টয়লেট পেপারের বিয়ের পোশাক

বিয়ের জন্য বর-কনের কত না চিন্তাভাবনা থাকে। কোন দোকান থেকে কোন ব্র্যান্ডের পোশাক কিনবেন, রং কেমন হবে ইত্যাদি ভাবনায় সে সময় অনেক বেশি ব্যস্ত থাকেন তাঁরা। তারপর বিয়ের দিন জমকালো পোশাকে সবার সামনে হাজির হন উভয়ে। কিন্তু বর-কনের সেই পোশাক যদি টয়লেট পেপার দিয়ে তৈরি হয়! অবাক হওয়ার কিছু নেই। সত্যি সত্যি এমন ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের একজন কেশপরিচর্যাকারী কাপড় ও সুতার বদলে শুধু টয়লেট পেপার দিয়ে তৈরি করেছেন বিয়ের পোশাক। শুধু তা-ই নয়, এই বিয়ের পোশাকটি তৈরি করে তিনি জিতে নিয়েছেন দুই হাজার মার্কিন ডলার।

আজ শনিবার ইয়াহু নিউজের এক খবরে জানা গেছে, সাউথ ক্যারোলাইনার মিমোজা হাসকা নামের ওই কেশপরিচর্যাকারী নিউইয়র্কে একটি প্রতিযোগিতায় অংশ নেন, যেখানে বিয়ের পোশাকের নকশা করে পাঠাতে হবে। যাঁর নকশা প্রথম হবে, তিনি পাবেন দুই হাজার মার্কিন ডলার। গত বৃহস্পতিবার ওই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে পুরস্কার দেওয়া হয়।প্রতিযোগিতার বিচারক কেট পানকোক বলেন, টয়লেট পেপার দিয়ে মেয়েটি যে পোশাকটি বানিয়েছেন, তা সত্যিই বিস্ময়কর। তিনি শুধু টয়লেট পেপার, আঠা, সুচ ও টেপ ব্যবহার করেছেন। কোনো কাপড় ব্যবহার না করেও জাঁকজমক একটি বিয়ের পোশাক হয়েছে।

পুরস্কার নেওয়ার পর মিমোজা হাসকা বলেন, ‘আমি পোশাক ও তাতে কাজ পছন্দ করি। সবাই ভালো কাজ করে। আর আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, এতে আরও ভালো লাগছে।’

Prothom alo

অটবি ফার্ণিচার শো-রুম

ঠিকানা ও অবস্থান

  • ৯২৪/১, শেওড়াপাড়া, রোকেয়া স্মরনি, মিরপুর, ঢাকা-১২১৬।
  • মিরপুর শেওড়া পাড়া বাসস্ট্যান্ড এর সাথেই ওভার ব্রীজের নিচে পূর্ব পাশের রাস্তায় এটি অবস্থিত।
  • ফোন:৮০৫০৭২৯
  • ই-মেইল:[email protected]
  • ওয়েব সাইট:www.otobi.com

আসবাবপত্র/ফার্নিচারের তালিকা নিম্নরূপ:

  • খাট, পালং, চেয়ার, টেবিল, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সেক্রেটেরিয়েট টেবিল, আলমারি, ফাইল কেবিনেট, মিটসেফ, ওয়্যারডোব, ইজি চেয়ার, টিভি স্ট্যান্ড, দোলনা সেট, কিচেন ফার্নিচার সেট ইত্যাদি।

পরিবহন ব্যবস্থা

  • দোকানের নিজস্ব ভ্যান/পিক-আপ রয়েছে। ভ্যান/পিক আপ ভাড়া গ্রাহককে পৃথকভাবে পরিশোধ করতে হয়।

চেইনশপ ব্যবস্থা

  • এর ১৫ টি চেইন শপ রয়েছে।

আখতার ফার্নিচার্স

প্রধান শাখা

এর প্রধান অফিস বারিধারায় অবস্থিত। “আকতার ফার্ণিচার” এর মোট শো-রুম সংখ্যা হচ্ছে ৮টি। এর মধ্যে ঢাকায় রয়েছে ৫টি শো-রুম। এর প্রধান অফিসের ঠিকানা হচ্ছে ৬৬ প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা- ১২১২। ফোন- ৮৮৫১৫২৫।

ফ্যাক্টরী:

প্লট ১২৯৮, ভাতারা, বারিধারা, ঢাকা-১২১।
ফোন: ৮৮২৮৭৭৬, ফ্যাক্স: ৮৮২৮৭৫৬, মোবাইল: ০১৭১৪-১৬৮৯৮৩
ই-মেইল- [email protected]

