cost is much lower as there is no hassle of Privacy violation.

For those who are separated or already divorced in their married life, there is a Bibahabd.com Marital Status Search option –

“Easy Search” where it is easy to find Divorce, Widowed, Separated with [Single Father], [Single Mother] profiles.

Are you serious about marriage, Click on the link to Register for free. The customer support team of BibahaBD is ready to help you 24/7 days. Call +88 01922115555

ডিভোর্স কেন হয় ?

ইশতিয়াক আর সোনিয়া। দুজনই ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে এমবিএ করেছেন। ছিলেন ব্যাচমেট। বন্ধুত্ব থেকে প্রেমে গড়িয়ে শেষমেশ সফল পরিণতি। একজন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানীতে কাজ করছেন বেশ ক বছর হল। আর সোনিয়া আছেন একটা ব্যাংকে। পরিবারে আর্থিক টানাপড়েন নেই। সমস্যা সময় নিয়ে।

ইশতিয়াকের মিটিং থাকলে ফিরতে রাত হয়। সেখানে সোনিয়া আগেই ফিরে বসে থাকেন মনমরা হয়ে। আর বাসায় এসে ইশতিয়াকের গভীর রাত অবধি অফিসের কাজ করার জন্য সোনিয়ার তো পর্বতসমান ক্ষোভ। অন্যদিকে কাজের ফাঁকে ইশতিয়াক হয়ত ফোন দিয়েছেন সেনিয়াকে। কিন্তু অফিসে এত ব্যস্ত সময় কাটে যে সোনিয়া হাই-হ্যালোর বেশি কথাই বলতে পারেন না। এসব নিয়ে বেশকিছুদিন ধরে মনোমালিন্য চলছে তাদের মধ্যে।  সম্পর্কটাও কেমন যেন একেবারেই থমকে গেছে। তবে কি ডিভোর্সে এর সমাপ্তি?

অপরদিকে চল্লিশোর্ধ রায়হান সাহেবের প্রমোশন হচ্ছে না পাঁচ বছর।বসের সাথে ঝামেলা। সন্তানেরা বড় হচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে চাহিদাও বাড়ছে।রায়হান সাহেবের উপায় কী? এমনকি স্ট্রেস সামলাতে না পেরে ইদানীং স্ত্রীর গায়ে হাতও তুলছেন। ফলে স্ত্রী সন্তানসহ আলাদা হয়ে যাবেন বলে সরাসরি বলে দিয়েছেন। আইনী পরিভাষায় যা ডিভোর্স।

মনোবৈজ্ঞানিক গবেষণায় ডিভোর্সের পেছনের কিছু কারণ উঠে এসেছে। আর্থ-সামাজিক কারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত আর্থ-সামাজিক ইস্যু পরিমাপের পদ্ধতি হল শিক্ষা আর উপার্জন। গবেষণায় দেখা গেছে, সাধারণত উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত দম্পতিরা তাদের আবেগ, সময়, পার্টনারের আত্মকেন্দ্রিকতা, অসামঞ্জস্যতা, ভালোবাসার অভাব ইত্যাদির সাথে আপস করে না এবং শান্তিপূর্ণ বিচ্ছেদের দিকে এগিয়ে যায়।

অন্যদিকে আর্থ-সামাজিক মাপকাঠিতে নিজের সারিতে যারা রয়েছে তাদের বিচ্ছেদের কারণগুলো কখনও আর্থিক, কখনও নির্যাতন, কখনও বিবাহবহির্ভূত সম্পর্ক অথবা মাদকাসক্তি।

বিবাহবিচ্ছেদের আরও কিছু ব্যবহারিক নির্ধারক রয়েছে। কে কত বছর বয়সে বিয়ে করেছে, সাংসারিক জীবন কত বছরের কিংবা সন্তানের সংখ্যা বা সন্তানের বয়স। সাধারণত অল্প বয়সের বিয়ে সাংসারিক জীবনের আয়ু বাড়ায়। এখানে বিচ্ছেদের ঝুঁকি থেকে যায়। কারণ হিসেবে গবেষকেরা যে বিষয়গুলোকে সামনে এনেছেন সেগুলো হল, মানসিক অপরিপক্বতা, অস্থায়ী চাকরি ইত্যাদি। এছাড়া অল্প বয়সে লাইফ পার্টনারকে বুঝেই বা ওঠা যায় কতটুকু?

