আলপনা

বিয়ে  বাড়ির আলপনা

 

বিয়ে বাড়িতে উৎসব-আমেজ বাড়িয়ে দেয় সাজ-সজ্জা আর আলপনা। বিয়ে বাড়ির সমস্ত আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে আলপনা আকাঁর মাধ্যমে। আলপনা আকাঁর জন্য দক্ষ প্রফেশনাল আর্টিস্ট পেতে পারেন আপনি –

নিউ এলিফ্যান্ট রোড, কাটাবন, গুলশান, শাহবাগ ইত্যাদি জায়গার বিয়ের সাজ-সজ্জার দোকানগুলোতে।

হলুদের স্টেজ ও সাজসজ্জার ককশিট এসব জায়গায় ভাড়ায় পাওয়া যায়। আলপনা আকার জন্য শিল্পীকে দিতে হয় নির্দিষ্ট অংকের সম্মানী।

বিয়ে বাড়িতে আলপনা আকাঁর কাজটি করা হয় রাতের বেলা। সারারাত জেগে দলবেঁধে হৈ-হুলেস্নাড় করে আলপনা আকাঁর আনন্দই আলাদা। যারা একটু আধটু আঁকা-আঁকি জানেন তারা ইচ্ছে করলেই আলপনা আকাঁর কাজটি চালিয়ে নিতে পারেন। আল্পনা আকঁতে আসলে তেমন দক্ষতার প্রয়োজন পড়ে না। আলপনা আকাঁর জন্য কিছু উপকরণ সংগ্রহ করে লেগে পড়তে পারেন কাজে।

যেকোনো হার্ডওয়্যারের দোকান থেকে পরিমাণমতো জিঙ্ক অক্সাইড, চকপাউডার, আইকা আঠা, পোস্টার কালার (নানা রঙের), ৩ ইঞ্চি ও ১ ইঞ্চি তুলি কিনে নিন। রং তৈরির জন্য সামান্য পানিতে পরিমাণমতো আইকা গুলে নিন। এবার একটু ফুটিয়ে নিলে ভালো হয়। এই মিশ্রণে জিঙ্ক অক্সাইড ও চক পাউডার মেশান। খেয়াল রাখবেন পানির পরিমাণ যেন বেশি না হয়। এবার মোটা তুলির সাহায্যে ঐ মিশ্রণ দিয়ে ফ্লোরে কিংবা সিঁড়িতে নানা বাহারের লতাপাতা, বৃত্ত ত্রিভুজ আর নকশা আকুঁন। এই মিশ্রণ শুকিয়ে যাবার পর সাদা হয়ে যাবে। এবার আলপনা বা নকশার জায়গায় জায়গায় পোস্টার কালার দিয়ে রাঙিয়ে তুলুন। বিয়ে বাড়ির আলোকসজ্জা বা চাঁদোয়ার জন্য আপনি বিভিন্ন ডেকোরেটরে যোগাযোগ করতে পারেন।

কেনাকাটা

খুঁটি-নাটি কেনাকাটা

 

বিবাহ সামগ্রীর তালিকায় আছে কসমেটিকস, বেল্ট, মানিব্যাগসহ নানা খুঁটি-নাটি জিনিস। বিয়ের এসব উপকরণের হদিস করতে বিভিন্ন দোকানে ছুটোছুটি করে ঘাম ঝরাতে হয়। তাই বিয়ের টুকি-টাকি সামগ্রীগুলোর দেখা কোথায় পেতে পারেন তা জানিয়ে দেওয়া হলো-

১-সনি জরি হাউজ : ৮৬২৬৩৫৮।
২-কল্যাণী :০১৭১০৩২৮৬১৫, ৮৬২৫২০৫।
৩-দুলহান :৮৬১৬৭১৩, ০১৭১২০৬৫৭৮৪, ০১৭১৫০৭৮৭৭৮।
৪-পালকি : ৮৬২৫২০৫।
৫-সানাই : ৮৬২৫৫৯৭।
৬-আলমাস জেনারেল স্টোর : ৮১৫১৩৪৪।
৭-ওয়ান স্টপ মল : ৯১৪১৭৬৪, ৮১১০৪৯২।
৮-অ্যারাবিয়ান্স : ৯৬৭১৯৭৩, ০১৭১৪০৬৬১৫০।
৯-নগরদোলা : ৯১২৭০৩৫, ৮১১৩০১০, ০১৯১১০২৬৯৭৩।
১০-জিনিয়াস : ৯৮৮৬৬৫৪।
১১-প্যান্টিনা : ৯১৪১৩৬৯।