এয়ারপোর্ট:

হাউজ# ১, রোড# ১০, সেক্টর# ১ (নতুন এয়ারপোর্ট রোড), উত্তরা, ঢাকা- ১২৩০।
ফোন-০১৭১১-৯৩৪৪৮৪,  ৮৯৫৯২২৩-৪,
[email protected]

প্রগতি স্মরণী:

৬৬ প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা-১২১২।

মিরপুর:

৫৮২ কাজীপাড়া, রোকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা-১২১৬।
ফোন- ৯০০০৮৩৭, ৮০৫৩৮৫৫
ফ্যাক্স- ৮০৫৮০২৭, ০১৭১১-৮৬৪০৩৩
[email protected]

উত্তরা:

হাউজ# ১১৩/এ, রোড# ৭, সেক্টর# ৪ (নতুন এয়ারপোর্ট রোড), উত্তরা, ঢাকা- ১২৩০।
ফোন- ০১৭৪৬-৬৫৩০৫৪
[email protected]

পুরান ঢাকা:

৯০/৯১ নাজিম উদ্দিন রোড, লালবাগ, ঢাকা।
ফোন- ৭৩০১৯০২,
মোবা- ০১৮১৮-৬৬২৭৪৮, ০১৯২২-৯১১৫৭৮
[email protected]

 

ব্রাদার্স ফার্ণিচার

প্রধান শাখা

এর প্রধান শাখা বারিধারায় অবস্থিত। ব্রাদার্সের মোট ১৪ টি শো-রুম রয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে ৮ টি শো-রুম। এর প্রধান অফিসের ঠিকানা হচ্ছে প্লট# ৮২, ব্লক# জে, প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা- ১২১২।

ফোন- ৮৮৫১৫২৫, মোবাইল- ০১৯২৬-৬৮০৮২৬
ওয়েব সাইট: http://www.brothersfurniture.com.bd/Default.aspx
ই-মেইল- [email protected], [email protected]

বারিধারা:

কর্পোরেট অফিস এন্ড শো-রুম- প্লট# ৮২, ব্লক# জে, প্রগতি স্মরণী, বারিধারা ১২১২, ঢাকা
ফোন- ৯৮৯৫২৯০। মোবাইল- ০১৯৩৬-৬৮০৮২৬

গুলশান:

ই# ১২ ডি.সি.সি মার্কেট, গুলশান- ১, ঢাকা- ১২১২।
ফোন- ৯৮৫২৮৯.  মোবাইল- ০১৯২৬-৬৮০৮৪৯

উত্তরা:

হাউজ# ২, রোড# ৫, সেক্টর# ১, উত্তরা, ঢাকা- ১২৩০।
ফোন- ৮৯৫৭৮৮৮, মোবাইল- ০১৯২৬-৬৮০৮৩০

মিরপুর:

১৩০৪, ইষ্ট মিরপুর, বেগম রোকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা- ১২১৬,
ফোন- ৮০৫৫০৯১, মোবাইল- ০১৭১২-৩৭৩২৭২।

কালীগঞ্জ:

প্লট# সি-২৮৭/১৪, ব্লক# সি, কালীগঞ্জ, ঢাকা- ১২১৯।
ফোন- ৭১২১৫২৩, মোবাইল- ০১৯২৬-৬৮০৮৬৬

নিজামউদ্দনি রোড:

হাউজ# ৯০-৯১, নিজামউদ্দিন রোড, লালবাগ, ঢাকা-১১০০
ফোন- ৭৩০১৮৮৫, মোবাইল- ০১৯২৬-৬৮৮০৮৩৪।

কাকরাইল:

৮৯/১, কাকরাইল সুপার মার্কেট, ঢাকা- ১০০০
ফোন- ৯৩৫৭২০৮, মোবাইল- ০১৯২৬- ৬৮০৮৫২।

হাতিল কমপ্লেক্স লিমিটেড

প্রধান শাখা :

৮ শেওড়াপাড়া, রোকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা- ১২১৬।
হাতিলের মোট শো-রুম ৪১টি। এর মধ্যে ঢাকায় রয়েছে ১২ টি।

মিরপুর:

৮ শেওড়াপাড়া, রোকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা- ১২১৬
ফোন-০২-৯০০২২২৫, ৯০০০০৭৩।
ফ্যাক্স- +৮৮০২ ৮০১৬৫৯৩
ই-মেইল- [email protected]
ওয়েবসাইট- www.hatilbd.com

তেজগাঁও:

২১৪, তেজগাঁও, গুলশান লিংক রোড, ঢাকা- ১২০৮।
ফোন- ৮৮১০০১০, ৯৮৮৪৭৫০, ০১৭১৩-৪৪১০০৩।
ই-মেইল- [email protected]

