সুবাস্তু নজর ভ্যালী

সুবাস্তু নজর ভ্যালী

ঠিকানাঃ  প্রগতি স্মরনী, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা-১২২৯। গুলশান শাহজাদপুর বাসস্ট্যান্ড থেকে ৫০ গজ দক্ষিনে গিয়ে রাস্তার পূর্ব পাশে এটি অবস্থিত।

শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ৫০০ টি। মালিক কর্তৃপক্ষ কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা ইলেক্ট্রিনক্স সামগ্রী, ঘড়ি, টিভি, ফ্রিজ এবং ক্রোকারীজ পন্য ইত্যাদি।
দ্বিতীয় তলা জুয়েলারী ইত্যাদি।
তৃতীয় তলা পুরুষ, মহিলা এবং শিশু সহ সকল বয়সের রেডিমেড পোষাক ইত্যাদি।
চতূর্থ তলা মোবাইল শো-রুম, ফুড কোর্ট ইত্যাদি।

 

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ৩৫ টি এবং সামনের রাস্তায় এবং ফুটপাতে ১ টি  গাড়ী পার্কিং করা যায়।  পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় না।

টয়লেট ব্যবস্থা

  • টয়লেট সুবিধা রয়েছে।
  • এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

ওযু এবং নামাজের ব্যবস্থা

  • এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।

খোলা/বন্ধের সময়

  • সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

  • শুক্রবার এবং শনিবার ভিড় হয়।  সাধারনত বেলা ১২.০০ টা থেকে বেলা ১.০০ টা পর্যন্ত এবং বিকাল ৫.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।

রাজউক ট্রেড সেন্টার শপিং মল

রাজউক ট্রেড সেন্টার শপিং মল

লোকেশন:  প্লট ২৮, নিকুঞ্জু ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ওভারব্রীজের পশ্চিম পাশেই এটি অবস্থিত।

ভবনের বিবরন:
১৬তম তলা বিশিষ্ট সাদা রংয়ের ভবন। ভবনের সিড়িগুলো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা।

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা বিভিন্ন ধরনের কসমেটিক্স পন্য, জুয়েলারী পন্য, খাবার দোকান, জুতা ও ব্যাগ।
দ্বিতীয় তলা ফ্যাশন হাউজ (তরুন/তরুনী)।
তৃতীয় তলা পোষাক, শাড়ী, থান কাপড়।
চতূর্থ তলা সিডি, মোবাইল, কম্পিউটার সামগ্রী।
পঞ্চম তলা বিভিন্ন ধরনের অফিস, শাখা অফিস, সমিতির অফিস।

 

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চ বিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর ক্রতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ১০টি গাড়ী পার্ক করা যায়। সামনের রাস্তাং এবং ফুটপাতে ১০টি গাড়ী পার্ক করা যায়।

টয়লেট ব্যবস্থা

  • পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

এক্সিলেটর সুবিধা

  • এখানে এক্সিলেটর সুবিধা রয়েছে। এক্সিলেটর এর সংখ্যা ২ টি।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

খোলা/বন্ধের সময়

  • সপ্তাহের রবিবার বন্ধ থাকে। আর অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

  • শুক্রবার এবং শনিবারসহ বিভিন্ন ছুটির দিনগুলোতে ভিড় হয়।  এছাড়া সকাল ১১.০০ টা থেকে বেলা ০১.০০ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।

ল্যান্ডমার্ক শপিং সেন্টার

ল্যান্ডমার্ক শপিং সেন্টার

 

ঠিকানা:
শহীদ মেজর নাজমুল হক রোড, প্লট# ১১, গুলশান ২, ঢাকা। গুলশান-২ গোলচত্বরের উত্তর পশ্চিম কোণে এই মার্কেটের অবস্থান। মার্কেটটির দক্ষিণে গুলশান টাওয়ার এবং উত্তরে তাহের টাওয়ারের অবস্থান.

