fbpx

জেলা ভিত্তিক বিবাহবিডি সার্ভিস এজেন্ট

বিবাহবিডি ডট কম ২০০৭ সাল থেকে পরিচালিত সম্পূর্ন অনলাইন ভিত্তিক জনপ্রিয় একটি ম্যাট্রিমনিয়াল সার্ভিস প্রতিষ্ঠান। প্রফেশন ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেকোন ধর্মাবলম্বী, যেকোন জেলার, বাংলাদেশ ও প্রবাসে বসবাসরত যথাযোগ্য পাত্রপাত্রীর খোঁজ ও পাত্রপাত্রী বা অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করা সবচেয়ে বিশ্বস্থ মাধ্যম বিবাহবিডি ডট কম। যেখানে লাখো পাত্রপাত্রীর সন্ধান রয়েছে।

বিবাহবিডি সার্ভিস এজেন্ট কি?
বিবাহবিডি ডট কম বাংলাদেশের প্রতিটি জেলা সদরে বসবাসকারী পরিবারগুলোকে সার্ভিস এর আওতায় আনার লক্ষ্যে জেলা ভিত্তিক সার্ভিস সেন্টার উন্মুক্ত করার প্রকৃয়া নিয়েছে।

একজন সার্ভিস এজেন্ট এর কাজ কি হবে?
একজন সার্ভিস এজেন্ট তার নিজ জেলা সদরে স্বশরীরে বিবাহবিডি’র জেলাভিত্তিক কার্যক্রম পরিচালনা করবেন। যেমন –

  • প্রোফাইল সংগ্রহ
  • সার্ভিস বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত
  • প্রোফাইল ভেরিফিকেশন
  • ইউজার সাপোর্ট

সার্ভিস এজেন্ট নিয়োগের প্রকৃয়া কি?

  • উদ্যোক্তাকে অবশ্যই কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে
  • দৈনিক ১০-১২ ঘন্টা (মাসে ২৫ দিন) কাজ করার মানসিকতা থাকতে হবে
  • কর্মক্ষেত্রে কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট সংযোগ, গ্রাহকদের বসা ও আপ্যায়নের সুযোগ থাকতে হবে।
  • যাদের নিজস্ব ষ্টুডিও অথবা উপরোক্ত সুবিধাগুলো কর্মক্ষেত্রে রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

সার্ভিস এজেন্ট কি “চাকুরী নাকি ব্যবসা”?

একজন এজেন্ট বিবাহবিডি ডট কম এর একজন জেলা প্রতিনিধি হিসাবে সমগ্র জেলায় নিজ ব্যবসা পরিচালনা করবেন। এবং লভ্যাংশ থেকে আকর্ষনীয় মুনাফা অর্জন করবেন। এই জন্য আমাদের নিজস্ব সফটওয়ার, কর্ম পদ্ধতি, পরামর্শ ও আমাদের প্রতিষ্ঠানের নাম ও সাইনবোর্ড ব্যবহার করবেন।

সার্ভিস এজেন্ট কে কি প্রশিক্ষন দেয়া হবে ?

এজেন্ট হিসাবে চুড়ান্ত দায়িত্ব বুঝে নেয়ার আগে অবশ্যই একজন এজেন্টকে বিবাহবিডির কর্ম কৌশলের উপর ৩ দিনের একটি ট্রেনিং নিতে হবে। আপনি যদি আপনার জেলা সদরে বিবাহবিডির সার্ভিস সেন্টার এজেন্ট হিসাবে দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী হোন থাকেন তাহলে

আমাদের প্রতিনিধির সাথে কথা বলুনঃ
বিবাহবিডি সাপোর্ট টিম, সকাল ৯ঃ০০ টা – রাত ১০:৩০ (প্রতিদিন)
+88 09612211555, +88 01922115555, +88 01944115555