শান্তি নগর:

১৪, কাকরাইল রোড, শান্তি নগর বাজার, ঢাকা- ১০০০
ফোন- ৯৩৪৭২৫৫, ০১৭১৩-৪৪১০২২।
ই-মেইল- [email protected]

উত্তরা:

হাউজ# ১২, রোড# ১৩, সেক্টর# ১, উত্তরা, ঢাকা।
ফোন- ৮৯২১৮১৮, ৮৯৫০১৮৫।
মোবাইল- ০১৭১৩-৪৪১০০১, ০১৭১৪-০৪৮৭৩০।
ই-মেইল [email protected]

বারিধারা:

হাউজ# ১২, ব্লক# জে, প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা-১২১২.(থাই এম্বাসির নিকট)
ফোন – ০১৭৩০-০১৬৯০৩, ০১৭১৩-৪৪১০২৮।
ই-মেইল- [email protected]

নারিন্দা:

১৮/১/ক, বেগমগঞ্জী লেন, নারিন্দা (দয়াগঞ্জ নতুন রাস্তা), ঢাকা- ১১০০, ফোন ৭১৭৩৬৩২.
মোবাইল- ০১৭১৩-৪৪১০০৬, ০১৭১১-৭৮৩৪২০।

কালীগঞ্জ:

৬৩৯/ সি কালীগঞ্জ, ঢাকা- ১২১৬।
ফোন- ০১৭৩০-৭৩১২৫১, ০১৭৩১-৮১৯৪৯১।

যাত্রাবাড়ি:

৩১১ ধনিয়া, বিশ্ব রোড, কাজলা, যাত্রাবাড়ি, ঢাকা- ১২৩৬।
ফোন- ৭৫৫৩২৩৯, ৭৫৫৩৯৪৪, ০১৭১৩-৪৪১০০৭।
ই-মেইল[email protected]

পান্থপথ:

হাসিনা টাওয়ার (২য় ও ৩য় তলা), ১ বীর উত্তম কাজী নুরুজ্জামান রোড, ৫ পান্থপথ বাণিজ্যিক এলাকা, ঢাকা ১২০৫.
(বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর বিপরীত পাশে) ৯৬১৫১০৯-১০
ফোন ০১৭১৩-৪৪১০১৮, ০১৭৩০-৩৫৯৪৮৪।
ই-মেইল [email protected]

মোহাম্মদপুর:

৭/১ আওরঙ্গজেব রোড, ২য় তলা, মিরপুর রোড, মোহাম্মদপুর ঢাকা- ১২১৭। ফোন- ০১৭১৩-৪৪১০০৫, ৮১৪৩৮৪৩।
ই-মেইল- [email protected]

লালবাগ:

৯০/৯১, নিজাম উদ্দিন রোড, লালবাগ, ঢাকা।
ফোন- ০১৭১৩-৪৪১০২৪, ০১৭১৩-১৩০৫০৭
ই-মেইল [email protected]

সাভার:

সাভার নিউ মার্কেট, আছিয়া রোড, সাভার।
ফোন- ৭৭৪৫৫২৫, ০১৭১৩-৪৪১০০৮
ই-মেইল- [email protected]

ফার্নিচার

গৃহ সাজাতে আসবাবপত্রের ব্যবহার সুপ্রাচীন কাল থেকে প্রচলিত। ঘরের শোভা বর্ধন, আভিজাত্য, অর্থ ও অলংকারের নিরাপদ সংরক্ষণের জন্য আসবাবপত্র অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। আধুনিককালেও আসবাবপত্রের কদর এতটুকুও কমেনি বরং আরো রেড়েছে। তবে সভ্যতার বিকাশের ফলে আসবাবপত্র তৈরির উপকরণ, ডিজাইনে এসেছে বৈচিত্র্য ও আধুনিকতার ছোঁয়া।

বিয়ে মানে নতুন জীবন, নতুন সংসার। সেখানে চাই নতুন ফার্নিচার।বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে সাজাঁতে পারেন আপনার সংসার।

আমাদের দেশে প্রচলিত ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে – খাট, চেয়ার, টেবিল, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সেক্রেটেরিয়েট টেবিল, আলমারি, ওয়াল শো-কেস, টি-টেবিল, ফাইল কেবিনেট, মিটসেফ, ওয়্যারডোব, ইজি চেয়ার, টিভি স্ট্যান্ড, দোলনা সেট, বুক সেলফ। কিচেন ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে – কর্ণার রেক, বটম মাউন্টেড পুল ড্রয়ার, স্পুন এন্ড ফর্ক হ্যাঙ্গার, স্পুন এন্ড প্যান হ্যাঙ্গার, ওয়াশ বিম, কর্ন সুইভাল রেক।