খোলা বন্ধের সময়সূচী:
রবিবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।

মার্কেট এবং মার্কেটের দোকানগুলো

মার্কেট ভবনটি ১২ তলা বিশিষ্ট হলেও কেবল প্রথম এবং দ্বিতীয় তলা জুড়ে রয়েছে মার্কেটটি। মোট ৪ টি প্রবেশপথ রয়েছে। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ছিমছাম এই মার্কেটটিতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ আছে। ওপরে ওঠার জন্য একটি সিঁড়ি ছাড়াও দুটি লিফট এবং দু’টি এসকেলেটর রয়েছে। প্রতিটি ফ্লোরে দু’টি করে অগ্নি নির্বাপণ যন্ত্র আছে। এখানে পাইকারী দরে বিক্রি হয় না, কেবল খুচরা ক্রেতাদের মার্কেট এটি।

মার্কেটটির একতলায় অনেকগুলো স্টেশনারী দোকান এবং চশমার দোকান আছে। এছাড়া আছে একটি অভিজাত টেইলার্স,বইয়ের দোকান এবং মানি এক্সচেঞ্জ। দ্বিতীয় তলায় বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের দোকান এবং ব্র্যান্ড শো রুম আছে।

 

টেইলার্স: নাইট কালেকশন

১৯-২০, ল্যান্ড মার্কে শপিং সেন্টার, গুলশান ২, ঢাকা।

ফোন- ৮৮২৮২১৭

 

বই এর দোকান: “বিশ্ব বিচিত্রা”
কেবলস: প্যারাডাইস কেবলস,

ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্স,

দোকান# ১২,১৩,১৪, গুলশান নর্থ বাণিজ্যিক এলাকা,

গুলশান ২, ঢাকা- ১২১২।

ফোন- ৮৮১৮৮১৫

হিটাচি (HITACHI)

ল্যান্ড মার্ক শপিং সেন্টার,

১২-১৪, গুলশান সার্কেল ২, গুলশান, ঢাকা- ১২১২।

ফোন ৮৮২৯৩৭৫,

E-mail: [email protected]

 

কেনাকাটার জন্য

এখানে প্রধানত চীন, জাপান এবং আমেরিকায় তৈরি পণ্য পাওয়া যায়। দেশী ক্রেতার পাশাপাশি বিদেশী ক্রেতাও আসেন কেনাকাটা করতে। এ মার্কেটে ইলেকট্রনিক পণ্য ছাড়া অন্য কোন পণ্যে ওয়ারেন্টি দেয়া হয় না। এটি একদরের মার্কেট নয়, তাই দরকষাকষিতে অভিজ্ঞ হতে হবে এখানে কেনাকাটা করতে হলে। বিক্রয়কৃত পণ্য ফেরত নেবার চল নেই, তবে এক সপ্তাহের মধ্যে রশিদ দেখিয়ে বদলে নেবার সুযোগ আছে।

গাড়ি পার্কিং

এখানে যে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে সেটি কেবল মার্কেটের লোকেদের জন্য। অন্যদের রাস্তার পাশে গাড়ি পার্ক করতে হয়।

টয়লেট সুবিধা

মার্কেটটির ২য় তলায় সিঁড়ির পাশে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। এটি ব্যবহারের জন্য ৫ টাকা হারে চার্জ দিতে হয়।

অন্যান্য তথ্য

  1. এই মার্কেটের ভেতর কোন ব্যাংকের এটিএম বুথ নেই। তবে পাশের মার্কেটের ভেতর ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে।
  2. মার্কেটটিতে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর বা এক্স-রে স্ক্যান করা হয় না।

নাভানা শপিং কমপ্লেক্স

নাভানা শপিং কমপ্লেক্স

 

ঠিকানা: গুলশান ১ নং গোলচত্ত্বরের উত্তর পশ্চিম কোনায় নাভানা শপিং কমপ্লেক্স অবস্থিত। এর ঠিকানা ৪৫, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।

 সময়সূচী
রবিবার ছাড়া সপ্তাহের বাকী দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।

অভ্যন্তরীণ পরিবেশ

  • মার্কেটটি কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত।
  • মার্কেটের ভেতরে সূর্যের আলোর প্রবেশ ছাড়াও পর্যাপ্ত কৃত্রিম আলোর ব্যবস্থা রয়েছে।
  • উন্নত পানি নিস্কাষন ব্যবস্থা সমৃদ্ধ।
  • অগ্নি নির্বাপণের জন্য মার্কেটের প্রত্যেক তলার কোনায় কোনায় ছোট ছোট অগ্নি নির্বাপণ যন্ত্র রয়েছে।
  • মার্কেটটিতে উঠানামা করার জন্য দুটি চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এটি মার্কেটের দক্ষিণ দিকে অবস্থিত।

