পৃথিবীর শুরু থেকেই অন্নের চাহিদা পূরুনের পরই বস্ত্রের প্রয়োজন মানুষের কাছে অনেক বেশী। যুগের সাথে তাল মিলিয়ে বেশ কিছু কাল ধরে ঢাকা শহরে গড়ে উঠেছে বিভিন্ন ফ্যাশন হাউজ। এসব হাউজের মধ্যে ক্যাটস আই, টেক্সমার্ট, একট্যাসী, স্মার্টটেক্স, ট্রেন্ডজ, প্লাস পয়েন্ট, ইয়োলো, লুবনান, রিচম্যান অন্যতম। হাল ফ্যাশনের কথা মাথায় রেখে হাউজগুলো কাষ্টমারদের জন্য রুচিশীল, আরামদায়ক ও উন্নতমানের কাপড় দিয়ে কর্পোরেট, ক্যাজুয়াল, ষ্টাইলিস্ট পোষাক ডিজাইন করে থাকে। এছাড়া বিভিন্ন উৎসব যেমন পয়লা বৈশাখ, ঈদ, পূজা, বড়দিন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ দিবস উপলক্ষ্যে আলাদা করে নানা ডিজাইনের পোষাক উপস্থাপন করে আসছে হাউজগুলো। ঢাকা শহরের নামী দামী শপিং কমপ্লেক্সগুলো ছাড়াও গুলশান বনানী, উত্তরা, ওয়ারী, ধানমন্ডি প্রভৃতি এলাকায় এই ফ্যাশন হাউজগুলোর শোরুম রয়েছে।
নিচে এমন কিছু ফ্যাশন হাউজ এর বিস্তারিত উল্লেখ করা হলঃ-
১।শপার্স ওয়ার্ল্ড।
২।স্মার্টেক্স।
৩।জারা ফ্যাশন’স।
৪।জয়িতা।
সূত্রঃ অনলাইন-ঢাকা.কম