বাবুর্চি বাড়ি’র খোঁজখবর

বাবুর্চি বাড়ি’র খোঁজখবর

বিয়ে উৎসবকে অনেকে বলেন খাওয়াদাওয়ার উৎসব। আর বলার তো যথেষ্ট কারণও রয়েছে। কারণ, বিয়ের প্রতিটি আয়োজনেরই অন্যতম একটি অংশ হচ্ছে খাওয়াদাওয়া। এনগেজমেন্ট থেকে শুরু করে বৌ-ভাত পর্যন্ত অতিথিদের খুশি করার অন্যতম হাতিয়ার এই খাওয়া। অনুষ্ঠান শেষে অতিথি বিদায় নেওয়ার সময় বর অথবা কনে বিশেষ করে বর একটি কমন প্রশ্ন ছুড়ে দেন। তা হলো ‘খাওয়া ভালো ছিল তো’। এই প্রশ্নের ইতিবাচক একটি উত্তর আশা করেন সবাই। তবে শুধু আশা করলেই তো আর হবে না। ভালো খাওয়ার জন্য চাই ভালো রাঁধিয়ে। আপনাদের এই সমস্যার ওজন খানিকটা কমাতে দেওয়া হলো কিছু নির্বাচিত বাবুর্চি বাড়ির খোঁজখবর-
১-কিনা গাজি বাবুর্চি : ০১৭১৫৮২২৭৫০
২-রহিম বাবুর্চি : ০১৭১৬২৬০৬৬৬
৩-জাকির বাবুর্চি : ০১৮১৯২৮৮৮৭৩৩
৪-ফখরুদ্দিন বিরিয়ানী এন্ড রেস্টুরেন্ট : ৮৮৬১৯৩৭, ০১৭১১০২৯১০০
৫-মৃত হাজী মো. মনু মিয়া বাবুর্চি (পরিচালনায় মো. সবদর আহমেদ) : ৮৬১২৩৮৮, ০১১৯৯৮৫৩৬১৭, ০১১৯৯৮৬৫৩১৬
৬-মো. শফিক উদ্দিন বাবুর্চি : ৯৩৪৩৪৫৬
৭-সবদর আহমেদ বাবুর্চি : ৮১১৭৪২২, ০১১৯৯৮৬৫৩১৬
৮-গোলাম মোস্তফা বাবুর্চি :০১১৯৯৮৫৩৪০৬
৯-ঈমান আলী বাবুর্চি : ০১৮১৯২১৩০৬৫
১০-মো. জব্বার বাবুর্চি : ৮৬১২১৯১, ০১৭১১৫৩২৭৪৫
১১-জাহাঙ্গীর শাহ বাবুর্চি : ৭১১৬৫১৯
১২-চাঁন মিয়া বাবুর্চি : ০১১৯৯৮০৩২০৯
১৩-মো. সুব্রত আলী মিঞা বাবুর্চি : ০১১৯৯৮৫১৩৪৭
১৪-আবদুল জলিল বাবুর্চি : ০১৭১১৫২৭৫৭৫
১৫-সালাম বাবুর্চি : ০১৭১১৫২৩৫৬৫

গাঁয়ে হলুদের গান

বাংলাদেশী সংস্কৃতিতে গাঁয়ে হলুদের সময় বিভিন্ন ধরনের গীত ও বাজনা আমাদের দেশীয় প্রাচীন রীতি। ইদানিং কালে তা খুব একটা দেখা যায় না ।

বিবাহবিডি ব্যবহার নীতিমালা

এটি আপনার এবং বিবাহবিডির মধ্যে আইনগত চুক্তি। বিবাহবিডির প্রতেক সদস্য নিম্নোক্ত সকল নীতিমালা মানতে বাধ্য থাকবে।যদি আপনি সম্মত না হন,দয়া করে বিবাহবিডির পরিসেবার জন্য নিবন্ধন করা থেকে বিরত থাকুন। বিবাহবিডি যেকোন সময়ে এই নীতিমালা পরিবর্তনের অধিকার রাখে।বিবাহবিডি শুধুমাত্র একটি যোগাযোগের একটি মাধ্যম যেখান থেকে সদস্যরা বিবাহ যোগ্য পাত্র/পাত্রীর বায়োডাটা দেখতে পারবে এবং পছন্দসই পাত্র/পাত্রীর অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে।