যেসব পণ্য সামগ্রী পাওয়া যায়

সাধারণত চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, বৃটেন, আমেরিকা থেকে আমদানী করা সানগ্লাস, এসি, ফ্রিজ, কসমেটিক্স, শাড়ি, খেলনা, গার্মেন্টস পণ্য, শিশু পোষাক, স্বর্ন, হীরা এবং ইমিটেশন পাওয়া যায়। মার্কেটের নিচতলাতে ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান ও রেন্ট-এ-কারের অফিস, ২য় তলাতে পারফিউম কসমেটিক্স, ৩য় তলাতে শিশুদের পোষাক খেলনা, ৪র্থ তলাতে জুয়েলারী ও শাড়ীর দোকান এবং ৫ম তলাতে সম্পূর্ণ ফুড জোন রয়েছে। এছাড়া গ্রীষ্মকাল ও শীতকালে আলাদা আলাদা কসমেটিকস ও পোষাক পাওয়া যায়। এখানে পাইকারী সামগ্রী বিক্রির কোন ব্যবস্থা নেই।

প্রাপ্ত পণ্যের মান
এসি ফ্রিজ টিভির ক্ষেত্রে ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। এখানে সঠিক মাপে ও ভালো মানের স্বর্ণ পাওয়া যায়। পোশাকের ক্ষেত্রে ৬ মাসের রং এর গ্যারান্টি দেওয়া হয়।

পণ্যের খুচরা মূল্য
এখানে এক দরে পণ্য বিক্রি হয়ে থাকে। কয়েকটি পণ্যের মূল্য নিম্নরুপ-

পণ্যের নাম দাম (টাকা)
সানগ্লাস ১০,০০০
খেলনা ৫,০০০
কসমেটিকস ৬০,০০০
শাড়ি ২০,০০০
শিশু পোষাক ১৫,০০০
ইমিটেশন ১০,০০০
স্বর্ণ ও হীরা আন্তর্জাতিক বাজার অনুযায়ী উঠানামা করে।

ক্রেতা সাধারণ
এই মার্কেটে বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিক এবং দেশের উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা কেনাকাটা করতে আসে। দোকানের সেলসম্যানরা বিদেশী ক্রেতাদের কেনাকাটার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে থাকে।

ছাড়ের ব্যবস্থা:
ঈদ, পূজা, বর্ষবরণ  উৎসবের সময় ইলেক্ট্রনিক্স পণ্য, শাড়ী, কসমেটিক্স ও শিশু সামগ্রীর দোকানে ১০ % মূল্য ছাড় দিয়ে থাকে দোকানীরা।

টয়লেটের ব্যবস্থা
এই মার্কেটের প্রত্যেক তলার উত্তর পাশে টয়লেটের ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য ২টি এবং পুরুষদের জন্য ৪ টি টয়লেট রয়েছে। বিনা পয়সায় টয়লেট ব্যবহার করা যায়।

গাড়ি পার্কিং:
নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে ১০০ টি গাড়ি পার্ক করা যায়। পার্কিং এ আলাদা কোন চার্জ দিতে হয় না। তবে গার্ডদের কিছু বকশিস দিতে হয়। গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট সময়সীমা নেই।

বিবিধ:

  • এই মার্কেটে লিফটের কোন ব্যবস্থা নেই।
  • প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেককে পরীক্ষা করে প্রবেশ করতে দেওয়া হয়।
  • মার্কেটের অভ্যন্তরে কোন ব্যাংকের এটিএম বুথ নেই।

ক্যাপিটাল টাওয়ার, মিরপুর ১

ক্যাপিটাল টাওয়ার, মিরপুর ১

 

ঠিকানা ও অবস্থান

  • মিরপুর ১নং বাসস্ট্যান্ড, মিরপুর, ঢাকা।
  • ধানমন্ডি থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার পথে ১ নম্বর বাসস্ট্যান্ড এর বাম পাশে মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন এই শপিং কমপ্লেক্সটি অবস্থিত।