ফলে তুলনামূলক পরিণত বয়সে বিয়ে অনেক জটিলতা থেকে বাঁচিয়ে দিতে পারে। অনেক সময় আমরা খুব দ্রুত দম্পতিদের ডিভোর্সের পথ বেছে নিতে দেখি। এর পেছনে যেসব করণ রয়েছে বলে মনে করা যায় সেসব হল, পার্টনারদের মাঝে পারস্পরিক মৌলিক সামঞ্জস্য আবিষ্কারে ব্যর্থ হওয়া, মূল্যবোধের সংঘাত এবং ব্যক্তিত্বের দ্বন্দ্ব।

আবার দীর্ঘসময় দাম্পত্য জীবন অতিবাহিত করা মানুষদের যে ডিভোর্স হচ্ছে না তা নয়। সেক্ষেত্রে কারণগুলোও ভিন্ন। যেমন, সন্তান প্রতিপালনে বেশি মনোযোগ দিতে গিয়ে জীবনের সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে একসময় হতাশায় ভোগা, সম্পর্কের মাঝে কোন নতুনত্ব খুঁজে না পেয়ে একচক্রে ঘুরপাক খেতে খেতে ইদানীং অনেক দীর্ঘ সংসার ভেঙে যাচ্ছে। পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এমন ঘটনা হরহামেশা ঘটছে।

এছাড়া লাইফ পার্টনার ব্যতীত গোপন অনৈতিক সম্পর্ক রয়েছে ডিভোর্সের মূল কারণগুলোর একটা বড় অংশজুড়ে। এর সাথে শারীরিক নির্যাতনও রয়েছে কারণ হিসেবে। গবেষণায় এসেছে, স্ত্রীর গায়ে হাত তোলার ব্যাপারে বাংলাদেশ প্রথম।

উক্ত বিষয়গুলো পাশ্চাত্যের গবেষণায় দেখা গেছে। আবার বাংলাদেশেও ডিভোর্সের কারণ হিসেবে এগুলোই উল্লেখযোগ্য। সম্পর্কের অবনতি আমাদের কারোরই কাম্য নয়, তেমনই অনেকে সামাজিকভাবে অথবা অর্থনৈতিক টানাপড়েনের ভয়ে কষ্টকর একটা সামাজিক সম্পর্কের জের টেনে বেড়ায়-সেটাও কাঙ্ক্ষিত নয়।

বিয়ে ভেঙে যাওয়া মানে ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয়। এর মানে একজন আরেকজনকে আর ঘৃণা না করা। অনেকেই বিয়ে ভেঙে যাওয়ার পর অনুশোচনায় ভোগে অথবা একটি অবাঞ্ছিত সম্পর্ক বয়ে নিয়ে কষ্টে থাকে। তাই এ রকম সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে পরামর্শ এবং সব ধরণের পরিস্থিতি বিবেচনা করা অনেক জরুরী।

লিখেছেনঃ  এ্যানি বাড়ৈ | সাইকোলজিক্যাল কাউন্সেলর, আপন

আবেগপ্রবণ পুরুষ

পুরুষ আর আবেগ! বিষয়দু’টোকে অনেকেই ঠিক মেলাতে পারেন না। বেশিরভাগ পুরুষই আবেগের বহিঃপ্রকাশে অস্বস্তিবোধ করেন। সিনেমার পরদায় অবশ্য নায়কদের আমরা মেলোড্রামাটিক দৃশ্যে দেখে থাকি। তবে বাস্তবে সেই দৃশ্য অনেক পুরুষই পছন্দ করেন না। আর তাঁদের স্ত্রীদেরও এ ব্যাপারে অনুযোগ রয়েছে।