যোগ্যতা:

  • বিবাহবিডি তে নিবন্ধন করার জন্য পাত্র/পাত্রীকে বাংলাদেশি আইন অনুসারে বিবাহযোগ্য হতে হবে(বর্তমানে, ১৮ বছর বা তার উপর নারীদের জন্য এবং ২১ বৎসর বা তার উপর পুরুষদের জন্য)।
  • বিবাহবিডি শুধুমাত্র যারা বাংলাদেশ বিবাহ আইন অনুসরণ করে বৈধ বিয়ে করতে আগ্রহী তাদের সমর্থন ও সাহায্য করে।
  • আপনি কোনো আদালত, ট্রাইবুনাল বা অন্য আইনগত জটিলতার মাঝে থাকলে আমাদের সাইটে  প্রবেশ করা থেকে বিরত থাকুন।
  • এই সাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত করুন যে আপনি কর্তৃপক্ষের মতৈক্যের মাধ্যমে সাইটে প্রবেশ করার আইনগত অনুমতি রাখেন।
  • আপনাকে এই সকল নীতিমালা মেনে চলতে সম্মত হতে হবে।

ব্যবহারের শর্তাবলী:

  • বিবাহবিডি সদস্যপদ আপনার একমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য।
  • আপনার বিবাহবিডির সদস্যপদ একাউন্টটি  যেকোন ব্যক্তি অথবা সত্ত্বার কাছে হস্তান্তরযোগ্য নয়।
  • এই সাইট ব্যবহারের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর গোপনীয়তা বজায় রাখা,আপনার কম্পিউটারে প্রবেশাধিকার সীমাবদ্ধ রাখা এবং আপনার একাউন্টে কোনো কাজকর্ম বা পাসওয়ার্ড এর অধীনে ঘটা যেকোন ঘটনার সম্পূণ দায়িত্ত আপনার।

অনলাইন নিবন্ধন


  •  একজন সদস্য হিসেবে, আপনি সম্মত হন যে:
  • আপনি যেসব বিষয়বস্তু বা তথ্য বিবাহবিডি বা অন্যান্য সদস্যবৃন্দকে প্রদান করবেন তার জন্য একমাত্র  আপনি দায়ী।
  • আপনি বিবাহবিডির কোনো সদস্যকে কোন প্রকার মানহানিকর, বেঠিক, অবমাননাকর, অশ্লীল, অপবিত্র, যৌন হুমকি, হয়রানি, বর্ণবাদী আচরণ, বেআইনি বস্তু বা কোনো পদার্থ যা প্রেরণ অন্য দলের অধিকার (মেধা ও সম্পত্তি অধিকার এবং গোপনীয়তার ও প্রচারের অধিকার) লঙ্ঘন করে।
  • আপনাকে বিবাহবিডির সমস্ত আইনকানুন এবং বর্তমানে প্রযোজ্য নিয়ম-নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যে পরিসেবা নিতে হবে।
  • আপনার প্রোফাইল এ কোনো টেলিফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, নাম, URL, ইমেইল ঠিকানা, আপত্তিকর শারীরিক বা আপত্তিকর যৌন পরামর্শদানকারী বা গুণবাচক ভাষা  অন্তর্ভুক্ত করা যাবে না এবং আপনি কোন নগ্ন বা ব্যক্তিগত তথ্য ধারণকারী ছবি পোস্ট করতে পারবেন না ।
  • বিবাহবিডির মাধ্যমে আপনি অন্য সদস্যদের কাছে বিজ্ঞাপন অথবা যে কোন পণ্য বা পরিষেবা বিক্রয় অথবা কিনতে পারবেন না অথবা সদস্যদের কাছে কোন জাঙ্ক ই মেইল প্রদান করতে পারবেন না।
  • আপনাকে কোন উপায়ে কোন কপিরাইট প্রদত্ত উপাদানের, ট্রেডমার্ক, অথবা অন্যান্য ধরনের মালিকানার তথ্য বা তথ্যের প্রতিলিপি মালিক এর লিখিত অনুমতি  ছাড়া পোষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
  • আপনি অন্যান্য বিবাহবিডি সদস্যদের সাথে আপনার পারস্পরিক সম্পকের জন্য দায়ী।
  • বিবাহবিডি সঙ্গে কোন সঙ্গতি নেই এমন কোন প্রোফাইল বা ছবির উপর নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার সংরক্ষণ করে।
  • বিবাহবিডি  আপনি এবং অন্যান্য সদস্যদের মধ্যে কাযক্রম নিরীক্ষণ করে এবং কোন রকম নীতি বিরুদ্ধ কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে।