 ভবনের বিবরণ:

  • ৮ তলা ভবন, প্রতি তলা মোজাইক ও টাইলস সজ্জিত।

পণ্য-সামগ্রীর বিবরণ

প্রথম তলা জুতা, তৈরি পোষাক, কসমেটিক্স, গ্রোসারী ইত্যাদি।
দ্বিতীয় তলা তৈরি পোষাক।
তৃতীয় তলা জুয়েলারি ও টেইলার্স শপ।
চতুর্থ তলা তৈরি পোষাক ও ব্রোকার হাউজ।

৫ম – ৮ম তলা পর্যন্ত দারুল ইহসান ইউনিভার্সিটি এনেক্স – ৯।

পণ্য-সামগ্রীর মান, মূল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পণ্য সামগ্রীর মান ভাল।
  • পণ্য সামগ্রী কিছু দোকানে একদরে বিক্রয় হয়। আবার কিছু দোকানে দর কষাকষি করে বিক্রয় করা হয়।
  • এখানে সকল শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডে বিল পরিশোধের কোন ব্যবস্থা নেই।

 গাড়ি পার্কিং ব্যবস্থা

  • শপিং মলটির নিজস্ব ব্যবস্থাপনায় ৩০ গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। রাস্তায় ও ফুটপাতে ২০ গাড়ি পার্ক করা যায়। গাড়ী পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় না।

টয়লেট ব্যবস্থা

  • পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

এস্কেলেটর সুবিধা

  • এখানে এস্কেলেটর সুবিধা রয়েছে। এস্কেলেটর এর সংখ্যা ৪ টি।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে।

 খোলা-বন্ধের সময়সূচী

  • বৃহস্পতিবার সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ। অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ১০.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
 ভিড় এড়াতে চান
 
  • শুক্রবার এবং শনিবার ভিড় বেশি হয়। অন্যান্য দিনে সকাল ১১.০০ টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত এবং বিকাল ০৪.০০ টা থেকে  রাত ০৮.০০ টা পর্যন্ত ভিড় হয় এছাড়া রাতের বেলা একটু বেশি ভিড় থাকে।

ইষ্টার্ণ মল্লিকা, এলিফ্যান্ট রোড

ইষ্টার্ণ মল্লিকা, এলিফ্যান্ট রোড

 

লোকেশন: ৩৪৬ এলিফ্যান্ট রোড,(এলিফ্যান্ট রোড থেকে বাটা সিগন্যাল এর বিপরীত দিক দিয় গাউসিয়া যাওয়ার পথে এটি অবস্থিত) ঢাকা।

শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ১০৪০ টি। মালিক সমিতি কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।

পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা কসমেটিক্স, ক্রোকারিজ, গিফট শপ, এশিয়ান স্কাই শপ এবং খাবারের দোকান ইত্যাদি।
দ্বিতীয় তলা মহিলাদের শাড়ী, লেডিস টেইলার্স ও থ্রী পিছ ইত্যাদি।
তৃতীয় তলা মহিলাদের শাড়ী, লেডিস টেইলার্স ও থ্রী পিছ ইত্যাদি।
চতূর্থ তলা পাইকারী শাড়ী, লেডিস টেইলার্স ও থ্রী পিছ ইত্যাদি।
পঞ্চম তলা মোবাইল শপ, এক্সেসরিজ ইত্যাদি।

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ৫০ টি এবং সামনের রাস্তায় এবং ফুটপাতে ৫ টি  গাড়ী পার্কিং করা যায়।  পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় ।

 টয়লেট ব্যবস্থা

  • টয়লেট সুবিধা রয়েছে।
  • এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

 নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

 ওযু এবং নামাজের ব্যবস্থা

  • এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।

 খোলা/বন্ধের সময়

  • সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে। সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

 
  • শুক্রবার ভিড় হয়।

রাপা প্লাজা

 রাপা প্লাজা

 

ঠিকানা:

