ফপস টেইলার্স

প্রধান কার্যালয়ের অবস্থান ও ঠিকানা

সাইন্স ল্যাবরেটরী মোড় থেকে ৫০ গজ উত্তর দিকে ল্যাবরেটরী রোড গলির শেষ প্রান্তে অবস্থিত বি.এস ভবনের ২য় তলায় এই টেইলার্সটি অবস্থিত।

৭৫, ল্যাবরেটরী রোড, (১ম তলা), ঢাকা – ১২০৫।
ফোন: ৯৬৬৮৮৫৪, মোবাইল: ০১৮১৭-০৭৩৩১৩

আউটলেটঃ

টেইলার্স শপটির এই শাখাটি ছাড়াও বনানীতে আরও একটি আউটলেট রয়েছে।
ইউএই মৈত্রী কমপ্লেক্স, ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা – ১২১৩।
ফোন: ৮৮২৭৯৮৩, মোবাইল: ০১৯১১-২৩৭০৯৫

গ্রাহক তুষ্টি

টেইলার্স শপটিতে গ্রাহকের পছন্দসই স্যাম্পল থেকে মাপ নিয়ে সেই স্যাম্পলের অনুরূপ পোশাক তৈরী করা হয়। এছাড়া গ্রাহকের চাহিদামত বোতাম, সুতা, জিপার ব্যবহার করা হয়। এজন্য অতিরিক্ত মজুরী প্রদান করতে হয়। বোতাম, সুতা ও জিপারের মান ভেদে এই মজুরী নির্ধারিত হয়।

বিবিধ

  • এখানে সবসময় নির্ধারিত তারিখেই ডেলিভারি প্রদান করা হয়।
  • হোম ডেলিভারি ব্যবস্থা নেই।
  • অফিসে বা বাসায় গিয়ে মাপ আনার ব্যবস্থা নেই।
  • পোশাকের কোন প্রকার অল্টার করা হয় না।
  • ৩ মাসের মধ্যে পোশাক ডেলিভারি না নিলে পোশাক কোনরূপ ক্ষতিগ্রস্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
  • টেইলার্সটিতে কর্পোরেট সার্ভিস প্রদানের ব্যবস্থা নেই।

যানা নন্দিনি টেইলার্স

ঠিকানাঃ

রাজলক্ষী কমপ্লেক্স ২য় তলা, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২০৩।
ফোনঃ৮৮০-২-৮৯১৪৮৮৭

 

টেইলার্স

পোশাক মানুষকে সাজায় আর পোশাক তৈরী করে দর্জি অর্থাৎ টেইলার্স শপ। পোশাকের মধ্যেই ফুটে ওঠে ব্যক্তির অভিরুচি ও ব্যক্তিত্ব। পরিপাটি ও সুন্দর পোশাক মনকে প্রফুল্ল রাখতে বিশেষ পারঙ্গম।

মার্কেট থেকে রেডিমেড পোশাক ক্রয়ের ক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যেমন – রং, ডিজাইন, সাইজ প্রভৃতি ক্ষেত্রে নানা হেরফের হয়। যা যথেষ্ট বিড়ম্বনা সৃষ্টি করে। তাই নিজস্ব রং, ডিজাইন ও সাইজের পোশাক তৈরীর কথা ভাবলেই আমাদের টেইলার্সের ধরনা দিতে হয়। আর টেইলার্স সপগুলো তাদের রুচিশীল আধুনিক সৃজনশীল শক্তির মাধ্যমে গ্রাহকদের নিকট বিশেষ স্থান অর্জন করে নিয়েছে।

টেইলার্সগুলোর মধ্যেও রয়েছে বিভাজন যেমন – লেডিস এন্ড জেন্টস, শুধুমাত্র জেন্টস ও শুধুমাত্র লেডিস। টেইলার্স গুলোতে ছেলেদের – শার্ট, প্যান্ট, স্যুট, ব্লেজার, সাফারী, শেরওয়ানী, পাঞ্জাবী আর মেয়েদের – সালোয়ার কামিজ, ব্লাউজ, পেটিকোট, বোরখা, লেহেঙ্গা তৈরী করা হয়ে থাকে।সাধারণত ৭ দিনের মধ্যেই অর্ডারকৃত পোশাক সরবরাহ করে থাকে। এছাড়া জরুরি প্রয়োজনে ২৪ ঘন্টার মধ্যেও পোশাক ডেলিভারি দিয়ে থাকে। এজন্য মজুরী কিছুটা বেশি পড়ে। গ্রাহক চাইলে গ্রাহকের পছন্দসই বোতাম, সুতা, জিপার প্রভৃতিও পোশাকে ব্যবহার করা হয়। এজন্যও আলাদা মজুরী প্রদান করতে হয়।