BIBAHABD.COM
House # 02 (3rd Floor) BLOCK: G, SOUTH BANASREE MAIN ROAD, DHAKA-1219

যোগ্য জীবন সঙ্গী খুঁজতে বিবাহবিডি

বিবাহবিডি ডট কম:  ঘরে বসেই অনলাইনে পাত্র পাত্রী খুঁজে পছন্দের পাত্রপাত্রী কিংবা অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করার সবচেয়ে সহজতর প্রন্থা।  আর এই সেবাটি বিবাহবিডি দিয়ে আসছে ২০০৯ সাল থেকে।  আপনার শতভাগ সেবা নিশ্চিত করতে  ২৪ ঘন্টা ৭ দিনই  প্রস্তুত আছে।  এ সেবাটি সম্পূর্ন অনলাইন বেইজ  এবং  শত ভাগ সেলফ সার্ভিস।  অনলাইনে ফ্রী রেজিষ্ট্রেশন করে নিজের মত করে প্রফেশন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত পাত্র-পাত্রীর প্রোফাইল গুলো দেখে সহজেই শর্ট লিষ্ট করে সরাসরি পাত্র-পাত্রী বা তাঁদের অভিভাবকের সাথে  নিজেরাই যোগাযোগ করতে পারবেন এবং তা অতি দ্রুত সময়ের মধ্যেই।

তাছাড়াও বিবাহবিডিতে আপনার অথবা আপনার পরিবারের নিবন্ধিত সদস্যের প্রোফাইলটি দেখে আপনাদের চাহিদা অনুযায়ী (পার্টনার প্রেফারেন্স দেখে) পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকেরাও আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

ভিডিও টি দেখুনঃ

কেন  বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেন ?

  • বিবাহবিডি সম্পূর্ন একটি সেলফ সার্ভিস। যেখানে পাত্র-পাত্রী কিংবা অভিভাবকেরা অনলাইনে ফ্রী রেজিষ্ট্রেশন করে ৩ দিনের ট্রায়াল মেম্বারশীপ নিয়ে, নিজেরাই পাত্রপাত্রীর প্রোফাইল দেখে বাছাই করেন এবং পরবর্তীতে পছন্দের পাত্র-পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করে থাকেন।
  • বিবাহবিডি ইউজার সাপোর্ট টিম (24/7) প্রতিটি প্রোফাইলের পাত্র/পাত্রী ও অভিভাবককে তথ্য সম্পূর্ন রুপে যাচাই করে এক্টিভ করে।
  • এনআইডি, পাসপোর্ট, জব আইডি ও ডিভোর্সদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট ভেরিফাইড প্রোফাইল
  • প্রফেশন অনুযায়ী, অবিবাহিত, ডিভোর্স, বিধবা/বিপত্নীক পাত্র/পাত্রী খুঁজতে
  • প্রবাসী প্রতিষ্ঠিত পাত্র/পাত্রী খুঁজতে
  • বাংলাদেশের যে কোন জেলার প্রতিষ্ঠিত পাত্র/পাত্রী খুঁজতে
  • প্রবাসী / নিদৃষ্ট কোন দেশের বসবাসরত পাত্র/পাত্রী খুঁজতে
  • নিদৃষ্ট ধর্ম, গোত্র, কাষ্ট অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজতে
  • ষ্পেশাল কেইস ( সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার)  পাত্র/পাত্রী খুঁজতে
  • ডিজেবেলিটি (পরিবারের কারো শারীরিক (অধিক/ আংশিক) প্রতিবন্ধকতা আছে ) পাত্র/পাত্রী খুঁজতে

বিবাহবিডিতে আসা প্রোফাইল গুলো যাচাই হয় কিভাবে?

  • বিবাহবিডি ডট কম  আছে (২৪/৭ দিন) এক্সপার্ট কাষ্টমার সাপোর্ট টিম। একটি প্রোফাইল আসার সাথে সাথেই আমাদের কাষ্টমার সাপোর্ট প্রোফাইলটিকে  বেশ কিছু পন্থায় যাচাই করে থাকে এবং পাত্র-পাত্রী ও অভিভাবকের সাথে সরাসরি ফোনে কথা বলে তার প্রদত্ত প্রত্যেকটি তথ্য সম্পূর্ন নিশ্চিত হয়ে তারপরই একটি প্রোফাইল এক্টিভ করে।

বিবাহবিডিতে প্রোফাইল প্রোফাইল করতে কি কি যোগ্যতা প্রয়োজন?