বাড়ি# ১, রোড# ১৬ (নতুন), ধানমন্ডি (ধানমন্ডি সাবেক ২৭ নম্বর সড়কের একবারে পূর্ব প্রান্তে), ঢাকা- ১২০৯

ফোন- ৯১৩০২৪৪

 সময়সূচী

  • সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে
  • সপ্তাহের বন্ধের দিন মঙ্গলবার।

 এক দরের দোকান

  • টাইম জোন
  • ক্যাটস আই
  • বাটা
  • জয়ীতা
  • এইচ এফ সি

 সুবিধা

  • এটি একটি বিপনী বিতান। পরিবেশ অনেক ভাল।
  • এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
  • গুনগত মানের উপর কোম্পানীর আইন অনুযায়ী ওয়ারেন্টি/ গ্যারান্টি দেয়া হয়। এটা সাধারণত বিভিন্ন রকমের হতে পারে।
  • আলোচনা সাপেক্ষে পণ্য ফেরত বা পরিবর্তন করা যায়।
  • পাইকারী বিক্রির ব্যবস্থা নেই।
  • বেশী এমাউন্টের পণ্য কিনলে কিছু ছাড় দেয়া হয়।
  • এখানে কিছু সংখ্যক বিদেশী ক্রেতা আসে।
  • বিদেশী ক্রেতাদের সাহায্যের কোন ব্যবস্থা নেই।
  • নীচতলায় খাবারের দোকান  ও প্রসাধণীর দোকান রয়েছে।
  • দোতালায় পোষাক ও অর্নামেন্টেসের দোকান রয়েছে
  • প্রতি তলাতে উঠা-নামার জন্য ১ টি করে এসকেলেটর এবং দুইটি লিফট রয়েছে।

 যা পাওয়া যায়

  • ছেলে ও মেয়েদের পোষাক
  • ঘড়ি
  • জুতা
  • জুয়েলারী সামগ্রী
  • ব্যাগ
  • টেইলার্স
  • প্রসাধনী সামগ্রী
  • এখানে ফ্রান্স, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, ইউকে, থাইল্যান্ড ও জাপানের বিভিন্ন দেশের পণ্য সামগ্রী বেশী পাওয়া যায়।

বিবিধ

  • নিজস্ব পার্কিং সুবিধা আছে। এক সাথে প্রায় ৩০ টি গাড়ি পার্ক করা যায়। গাড়ি পার্কিং এর চার্জ ৩০ টাকা।
  • এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে।
  • মার্কেটের দক্ষিণ দিকে পুরুষদের জন্য ২ টি এবং মহিলাদের জন্য ২ টি করে টয়লেট রয়েছে।
  • মেটাল ডিটেক্টর এবং এক্সরে স্ক্যানার নেই।

ইষ্টার্ণ প্লাজা

ঠিকানাঃ ৭০ বীর উত্তম সি আর দত্ত রোড (সোনারগাঁও রোড), হাতিরপুল, ঢাকা।

 শপিং মলটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন, এস্কেলেটর সুবিধা, নিজস্ব স্ট্যান্ডবাই জেনারেটর সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রীত এবং টাইলস সজ্জিত নতুন ভবনে অবস্থিত। এখানে মোট দোকান সংখ্যা ১০০০ (+) টি। মালিক সমিতি কর্তৃক শপিং মলটি পরিচালিত হয়।

 লোকেশন

  • কাঁটাবন থেকে হাতিরপুল বাজার পেরিয়ে নাহার ভবনের বিপরীত পাশে এটি অবস্থিত।

 যোগাযোগঃ   ল্যান্ড ফোন: ৮৬১৯৫৭৯

 পণ্য-সামগ্রীর বিবরন

প্রথম তলা কসমেটিক্স, ব্যাগ, শিশুদের পোষাক এবং আরো অনেক ধরনের পণ্যের দোকান ইত্যাদি।
দ্বিতীয় তলা শাড়ীর দোকান, লেডিস টেইলার্স এবং ফ্যাশন হাউজ (ছেলে/মেয়ে) ইত্যাদি।
তৃতীয় তলা মহিলাদের শাড়ী, থ্রী পিছ, জেন্টস ফ্যাশন হাউজ ইত্যাদি।
চতূর্থ তলা জুতোর দোকান (ছেলে/মেয়ে), লেদার জ্যাকেট, বেল্ট ইত্যাদি।
পঞ্চম তলা মোবাইল শপ, মোবাইল সার্ভিস সেন্টার ইত্যাদি।