সমাপন:

  • আপনি বা  বিবাহবিডি যে কোনো সময় আপনার সদস্যপদ বাতিল করতে পারেন, কতৃপক্ষকে লিখিত নোটিশ পাঠানোর পর তা কার্যকর হবে।
  • বিবাহবিডি অবিলম্বে কোন নোটিশ ছাড়া নিয়ম লঙ্ঘনের জন্য আপনার প্রবেশাধিকার বাতিল করার অধিকার রাখে।
  • কোনো সময়ে বিবাহবিডি আপনার যোগ্যতা মধ্যে কোন ত্রুটির কারনে অথবা আপনার যোগ্যতা সম্পর্কে কোন মিথ্যা বর্ণনা সম্পন্ন তথ্য, সংরক্ষণ করার জন্য আপনার সদস্যতার সাবস্ক্রিপশন ফি কোনো প্রত্যর্পণ ছাড়া আপনাকে সার্ভিস প্রদান স্থগিত করতে পারে। যে কোনো তথ্য যদি ভুল/মিথ্যা প্রমানিত হয় তাহলে বিবাহবিডি অবিলম্বে কোন নোটিশ ছাড়া আপনার সদস্যপদ বাতিল করতে পারে, এক্ষেত্রে সদস্য ফি অফেরতযোগ্য।

সদস্য দ্বারা ক্ষতিপূরণ:

আপনার কারণে বিবাহবিডির পরিচালক, অফিসার, কর্মচারী এবং এজেন্টের কোনো প্রকার ক্ষতি, দায় এবং খরচ (সহ যুক্তিসঙ্গত আইনগত ফি) সংক্রান্ত বা চুক্তির শর্ত ভঙ্গ সহ যে কোনো কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন বিষয়বস্তু:

  • মতামত, পরামর্শ, বিবৃতি বা অন্যান্য তথ্য বা বিষয়বস্তু যা বিবাহবিডি সেবার মাধ্যমে উপলব্ধ করা হয় তার জন্য  বিবাহবিডি নয় বরং লেখক নিজ নিজ লেখার জন্য একমাত্র দায়ী।
  • বিবাহবিডি  পরিসেবার উপর প্রকাশিত কোনো তথ্যের উপযোগিতা, নির্ভুলতা, পূর্ণতা নিয়ে গ্যারান্টি দেয়না এবং এখানে প্রকাশিত কোনো মতামত, পরামর্শ বা বিবৃতি এর নির্ভুলতার প্রত্যয়ন অথবা নির্ভরযোগ্যতা জন্য দায়ী নয়।
  • বিবাহবিডি কোনো অবস্থাতেই সদস্যদের প্রেরিত তথ্যের উপর কারো ভরসার ফলে হওয়া কোন ক্ষতি বা অন্যান্য বিষয়বস্তুর জন্য  বিবাহবিডি  দায়ী থাকবে না।

সতর্কতামূলক – অনুগ্রহ করে পড়ুন:

  • এটা সম্ভব যে অন্যান্য বিবাহবিডি সদস্যরা বা ব্যবহারকারী (সহ অননুমোদিত ব্যবহারকারীদের, অথবা “hackers”) অপমানকর এবং অশ্লীল উপকরণ প্রেরণ করতে পারে যা আপনার জন্য অসস্তিকর।
  • এটাও সম্ভব ! অন্য কোনো সদস্য সেবা নেয়া কালীন আপনার প্রেরিত যে কোনো তথ্য আপনাকে আঘাত করার জন্য  ব্যবহার করতে পারে। বিবাহবিডি এ জন্য দায়ী নয়। তাই যত্নসহকারে ভেবে তথ্য প্রদান করুন।
  • বিবাহবিডি  সকল সদস্যের কাযক্রম পযবেক্ষণ করে এবং কোন রকম নীতি বিরুদ্ধ কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে। উন্মুক্ত ওয়ালে দেয়া তথ্য এবং আপনার ব্যক্তিগত ইমেইল বার্তাগুলি পাবলিক এলাকায় পোস্টের জন্য একমাত্র আপনি দায়ী থাকবেন। আপনি এবং অন্যান্য বিবাহবিডি সদস্যদের মাঝে ইমেইল এ আদান-প্রদান করা তথ্য সবার জন্য উন্মুক্ত নয় এবং ব্যক্তিগত হিসাবে গণ্য হবে।