  • বিবাহবিডি ডট কম ছেলেদের ক্ষেত্রে  শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ব্যাচেলর ডিগ্রী সহ চাকুরীজীবি বা ব্যবসায় প্রতিষ্ঠিত।
  • ডিভোর্স/ বিধবা কিংবা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট।

৩ দিন ফ্রী মেম্বারশীপের মেয়াদ কালীন সময়ে আপনি বিবাহবিডির সবগুলো প্রোফাইল দেখে পছন্দের প্রোফাইল গুলোকে (শর্টলিষ্ট/ ফেভারিট) করে নিতে পারবেন।

কিভাবে পছন্দের কারো সাথে যোগাযোগ করবেন ?
বিবাহবিডি ডট কমের  রয়েছে  ৪ টি প্যাকেজ।  অনিক্স, রুবী, পার্ল, ডায়ামন্ড।  এই চারটি প্যাকেজের যে কোন একটি কিনে আপনি পছন্দের যে কারো সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ।

কোন প্যাকেজের কি কি সুবিধা ?
প্যাকেজ অনুযায়ী আপনি সয়ংক্রিয় ভাবে যোগাযোগের তথ্য পাবেনঃ
অনিক্স মেম্বারশীপ – মেয়াদ ৪৫ দিন,  রুবী মেম্বারশীপ – মেয়াদ ৯০ দিন, পার্ল মেম্বারশীপ – মেয়াদ ১৮০ দিন, ডায়ামন্ড মেম্বারশীপ – মেয়াদ ৩৬০ দিন

যোগাযোগের তথ্যঃ  
পাত্র/পাত্রী ও অভিভাবকের ফোন নাম্বার, ইমেইল আইডি,  বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা।

প্রাইভেসী ফিচারঃ
আপনি প্রাইভেসী ফিচার অন করে আপনার যোগাযোগের তথ্য লুকিয়ে রাখতে পারবেন।  আপনি না চাইলে কোন ইউজার আপনার সাথে যোগাযোগ করতে পারবে না।

 বিবাহবিডির মুড অফ পেমেন্ট কি? কিভাবে সার্ভিস কেনা যায় ।

  • আপনার যদি ইন্টারনেশনাল পেমেন্ট গেটওয়ে পেপল এর কার্ড কিংবা একাউন্ট থেকে থাকে অথবা
  • বিশ্বের যেকোন দেশ থেকে আপনার ভিসা, মাষ্টার কার্ড দিয়ে আপনি  অনলাইনেই সার্ভিস কিনতে সক্ষম ।
  • বাংলাদেশের ডাচবাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনেই সার্ভিস কেনা যায়।
  • আমাদের ৩ টি অনলাইন ব্যাংক একাউন্ট আছে সে গুলোতে সরাসরি ডিপোজিট করে আপনি সার্ভিস কিনতে পারবেন –  ব্যাংক গুলো
    ১)  ডাচ বাংলা ব্যাংক  ২) ব্র্যাক ব্যাংক  ৩) ব্যাংক এশিয়া
  • মোবাইল ব্যাংকিং বিকাশ এর মাধ্যমে এখন খুব সহজেই পেমেন্ট করা যায়

বিবাহবিডি ডট কম সার্ভিস সম্পর্কে যেকোন তথ্যের জন্য ভিজিট করুনঃ www.bibahabd.com অথবা ০১৯২২১১৫৫৫৫

কোন মাধ্যমে প্যাকেজ কিনবেন (মুড অফ পেমেন্ট )

আপনার যদি ডাচবাংলা ব্যাংকের ডেবিট কার্ড (নেক্সাস) থেকে থাকে কিংবা যেকোন ব্যাংকের ভিসা বা মাষ্টার চিহ্নিত কোন কার্ড থাকে তবে আপনি বিবাহবিডি ডট কম থেকেই সরাসরি প্যাকেজ কিনে সর্বোচ্য ২ মিনিটের মধ্যেই পেইড মেম্বার হিসাবে সুবিধা পেতে পারেন। তাছাড়া বিবাহবিডি ডট কমের ৩ টি ব্যাংক একাঊন্ট রয়েছে ব্র্যাক ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া – প্যাকেজ প্রাইজ ব্যাংকে ডিপোজিট করে বিবাহবিডি ডট কমের হট লাইন নাম্বারে SMS  অথবা ফোনে যোগাযোগ করা হলে স্বল্প সময়ের  মধ্যেই  আপনার প্রোফাইল আইডির বিপরীতে প্যাকেজ টি সয়ংক্রিয় ভাবে ACTIVE         হয়ে যাবে। কিংবা মোবাইল ব্যাংকিং বা বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করে মেম্বারশীপ আপগ্রেড করতে পারবেন। তাছাড়া ও আপনার যদি পেপ্যাল একাউন্ট থাকে তবে পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

নিচে ইউজারদের সুবিধার্থে বিবাহ বিডি ডট কমের ব্যাংক একাউন্ট নাম্বার সহ ব্যাংক  দেয়া হলোঃ

 