 

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও খরচ পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ৫০ টি গাড়ী পার্ক করা যায় এবং সামনের রাস্তায় ও ফুটপাতে ১০ টি গাড়ী পার্ক করা যায়। গাড়ী পার্কিং এর জন্য চার্জ দিতে হয় ।

টয়লেট ব্যবস্থা

  • টয়লেট সুবিধা রয়েছে।
  • এখানে প্রত্যেকটি ফ্লোরে পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

ওযু এবং নামাজের ব্যবস্থা

  • এখানে ওযু এবং নামাজের ব্যবস্থা আছে।

খোলা/বন্ধের সময়

  • সপ্তাহের মঙ্গলবার বন্ধ থাকে।  সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।

ভিড় এড়াতে চান

  • শুক্রবার এবং শনিবার ভিড় হয়।  সাধারনত বেলা ১২.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।

বিশাল সেন্টার

লোকেশন:মগবাজার আড়ং এর পাশে এটি অবস্থিত।

 পণ্য-সামগ্রীর বিবরন

  • শাড়ী, পাঞ্জাবী, জুতা, সার্ট-প্যান্ট, সেলোয়ার-কামিজ ইত্যাদি।
  • এছাড়াও বিভিন প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা

  • এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
  • পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
  • এখানে সাধারনত উচ্চ বিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর ক্রতাগন কেনাকাটা করতে আসেন।
  • এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়।

গাড়ী পার্কিং ব্যবস্থা

  • এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা নেই। সামনের রাস্তায় এবং ফুটপাতে ২০টি গাড়ী পার্ক করা যায়।

টয়লেট ব্যবস্থা

  • পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
  • সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।

নিরাপত্তা ব্যবস্থা

  • সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।

খোলা/বন্ধের সময়

  • সপ্তাহের বৃহস্পতিবার বন্ধ থাকে। আর অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ১০.০০ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত খোলা থাকে।

 ভিড় এড়াতে চান

  • শুক্রবার এবং শনিবারসহ বিভিন্ন ছুটির দিনগুলোতে ভিড় হয়।

মার্কেট

বিয়ের শপিং সবার জন্য আনন্দের বন্যা বয়ে আনে। কনের সাজ-সজ্জার প্রয়োজনীয় উপকরণ যেমন পরিধানের শাড়ি, সালোয়ার কামিজ ও লেহেঙ্গা, গহনা, কসমেটিকস এবং অন্যান্য সব কিছুর জন্য  মার্কেট এর কথাই মনে পরে সবার আগে। সুধু কনের উপকরণ নয়, বরের পরিধেয় বস্ত্রাদি যেমন শেরওয়ানি কিংবা কমপিস্নট  স্যুট, প্রসাধনী, জুতো-স্যান্ডেল, এগুলোর জন্যও যেতে হবে মার্কেট।

বিভিন্ন মার্কেট এর তথ্য পাচ্ছেন এখানে মার্কেট এর উপর ক্লিক করলেই-

১।বসুন্ধরা সিটি শপিং মল
২।রাজধানী সুপার মার্কেট
৩।বিশাল সেন্টার
৪।ইষ্টার্ণ প্লাজা
৫।সুবাস্তু আর্কেড
৬।রাপা প্লাজা
৭।পিংক সিটি শপিং কমপ্লেক্স
৮।পলওয়েল সুপার মার্কেট
৯।গাউসিয়া মার্কেট, ঢাকা
১০।কর্ণফুলী গার্ডেন সিটি, কাকরাইল
১১।ইষ্টার্ণ মল্লিকা, এলিফ্যান্ট রোড
১২।ক্যাপিটাল টাওয়ার, মিরপুর ১
১৩।নাভানা শপিং কমপ্লেক্স
১৪।ল্যান্ডমার্ক শপিং সেন্টার
১৫।রাজউক ট্রেড সেন্টার শপিং মল
১৬।সুবাস্তু নজর ভ্যালী

সূত্রঃ  অনলাইন – ঢাকা