কিছু ফার্নিচার এর দোকানের তথ্য ও ঠিকানা নিচে দেওয়া হলঃ

১।হাতিল কমপ্লেক্স লিমিটেড (মিরপুর)
২।ব্রাদার্স ফার্ণিচার্স (বারিধারা)
৩।আখতার ফার্নিশার্স (বারিধারা)
৪।অটবি ফার্ণিচার শো-রুম (শেওড়াপাড়া)

 

সূত্রঃ অনলাইন-ঢাকা.কম

 

ফপস টেইলার্স

প্রধান কার্যালয়ের অবস্থান ও ঠিকানা

সাইন্স ল্যাবরেটরী মোড় থেকে ৫০ গজ উত্তর দিকে ল্যাবরেটরী রোড গলির শেষ প্রান্তে অবস্থিত বি.এস ভবনের ২য় তলায় এই টেইলার্সটি অবস্থিত।

৭৫, ল্যাবরেটরী রোড, (১ম তলা), ঢাকা – ১২০৫।
ফোন: ৯৬৬৮৮৫৪, মোবাইল: ০১৮১৭-০৭৩৩১৩

আউটলেটঃ

টেইলার্স শপটির এই শাখাটি ছাড়াও বনানীতে আরও একটি আউটলেট রয়েছে।
ইউএই মৈত্রী কমপ্লেক্স, ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা – ১২১৩।
ফোন: ৮৮২৭৯৮৩, মোবাইল: ০১৯১১-২৩৭০৯৫

গ্রাহক তুষ্টি

টেইলার্স শপটিতে গ্রাহকের পছন্দসই স্যাম্পল থেকে মাপ নিয়ে সেই স্যাম্পলের অনুরূপ পোশাক তৈরী করা হয়। এছাড়া গ্রাহকের চাহিদামত বোতাম, সুতা, জিপার ব্যবহার করা হয়। এজন্য অতিরিক্ত মজুরী প্রদান করতে হয়। বোতাম, সুতা ও জিপারের মান ভেদে এই মজুরী নির্ধারিত হয়।

বিবিধ

  • এখানে সবসময় নির্ধারিত তারিখেই ডেলিভারি প্রদান করা হয়।
  • হোম ডেলিভারি ব্যবস্থা নেই।
  • অফিসে বা বাসায় গিয়ে মাপ আনার ব্যবস্থা নেই।
  • পোশাকের কোন প্রকার অল্টার করা হয় না।
  • ৩ মাসের মধ্যে পোশাক ডেলিভারি না নিলে পোশাক কোনরূপ ক্ষতিগ্রস্থ হলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
  • টেইলার্সটিতে কর্পোরেট সার্ভিস প্রদানের ব্যবস্থা নেই।

যানা নন্দিনি টেইলার্স

ঠিকানাঃ

রাজলক্ষী কমপ্লেক্স ২য় তলা, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২০৩।
ফোনঃ৮৮০-২-৮৯১৪৮৮৭

 

টেইলার্স

পোশাক মানুষকে সাজায় আর পোশাক তৈরী করে দর্জি অর্থাৎ টেইলার্স শপ। পোশাকের মধ্যেই ফুটে ওঠে ব্যক্তির অভিরুচি ও ব্যক্তিত্ব। পরিপাটি ও সুন্দর পোশাক মনকে প্রফুল্ল রাখতে বিশেষ পারঙ্গম।

মার্কেট থেকে রেডিমেড পোশাক ক্রয়ের ক্ষেত্রে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যেমন – রং, ডিজাইন, সাইজ প্রভৃতি ক্ষেত্রে নানা হেরফের হয়। যা যথেষ্ট বিড়ম্বনা সৃষ্টি করে। তাই নিজস্ব রং, ডিজাইন ও সাইজের পোশাক তৈরীর কথা ভাবলেই আমাদের টেইলার্সের ধরনা দিতে হয়। আর টেইলার্স সপগুলো তাদের রুচিশীল আধুনিক সৃজনশীল শক্তির মাধ্যমে গ্রাহকদের নিকট বিশেষ স্থান অর্জন করে নিয়েছে।

