যোগ্য জীবন সঙ্গী খুঁজতে বিবাহবিডি

বিবাহবিডি ডট কম:  ঘরে বসেই অনলাইনে পাত্র পাত্রী খুঁজে পছন্দের পাত্রপাত্রী কিংবা অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করার সবচেয়ে সহজতর প্রন্থা।  আর এই সেবাটি বিবাহবিডি দিয়ে আসছে ২০০৯ সাল থেকে।  আপনার শতভাগ সেবা নিশ্চিত করতে  ২৪ ঘন্টা ৭ দিনই  প্রস্তুত আছে।  এ সেবাটি সম্পূর্ন অনলাইন বেইজ  এবং  শত ভাগ সেলফ সার্ভিস।  অনলাইনে ফ্রী রেজিষ্ট্রেশন করে নিজের মত করে প্রফেশন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত পাত্র-পাত্রীর প্রোফাইল গুলো দেখে সহজেই শর্ট লিষ্ট করে সরাসরি পাত্র-পাত্রী বা তাঁদের অভিভাবকের সাথে  নিজেরাই যোগাযোগ করতে পারবেন এবং তা অতি দ্রুত সময়ের মধ্যেই।

তাছাড়াও বিবাহবিডিতে আপনার অথবা আপনার পরিবারের নিবন্ধিত সদস্যের প্রোফাইলটি দেখে আপনাদের চাহিদা অনুযায়ী (পার্টনার প্রেফারেন্স দেখে) পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকেরাও আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

ভিডিও টি দেখুনঃ

কেন  বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেন ?

  • বিবাহবিডি সম্পূর্ন একটি সেলফ সার্ভিস। যেখানে পাত্র-পাত্রী কিংবা অভিভাবকেরা অনলাইনে ফ্রী রেজিষ্ট্রেশন করে ৩ দিনের ট্রায়াল মেম্বারশীপ নিয়ে, নিজেরাই পাত্রপাত্রীর প্রোফাইল দেখে বাছাই করেন এবং পরবর্তীতে পছন্দের পাত্র-পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করে থাকেন।
  • বিবাহবিডি ইউজার সাপোর্ট টিম (24/7) প্রতিটি প্রোফাইলের পাত্র/পাত্রী ও অভিভাবককে তথ্য সম্পূর্ন রুপে যাচাই করে এক্টিভ করে।
  • এনআইডি, পাসপোর্ট, জব আইডি ও ডিভোর্সদের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট ভেরিফাইড প্রোফাইল
  • প্রফেশন অনুযায়ী, অবিবাহিত, ডিভোর্স, বিধবা/বিপত্নীক পাত্র/পাত্রী খুঁজতে
  • প্রবাসী প্রতিষ্ঠিত পাত্র/পাত্রী খুঁজতে
  • বাংলাদেশের যে কোন জেলার প্রতিষ্ঠিত পাত্র/পাত্রী খুঁজতে
  • প্রবাসী / নিদৃষ্ট কোন দেশের বসবাসরত পাত্র/পাত্রী খুঁজতে
  • নিদৃষ্ট ধর্ম, গোত্র, কাষ্ট অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজতে
  • ষ্পেশাল কেইস ( সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার)  পাত্র/পাত্রী খুঁজতে
  • ডিজেবেলিটি (পরিবারের কারো শারীরিক (অধিক/ আংশিক) প্রতিবন্ধকতা আছে ) পাত্র/পাত্রী খুঁজতে

বিবাহবিডিতে আসা প্রোফাইল গুলো যাচাই হয় কিভাবে?

