হলুদের উপকরণ

মানবজীবনের প্রধান তিনটি অধ্যায় হল জন্ম, মৃত্যু ও বিয়ে। বিয়ে মানেই একটি আনন্দঘন মুহুর্ত। বিয়ের প্রধান কেন্দ্রবিন্দু বর ও কনে। বিয়ের অনুষ্ঠানিকতা নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যেও থাকে ব্যাপক পস্তুতি। কেনাকাটা বিয়ের অনুষ্ঠান সম্পাদন জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা ঢাকাবাসী অনেকেই বিয়ের কেনাকাটার জন্য সঠিক স্থানের সন্ধান না পাওয়ার কারণে, বেশিদামে কিংবা অনেক আইটেম সম্পর্কে না জানার জন্য কেনাকাটা সঠিক হয়ে ওঠেনা। বিয়ের আগে হলুদের আয়োজনে থাকে একটু  বিশেষ কিছু কেনার চেষ্টা।কারন হলুদ এ সবাই চায় খুব আকর্ষনীয় করে সাজাঁতে।হলুদের  কেনাকাটা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হল।

ঢাকা শহরে বিভিন্ন মার্কেট ও পাড়া মহল্লায় অল্প কিছু বিয়ের দোকান বিদ্যামান। এলিফ্যান্ট রোডে ৩০টির অধিক বিয়ের দোকান আছে।এ সব দোকানে যেমনি পাচ্ছেন বিয়ের কিছু পোশাক,তেমনি পাচ্ছেন হলুদের নানা উপকরণ। আর হিন্দুদের বিয়ের জন্য শাঁখারী পট্টির প্রায় পুরোটা জুরে রয়েছে অগনিত দোকান। আর পাইকারী কেনার জন্য ঢাকার চক বাজারে বেশ কতগুলো দোকান রয়েছে।

১।ডালা———————(২২০-৭০০)টাকা
২।কুলা———————-(১২০-৬০০)টাকা
৩।বাটি/প্রদীপ—————(১০-৫০)টাকা
৪।রাখী———————-(৬০-১২০০)টাকা
৫।চন্দন———————(১২০-২০০)টাকা
৬।পাটি———————-(১৫০-১৬০০)টাকা
৭।হলুদ তোয়ালে————–(১২০-৪৫০)টাকা
৮।আফসান——————(২০-৩০)টাকা
৯।পালকি———————(১৫০-৬০০)টাকা
১০।ঝুড়ি———————-(১০০-৭০০)টাকা
১১।মাছ ডালা—————–(২৫০-১২০০)টাকা

 

বিয়ের পাইকারি বাজার
বিয়ের আইটেম সস্তায় কেনার জন্য চকবাজার পাইকারি মার্কেট একমাত্র উপায়। এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি হয়।
পাইকারী দরদাম
ডালা ও কুলা পাইকারি কেনা এবং বিক্রি হয় সেট হিসেবে (প্রতি সেটে থাকে তিনটি আইটেম)। পিস হিসেবেও বিক্রি হয়। ছোট সেট ৪০০-৫০০, মাঝারি ৮০০-১০০০ ও বড় সাইজের দাম ১২০০-১৫০০ টাকা। আজকাল রঙিন কাপড়ে মোড়ানো কারুকার্যখচিত ডালা ও কুলার চাহিদা বেশি। পাইকারি হিসাবে প্রতি পাটির দাম কারুকার্যখচিত ৫০০-৫৫০, সাধারণ ২২০-২৫০ টাকা।

কয়েকটি দোকানের নাম নিম্নরুপ

  • সানি জরি হাউজ-২, ২২৯, নিউ এ্যালিফ্যান্ট রোড, ফোন- ৮৬২৬৩৫৮, ৮৬২৩২৭২, মোবাইল- ০১৯২৩-৩৬৯৩৪২, ০১৭১০-৮২৬২৪৩, ০১৭৪১-৬৯২৭৪৯।
  • নবরুপ জরি হাউজ, ২২০ নিউ এ্যালিফ্যান্ট রোড (পেট্রোল পাম্পের বিপরীতে), মোবাইল- ০১৭১২-৬৫০১৬৯, ০১৬৭৩৪৯৬৯৮৪। সোনালী জরি হাউজ, ২২০, নিউ এ্যালিফ্যান্ট রোড, ফোন- ৮৬২৫৩৮৪।
  • বিয়ে শাদী, ২৩৪/১, নিউ এ্যলিফ্যান্ট রোড, মোবাইল- ০১৭১৫-৬৫৭৪৭০।
  • লগন-১, ২১৮/এ, নিউ এ্যালিফ্যান্ট রোড (বাটার মোড়), শেলটেক শিয়েরার বিপরীতে, মোবাইল- ০১৭১৫-৪২১৬৮৭।
  • রিলেশন, ২১৮/১ নিউ এ্যালিফ্যান্ট রোড ফোরাম মার্কেট (বাটার মোড়), মোবাইল- ০১৯২৩-২৮৯১৩৪, ০১৭৪৯-৫০৪৮০৬।
  • পাইকারির জন্য চকের খান মার্কেট, মরিয়ম প্লাজা সহ বেশ কয়েকটি মার্কেটে শত শত দোকান বিদ্যমান।