স্বত্বাধিকারীর অধিকার:

  •  এই পরিসেবার কপিরাইট তথ্য, ট্রেডমার্ক, এবং অন্যান্য সকল কিছুর মালিক বিবাহবিডি  এবং এর লাইসেন্সদাতাগণ।

উপরন্তু, অন্যরা স্বত্ত্বাধীকারযুক্ত তথ্য প্রেরণ করতে পারে, যা কপিরাইট সুরক্ষিত।

এছাড়া যে তথ্য জনসাধারণের ডোমেইনের মধ্যে বা যার জন্য আপনাকে অনুমতি দেওয়া আছে তা আপনি অনুকরণ, পরিবর্তন, প্রকাশ, প্রেরণ,বিতরণ,সম্পাদন, প্রদর্শিত অথবা কোন ধরনের মালিকানা তথ্য বিক্রি করতে পারবেন না।

বিবাহবিডির উন্মুক্ত পৃষ্টায় কনো তথ্য প্রেরণ করার মানে আপনি জ্ঞানত এটা করেছেন এবং স্বয়ংক্রিয়ভাবে তা  আপনাকে প্রতিনিধিত্ব করবে এবং অন্য সদস্যরা তা অণুকরণ, ব্যবহার, প্রদশন ও প্রতিলিপি তৈরি করতে পারবে।

তথ্য সদস্য সরবরাহ করে:

  • বিবাহবিডি তার সদস্যদের সকল ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করে এবং শুধুমাত্র যে তথ্য আইন কর্তৃক প্রয়োজন হয় তা প্রকাশ করে।

অভিযোগ:

বিবাহবিডি সেবা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে সমাধান পেতে [email protected] এ একটি ইমেইল করুন।

কপিরাইট নীতি:

সন্দেহজনক কপিরাইট লঙ্ঘনের জন্য যোগাযোগ তথ্য ব্যবহারকারীর বিশেষাধিকার বিনষ্টকরণের:

  • আমাদের কোনো ব্যবহারকারী যিনি এই সাইট থেকে বেআইনীভাবে একটি লাইসেন্স ছাড়া কপিরাইট তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করবে তাৎক্ষণিকভাবে তার সদস্যপদ বাতিল করা হবে এবং বৈধ প্রতিরক্ষা নেয়া হবে। বিশেষ করে, ব্যবহারকারীদের যারা এই সাইটে বিষয়বস্তু নিবন্ধন, ছবি, গল্প, সফ্টওয়্যার অথবা অন্যান্য কপিরাইট উপাদান প্রেরণ করবে তা অবশ্যই কপিরাইট আইন বহিভূত নয় সেটা নিশ্চিত করতে হবে। স্বত্তধিকারীর অনুমতি বা আদালত বা কতৃপক্ষের অনুমতি প্রাপ্তির পর সদস্যপদ বাতিল করা হবে।এমন কি বিবাহবিডি কতৃপক্ষের বিশস্ততা হারালেও সদস্যপদ বাতিল হতে পারে।আপনি যদি মনে করেন যে আপনার কপিরাইট এই সাইটের মাধ্যমে ব্যাহত করা হয়েছে, [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।

এই ওয়েবসাইট ব্যবহার করার অর্থ আপনার কাছে সকল নীতিমালা গ্রহণযোগ্যতা পেয়েছে।

মিস্টি-দধি

 বিয়ের আয়োজনে মিস্টি একটি অন্নতম উপাদান।যেকোন বিয়েতে মিস্টি নাই এটাতো ভাবাই যায় না। ‌কনে দেখতে আসা থেকে শুরু করে আকত্, বিয়ে, বউ-ভাত এবং পরবর্তীতেও চলে এ   মিস্টি-দধি কেনার আয়োজন। যেকোন  মিস্টির দোকান গুলোতে পাচ্ছেন এই মিস্টি ও দধি।

পান-সুপারি

বিয়ের আয়োজনে পান-সুপারি  একটি অন্নতম উপাদান। বাঙ্গালি বিয়েতে পান-সুপারি নাই এটাতো ভাবাই যায় না। আকত্‌ থেকে শুরু করে বউ-ভাত পর্যিন্ত চলে এ পান-সুপারি। যেকোন সবজি বাজার গুলোতে পাচ্ছেন এই পান-সুপারি।