দেশের অভিজাত টেইলার্স শপগুলোর মধ্যে রয়েছে – সানমুন, ফপস, রেমন্ড, ফিট এলিগেন্স, মকবুল, মুনমুন, স্টার, ফেরদৌস, সেঞ্চুরী।
নিচে কিছু টেইলার্স এর তথ্য দেওয়া হলোঃ

১।সেঞ্চুরী টেইলার্স  (নিউমার্কেট)
২।ফপস টেইলার্স (নিউমার্কেট)
৩।যানা নান্দিনি টেইলার্স

 

সেঞ্চুরী টেইলার্স

অবস্থান ও ঠিকানা

কাটাবন মোড় হতে সাইন্স ল্যাব যাওয়ার পথে ৩০ গজ সামনে হাতের বাম পাশে ইসিএস কম্পিউটার সিটির ডান পাশে সেঞ্চুরী টেইলার্স অবস্থিত। টেইলার্সের ঠিকানা হল- ২৫৮, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ০২-৯৬৭১২৪৯ এবং মোবাইল নম্বর- ০১১৯৭২৭৬০৬০।

শাখাগুলোর ঠিকানা-

  • নিউ এলিফ্যান্ট রোড, ২৪৫, ঢাকা। ফোন: ০২-৯৬৭১২৪৯।
  • ২২০, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন: ০২-৯৬৭১২৪৯।
  • প্রিতম ভবন, ৪২, তোপখানা রোড, ঢাকা। ফোন: ০২-৯৫৬৪৪৬৬।
  • সীমান্ত স্কয়ার, রুম – ১১৯ (১ম তলা), রোড – ২, ধানমন্ডি ঢাকা। ফোন: ০২-৯৬৬২৫০৪।
  • এইচ. এম. প্লাজা (১ম তলা), উত্তরা, ঢাকা। ফোন: ০২-৮৯১২৮০৯।
  • গ্রীন সুপার মার্কেট, নারায়ণগঞ্জ। ফোন: ৭৬৩২৭৪৯।
  • হাইওয়ে প্লাজা, লালখান বাজার, চট্টগ্রাম। ফোন: ৬৩৬৫৯৫।

মজুরী

সেঞ্চুরী টেইলার্সে স্যুট, ব্লেজার, প্যান্ট, শার্ট, প্রিন্স স্যুট এবং শেরওয়ানী বানানোর ব্যবস্থা রয়েছে।

পরিবর্তন ও ক্ষতিপূরণ

এখানে তৈরিকৃত প্যান্ট, শার্ট এবং ব্লেজারে যেকোন ধরণের পরিবর্তন সরবরাহের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বিনা পয়সায় করিয়ে নেওয়া যায়।  ৩০ দিন পরে প্রত্যেক পরিবর্তন বা অল্টারের জন্য ৩০ টাকা করে প্রদান করতে হয়। শুধুমাত্র স্যুটে যে কোন পরিবর্তন বা অল্টারের ক্ষেত্রে ৩ মাস সময় প্রদান করা হয়ে থাকে।  ক্রেতার অর্ডারকৃত পোশাকের কাপড় ক্ষতিগ্রস্ত হলে তার জন্য কোন ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করে না টেইলার্স কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত কাপড়ের অনুরূপ কাপড় দিয়ে পোশাক তৈরী করে দেয়ার ব্যবস্থা করে থাকে।

বিল পরিশোধ

সমস্ত বিল ক্যাশ ছাড়াও কার্ডের মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। কার্ডের ক্ষেত্রে মাষ্টার ও ভিসা কার্ড গ্রহণযোগ্য।

সময়সূচী

মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকী দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সেঞ্চুরী টেইলার্সের এই শাখা খোলা থাকে।