শুধু যে পুরুষদের মধ্যে আবেগের অভাবই তাঁদের অনুযোগের বিষয়, তা নয়! পুরুষরা যৌনমিলনের সময়ে আবেগতাড়িত হন না—এটাও অনেক স্ত্রীরাই অভিযোগ করে থাকেন। তবে পুরুষরা আবার পালটা প্রশ্ন করেন এই বলে যে সঙ্গীর সঙ্গে মিলিত হওয়াটাই এক ধরনের আবেগ। এটাই কি যথেষ্ট নয়! সকলের আগে ভেবে দেখা প্রয়োজন যে আবেগপ্রবণতা আসলে কী। মোটের উপর যে কোনও কাজে প্যাশনের অভাব, উৎসাহ না দেখানোকেই আবেগের অনুপস্থিতি বলে ধরি আমরা। মিলনের সময় শীতল প্রতিক্রিয়াও ঠিক তাই।

তবে পুরুষ ও মহিলা উভয় পক্ষেরই কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। অনেক পুরুষই আছেন যাঁরা মিলনের সময়ে নিজের দুর্বলতা ঢাকার উপায় হিসেবে শীতল ব্যবহার করেন। আবার অনেক পুরুষ ভাবেন আবেগপ্রবণ হওয়াটা আদৌ পুরুষালি গুণ নয়। তাই মিলনের সময়ে বেশি আবেগে ভেসে যাওয়ার পক্ষপাতি নন তাঁরা।


আমাদের সমাজে ছোটবেলা থেকেই ছেলেদের সেখানো হয় চোখের জল না ফেলতে। কোনও পুরুষ কান্নাকাটি করলে তা অনেকসময় হাসির খোরাক হয়ে দাঁড়ায়। তাই, অনেক পুরুষই তাঁদের অনুভূতি, মুড, সেন্টিমেন্ট ইত্যাদিকে চেপে রাখেন। ধীরে ধীরে এটাই তাঁদের অভ্যেসে দাঁড়িয়ে যায়।

মিলনের সময়েও মহিলাদের মতো নিজেকে অতটা মেলে ধরতে পারেন না অনেক পুরুষই। পুরুষদের দোষ দেওয়ার আগে মহিলাদের এই বিষয়টি ভেবে দেখা প্রয়োজন। সাধারণত, অনেক পুরুষই সেক্সুয়াল কমিটমেন্ট চট করে করতে চান না। অর্থাৎ, একটি কমিটেড সম্পর্কে না থাকলে নিজেকে উজাড় করে দিয়ে মিলিত হতে চান না। পেড সেক্স অবশ্যই এর ব্যতিক্রম। কিন্তু অনেকের কাছেই যৌনমিলন হল আবেগের চরম বহিঃপ্রকাশ। অনেক মহিলাই এটা বুঝতে পারেন না।


স্ত্রীরা চাইতেই পারেন যে তাঁদের স্বামীরা আবেগপ্রবণ হবেন—এতে দোষের কিছু নেই। তবে সকলেই যে একরকম হবেন তা তো নয়। ধৈর্য ধরুন। স্বামীর সঙ্গে কথা বলুন। ধীর ধীরে তিনিও আপনার প্রতি ইমোশনাল হবেন।


আপনার স্ত্রী যদি আপনার থেকে আরও বেশি আবেগ প্রত্যাশা করেন, তাহলে নিজেকে একটু বদলানোর চেষ্টা করে দেখুন না। এতে কিন্তু আপনার পৌরুষ চলে যাবে না! আবার স্ত্রীরাও একটু চেষ্টা করে দেখুন না, স্বামীরা যদি নিজের মতো থাকেন, তাহলে সম্পর্কে খুব একটা সমস্যা হবে না।

যে যেমন তাঁকে সেরকম থাকতে দিলেই সবচেয়ে ভাল। দু’জনেই একটু মানিয়ে নিতে পারলে সুস্থ সম্পর্কে আর কীই বা চাই!