ভিসা / মাষ্টার কার্ড দিয়ে কিভাবে প্যাকেজ কিনবেন

বিবাহবিডিতে লগিন করার পর, বাম পাশের ম্যানুর নীচের দিকের প্যানেল
Payment Option থেকে Upgrade account                   এ ক্লিক করুন –

ছবি গুলো অনুসরন করুনঃ

চিত্রঃ ১
চিত্রঃ২
চিত্রঃ৩
চিত্রঃ৪
যথাযথ ভাবে আপনার  ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে SUBMIT বাটনে ক্লিক করলে সয়ংক্রিয় ভাবে আপনার মেম্বারশীপ টি আপগ্রেড হয়ে যাবে । এবং কনফার্মেশন নোটিফিকেশন ও ইমেইল পাবেন।

তারপর ও কোন সমস্যায় পড়লে বিবাহবিডি ডট কমের কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভের সাহায্য নিতে ০১৯২২১১৫৫৫৫ এ কল করুন।

কিভাবে পছন্দের প্রোফাইলের সাথে যোগাযোগ করবেন

আপনি কয়েকটি প্রন্থায় বিবাহবিডির ইউজারদের সাথে যোগাযোগ করতে পারেন –

১) প্রোপোজাল পাঠিয়েঃ
আপনার কাছে আসা প্রোপোজাল গুলো এক্সেপ্ট করুন এবং এক্সেপ্ট করার পর প্রোফাইল টি পুনরায় ওপেন করার পর ঐ প্রোফাইলের নীচে ইউজারের কন্টাক্ট ইনফরমেশন পাওয়া যাবে।

ছবিতে দেখুনঃ

২) ম্যাসেজ লিখেঃআপনি আপনার যোগাযোগের সকল তথ্য দিয়ে (ফোন নাম্বার, ইমেইল, এড্রেস) সরাসরি আপনার পছন্দের ইউজারকে ম্যাসেজ লিখতে পারেন এ ক্ষেত্রে ঐ ইউজারকেও বিবাহবিডির কোন একটি মেম্বারশীপে থাকতে হবে।  ছবিতে দেখুনঃ

৩) সরাসরি কন্টাক্ট ডিটেইল পিক করেঃ আপনার পছন্দের কোন ইউজারের কন্টাক্ট ডিটেইলস (ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার, ইমেইল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা ) নিতে হলে তার প্রোফাইল ওপেন করুন –

ছবিতে দেখুনঃ
 

একাঊন্ট সেটিংস অপশন

বিবাহবিডি ডট কমে একাউন্ট সেটিংস লিংকটি একটি গুরুত্বপূর্ন অপশন। এই লিংক থেকে আপনি পাসওয়ার্ড চেইঞ্জ, ইমেইল সেটিংস, প্রাইভেসী সেটিংস ও আপনার প্রোফাইল টি ডিএক্টিভেট করতে পারবেন। অর্থাৎ আপনার একাঊন্টের গুরুত্বপূর্ন বিষয়গুলো আপনি এই অপশন থেকে নির্ধারন করতে পারেন।

প্রাইভেসী সেটিংসঃ
প্রাইভেসী সেটিংস আপনি আপনার পছন্দ মতো ঠিক করে নিতে পাররেন এজন্য নির্ধারিত ৩টি অপশনের একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে।

অপশনগুলো যথাক্রমেঃ
১। আপনার যোগাযোগের তথ্য বিবাহবিডির সকল পেইড মেম্বারকে দেখাতে চাইলে এই অপশন টি সিলেক্ট করুন।
২। আপনার যোগাযোগের তথ্য যদি শুধু মাত্র ডায়ামন্ড ইউজারদের দেখাতে চান তবে এই অপশন সিলেক্ট করুন।
৩। আপনি যদি চান কাঊকেই আপনার যোগাযোগের তথ্য দেখাবেন না তবে এই ৩ নং আপশন টি সিলেক্ট করুন।

ঊল্লেখ্য ফ্রী মেম্বার গন যারা ৪৫ দিনের জন্য ট্রায়াল হিসাবে বিবাহবিডির মেম্বার হইয়েছেন তারা প্রাইভেসী সেটিংস এর ২ ও ৩ নং অপশন টি সিলেক্ট করতে পারবেন না। শুধু মাত্র পেইড মেম্বার অর্থাৎ যারা মেম্বারশীপ প্যাকেজ কিনেছেন তারাই কেবল সবগুলো অপশন ইচ্ছামত সিলেক্ট করতে পারবেন।