টেইলার্সগুলোর মধ্যেও রয়েছে বিভাজন যেমন – লেডিস এন্ড জেন্টস, শুধুমাত্র জেন্টস ও শুধুমাত্র লেডিস। টেইলার্স গুলোতে ছেলেদের – শার্ট, প্যান্ট, স্যুট, ব্লেজার, সাফারী, শেরওয়ানী, পাঞ্জাবী আর মেয়েদের – সালোয়ার কামিজ, ব্লাউজ, পেটিকোট, বোরখা, লেহেঙ্গা তৈরী করা হয়ে থাকে।সাধারণত ৭ দিনের মধ্যেই অর্ডারকৃত পোশাক সরবরাহ করে থাকে। এছাড়া জরুরি প্রয়োজনে ২৪ ঘন্টার মধ্যেও পোশাক ডেলিভারি দিয়ে থাকে। এজন্য মজুরী কিছুটা বেশি পড়ে। গ্রাহক চাইলে গ্রাহকের পছন্দসই বোতাম, সুতা, জিপার প্রভৃতিও পোশাকে ব্যবহার করা হয়। এজন্যও আলাদা মজুরী প্রদান করতে হয়।

দেশের অভিজাত টেইলার্স শপগুলোর মধ্যে রয়েছে – সানমুন, ফপস, রেমন্ড, ফিট এলিগেন্স, মকবুল, মুনমুন, স্টার, ফেরদৌস, সেঞ্চুরী।
নিচে কিছু টেইলার্স এর তথ্য দেওয়া হলোঃ

১।সেঞ্চুরী টেইলার্স  (নিউমার্কেট)
২।ফপস টেইলার্স (নিউমার্কেট)
৩।যানা নান্দিনি টেইলার্স

 

সেঞ্চুরী টেইলার্স

অবস্থান ও ঠিকানা

কাটাবন মোড় হতে সাইন্স ল্যাব যাওয়ার পথে ৩০ গজ সামনে হাতের বাম পাশে ইসিএস কম্পিউটার সিটির ডান পাশে সেঞ্চুরী টেইলার্স অবস্থিত। টেইলার্সের ঠিকানা হল- ২৫৮, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ০২-৯৬৭১২৪৯ এবং মোবাইল নম্বর- ০১১৯৭২৭৬০৬০।

শাখাগুলোর ঠিকানা-

  • নিউ এলিফ্যান্ট রোড, ২৪৫, ঢাকা। ফোন: ০২-৯৬৭১২৪৯।
  • ২২০, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন: ০২-৯৬৭১২৪৯।
  • প্রিতম ভবন, ৪২, তোপখানা রোড, ঢাকা। ফোন: ০২-৯৫৬৪৪৬৬।
  • সীমান্ত স্কয়ার, রুম – ১১৯ (১ম তলা), রোড – ২, ধানমন্ডি ঢাকা। ফোন: ০২-৯৬৬২৫০৪।
  • এইচ. এম. প্লাজা (১ম তলা), উত্তরা, ঢাকা। ফোন: ০২-৮৯১২৮০৯।
  • গ্রীন সুপার মার্কেট, নারায়ণগঞ্জ। ফোন: ৭৬৩২৭৪৯।
  • হাইওয়ে প্লাজা, লালখান বাজার, চট্টগ্রাম। ফোন: ৬৩৬৫৯৫।

মজুরী

সেঞ্চুরী টেইলার্সে স্যুট, ব্লেজার, প্যান্ট, শার্ট, প্রিন্স স্যুট এবং শেরওয়ানী বানানোর ব্যবস্থা রয়েছে।

পরিবর্তন ও ক্ষতিপূরণ

এখানে তৈরিকৃত প্যান্ট, শার্ট এবং ব্লেজারে যেকোন ধরণের পরিবর্তন সরবরাহের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বিনা পয়সায় করিয়ে নেওয়া যায়।  ৩০ দিন পরে প্রত্যেক পরিবর্তন বা অল্টারের জন্য ৩০ টাকা করে প্রদান করতে হয়। শুধুমাত্র স্যুটে যে কোন পরিবর্তন বা অল্টারের ক্ষেত্রে ৩ মাস সময় প্রদান করা হয়ে থাকে।  ক্রেতার অর্ডারকৃত পোশাকের কাপড় ক্ষতিগ্রস্ত হলে তার জন্য কোন ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করে না টেইলার্স কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত কাপড়ের অনুরূপ কাপড় দিয়ে পোশাক তৈরী করে দেয়ার ব্যবস্থা করে থাকে।

বিল পরিশোধ

সমস্ত বিল ক্যাশ ছাড়াও কার্ডের মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। কার্ডের ক্ষেত্রে মাষ্টার ও ভিসা কার্ড গ্রহণযোগ্য।

সময়সূচী

মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকী দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সেঞ্চুরী টেইলার্সের এই শাখা খোলা থাকে।