  • বিবাহবিডি ডট কম  আছে (২৪/৭ দিন) এক্সপার্ট কাষ্টমার সাপোর্ট টিম। একটি প্রোফাইল আসার সাথে সাথেই আমাদের কাষ্টমার সাপোর্ট প্রোফাইলটিকে  বেশ কিছু পন্থায় যাচাই করে থাকে এবং পাত্র-পাত্রী ও অভিভাবকের সাথে সরাসরি ফোনে কথা বলে তার প্রদত্ত প্রত্যেকটি তথ্য সম্পূর্ন নিশ্চিত হয়ে তারপরই একটি প্রোফাইল এক্টিভ করে।

বিবাহবিডিতে প্রোফাইল প্রোফাইল করতে কি কি যোগ্যতা প্রয়োজন?

  • বিবাহবিডি ডট কম ছেলেদের ক্ষেত্রে  শিক্ষাগত যোগ্যতা নূন্যতম ব্যাচেলর ডিগ্রী সহ চাকুরীজীবি বা ব্যবসায় প্রতিষ্ঠিত।
  • ডিভোর্স/ বিধবা কিংবা অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট।

৩ দিন ফ্রী মেম্বারশীপের মেয়াদ কালীন সময়ে আপনি বিবাহবিডির সবগুলো প্রোফাইল দেখে পছন্দের প্রোফাইল গুলোকে (শর্টলিষ্ট/ ফেভারিট) করে নিতে পারবেন।

কিভাবে পছন্দের কারো সাথে যোগাযোগ করবেন ?
বিবাহবিডি ডট কমের  রয়েছে  ৪ টি প্যাকেজ।  অনিক্স, রুবী, পার্ল, ডায়ামন্ড।  এই চারটি প্যাকেজের যে কোন একটি কিনে আপনি পছন্দের যে কারো সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ।

কোন প্যাকেজের কি কি সুবিধা ?
প্যাকেজ অনুযায়ী আপনি সয়ংক্রিয় ভাবে যোগাযোগের তথ্য পাবেনঃ
অনিক্স মেম্বারশীপ – মেয়াদ ৪৫ দিন,  রুবী মেম্বারশীপ – মেয়াদ ৯০ দিন, পার্ল মেম্বারশীপ – মেয়াদ ১৮০ দিন, ডায়ামন্ড মেম্বারশীপ – মেয়াদ ৩৬০ দিন

যোগাযোগের তথ্যঃ  
পাত্র/পাত্রী ও অভিভাবকের ফোন নাম্বার, ইমেইল আইডি,  বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা।

প্রাইভেসী ফিচারঃ
আপনি প্রাইভেসী ফিচার অন করে আপনার যোগাযোগের তথ্য লুকিয়ে রাখতে পারবেন।  আপনি না চাইলে কোন ইউজার আপনার সাথে যোগাযোগ করতে পারবে না।

 বিবাহবিডির মুড অফ পেমেন্ট কি? কিভাবে সার্ভিস কেনা যায় ।

  • আপনার যদি ইন্টারনেশনাল পেমেন্ট গেটওয়ে পেপল এর কার্ড কিংবা একাউন্ট থেকে থাকে অথবা
  • বিশ্বের যেকোন দেশ থেকে আপনার ভিসা, মাষ্টার কার্ড দিয়ে আপনি  অনলাইনেই সার্ভিস কিনতে সক্ষম ।
  • বাংলাদেশের ডাচবাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনেই সার্ভিস কেনা যায়।
  • আমাদের ৩ টি অনলাইন ব্যাংক একাউন্ট আছে সে গুলোতে সরাসরি ডিপোজিট করে আপনি সার্ভিস কিনতে পারবেন –  ব্যাংক গুলো
    ১)  ডাচ বাংলা ব্যাংক  ২) ব্র্যাক ব্যাংক  ৩) ব্যাংক এশিয়া
  • মোবাইল ব্যাংকিং বিকাশ এর মাধ্যমে এখন খুব সহজেই পেমেন্ট করা যায়

বিবাহবিডি ডট কম সার্ভিস সম্পর্কে যেকোন তথ্যের জন্য ভিজিট করুনঃ www.bibahabd.com অথবা ০১৯২২১১৫৫৫৫

Published by

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.