বিবাহবিডি ডট কমে একাউন্ট সেটিংস লিংকটি একটি গুরুত্বপূর্ন অপশন। এই লিংক থেকে আপনি পাসওয়ার্ড চেইঞ্জ, ইমেইল সেটিংস, প্রাইভেসী সেটিংস ও আপনার প্রোফাইল টি ডিএক্টিভেট করতে পারবেন। অর্থাৎ আপনার একাঊন্টের গুরুত্বপূর্ন বিষয়গুলো আপনি এই অপশন থেকে নির্ধারন করতে পারেন।
প্রাইভেসী সেটিংসঃ
প্রাইভেসী সেটিংস আপনি আপনার পছন্দ মতো ঠিক করে নিতে পাররেন এজন্য নির্ধারিত ৩টি অপশনের একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে।
অপশনগুলো যথাক্রমেঃ
১। আপনার যোগাযোগের তথ্য বিবাহবিডির সকল পেইড মেম্বারকে দেখাতে চাইলে এই অপশন টি সিলেক্ট করুন।
২। আপনার যোগাযোগের তথ্য যদি শুধু মাত্র ডায়ামন্ড ইউজারদের দেখাতে চান তবে এই অপশন সিলেক্ট করুন।
৩। আপনি যদি চান কাঊকেই আপনার যোগাযোগের তথ্য দেখাবেন না তবে এই ৩ নং আপশন টি সিলেক্ট করুন।
ঊল্লেখ্য ফ্রী মেম্বার গন যারা ৪৫ দিনের জন্য ট্রায়াল হিসাবে বিবাহবিডির মেম্বার হইয়েছেন তারা প্রাইভেসী সেটিংস এর ২ ও ৩ নং অপশন টি সিলেক্ট করতে পারবেন না। শুধু মাত্র পেইড মেম্বার অর্থাৎ যারা মেম্বারশীপ প্যাকেজ কিনেছেন তারাই কেবল সবগুলো অপশন ইচ্ছামত সিলেক্ট করতে পারবেন।