স্থির চিত্র

বিয়ের আলোকচিত্রী আপনার ইভেন্ট এবং আবরণ করানোর  জন্য যারা ​​বহুমূল্য সময় দিয়ে আপনার মুহুর্ত গুলো কে রঙ্গিন করে দিতে প্রস্তুত তাদের খুঁজছেন?
ভিডিও ও ফোটোগ্রাফিক সরঞ্জাম এবং আলো গিয়ার্ সেবা থেকে আপনি আপনার বিশেষ দিনের বিশেষ মুহুর্ত কে আকর্ষনীয় করে রাখতে  অভিজ্ঞ  ফোটোগ্রাফির  সাথে যোগাযোগ করতে পারেন।

নিচে কিছু ফটোগ্রাফার এর ফোন নম্বর সহ কিছু তথ্য দেওয়া হলোঃ

১।ফটোগ্রাফার মির সওকত আলি।
ফোনঃ+৮৮-০১৭১১৬৬১৯৬৯
ইমেইলঃ [email protected]
ওয়েব সাইটঃ http://www.seemavideo.com

২।সজিব পালঃ
ফোনঃ+৮৮-০১৯১৬২০০৩৪৪(অফিস), ০১১৯০৬৩৫৫৬৪
ইমেইলঃ[email protected]
ওয়েব সাইটঃ http://www.sajibpaul.com

৩।নুরুস সালাম।
ফোনঃ +৮৮-০১৫৫২৪৬০৪৪০; +৮৮-০১৬৭০২৮৫৪৮২
ইমেইলঃ [email protected]
ঠিকানাঃ ১/১, শাহজাহান রোড,মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

 

 

বিবাহবিডি রেজিষ্ট্রেশন হেল্প

রেজিষ্ট্রেশন করতে সর্বোচ্য ৫ মিনিট সময় আপনাকে ব্যায় করতে হবে । নিচে রেজিষ্ট্রেশনের ধাপ গুলো পর্যায় ক্রমে চিত্র সহকারে তুলে ধরা হলো।

ধাপঃ -১   মূল তথ্য

অবশ্যই সঠিক ইমেইল আইডি ও ফোন নাম্বার  দিয়ে এই ফরম টি পূরন করিতে হবে । এই ফরম টি পূরন করার পর আপনার প্রদত্ত ইমেইল আইডিতে বিবাহ বিডির লগিন করার পাসওয়ার্ড পাঠানো হবে ।

একাঊন্ট সেটিংস অপশন

বিবাহবিডি ডট কমে একাউন্ট সেটিংস লিংকটি একটি গুরুত্বপূর্ন অপশন। এই লিংক থেকে আপনি পাসওয়ার্ড চেইঞ্জ, ইমেইল সেটিংস, প্রাইভেসী সেটিংস ও আপনার প্রোফাইল টি ডিএক্টিভেট করতে পারবেন। অর্থাৎ আপনার একাঊন্টের গুরুত্বপূর্ন বিষয়গুলো আপনি এই অপশন থেকে নির্ধারন করতে পারেন।

প্রাইভেসী সেটিংসঃ
প্রাইভেসী সেটিংস আপনি আপনার পছন্দ মতো ঠিক করে নিতে পাররেন এজন্য নির্ধারিত ৩টি অপশনের একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে।

অপশনগুলো যথাক্রমেঃ
১। আপনার যোগাযোগের তথ্য বিবাহবিডির সকল পেইড মেম্বারকে দেখাতে চাইলে এই অপশন টি সিলেক্ট করুন।
২। আপনার যোগাযোগের তথ্য যদি শুধু মাত্র ডায়ামন্ড ইউজারদের দেখাতে চান তবে এই অপশন সিলেক্ট করুন।
৩। আপনি যদি চান কাঊকেই আপনার যোগাযোগের তথ্য দেখাবেন না তবে এই ৩ নং আপশন টি সিলেক্ট করুন।

ঊল্লেখ্য ফ্রী মেম্বার গন যারা ৪৫ দিনের জন্য ট্রায়াল হিসাবে বিবাহবিডির মেম্বার হইয়েছেন তারা প্রাইভেসী সেটিংস এর ২ ও ৩ নং অপশন টি সিলেক্ট করতে পারবেন না। শুধু মাত্র পেইড মেম্বার অর্থাৎ যারা মেম্বারশীপ প্যাকেজ কিনেছেন তারাই কেবল সবগুলো অপশন ইচ্ছামত সিলেক্ট করতে পারবেন।