নাভানা শপিং কমপ্লেক্স
ঠিকানা: গুলশান ১ নং গোলচত্ত্বরের উত্তর পশ্চিম কোনায় নাভানা শপিং কমপ্লেক্স অবস্থিত। এর ঠিকানা ৪৫, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
সময়সূচী
রবিবার ছাড়া সপ্তাহের বাকী দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মার্কেট খোলা থাকে।
অভ্যন্তরীণ পরিবেশ
- মার্কেটটি কেন্দ্রীয়ভাবে শীতাতাপ নিয়ন্ত্রিত।
- মার্কেটের ভেতরে সূর্যের আলোর প্রবেশ ছাড়াও পর্যাপ্ত কৃত্রিম আলোর ব্যবস্থা রয়েছে।
- উন্নত পানি নিস্কাষন ব্যবস্থা সমৃদ্ধ।
- অগ্নি নির্বাপণের জন্য মার্কেটের প্রত্যেক তলার কোনায় কোনায় ছোট ছোট অগ্নি নির্বাপণ যন্ত্র রয়েছে।
- মার্কেটটিতে উঠানামা করার জন্য দুটি চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এটি মার্কেটের দক্ষিণ দিকে অবস্থিত।
যেসব পণ্য সামগ্রী পাওয়া যায়
সাধারণত চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, বৃটেন, আমেরিকা থেকে আমদানী করা সানগ্লাস, এসি, ফ্রিজ, কসমেটিক্স, শাড়ি, খেলনা, গার্মেন্টস পণ্য, শিশু পোষাক, স্বর্ন, হীরা এবং ইমিটেশন পাওয়া যায়। মার্কেটের নিচতলাতে ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান ও রেন্ট-এ-কারের অফিস, ২য় তলাতে পারফিউম কসমেটিক্স, ৩য় তলাতে শিশুদের পোষাক খেলনা, ৪র্থ তলাতে জুয়েলারী ও শাড়ীর দোকান এবং ৫ম তলাতে সম্পূর্ণ ফুড জোন রয়েছে। এছাড়া গ্রীষ্মকাল ও শীতকালে আলাদা আলাদা কসমেটিকস ও পোষাক পাওয়া যায়। এখানে পাইকারী সামগ্রী বিক্রির কোন ব্যবস্থা নেই।
প্রাপ্ত পণ্যের মান
এসি ফ্রিজ টিভির ক্ষেত্রে ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়ে থাকে। এখানে সঠিক মাপে ও ভালো মানের স্বর্ণ পাওয়া যায়। পোশাকের ক্ষেত্রে ৬ মাসের রং এর গ্যারান্টি দেওয়া হয়।
পণ্যের খুচরা মূল্য
এখানে এক দরে পণ্য বিক্রি হয়ে থাকে। কয়েকটি পণ্যের মূল্য নিম্নরুপ-
পণ্যের নাম | দাম (টাকা) |
সানগ্লাস | ১০,০০০ |
খেলনা | ৫,০০০ |
কসমেটিকস | ৬০,০০০ |
শাড়ি | ২০,০০০ |
শিশু পোষাক | ১৫,০০০ |
ইমিটেশন | ১০,০০০ |
স্বর্ণ ও হীরা | আন্তর্জাতিক বাজার অনুযায়ী উঠানামা করে। |
ক্রেতা সাধারণ
এই মার্কেটে বাংলাদেশে বসবাসরত বিদেশী নাগরিক এবং দেশের উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা কেনাকাটা করতে আসে। দোকানের সেলসম্যানরা বিদেশী ক্রেতাদের কেনাকাটার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে থাকে।
ছাড়ের ব্যবস্থা:
ঈদ, পূজা, বর্ষবরণ উৎসবের সময় ইলেক্ট্রনিক্স পণ্য, শাড়ী, কসমেটিক্স ও শিশু সামগ্রীর দোকানে ১০ % মূল্য ছাড় দিয়ে থাকে দোকানীরা।
টয়লেটের ব্যবস্থা
এই মার্কেটের প্রত্যেক তলার উত্তর পাশে টয়লেটের ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য ২টি এবং পুরুষদের জন্য ৪ টি টয়লেট রয়েছে। বিনা পয়সায় টয়লেট ব্যবহার করা যায়।
গাড়ি পার্কিং:
নাভানা টাওয়ার শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে ১০০ টি গাড়ি পার্ক করা যায়। পার্কিং এ আলাদা কোন চার্জ দিতে হয় না। তবে গার্ডদের কিছু বকশিস দিতে হয়। গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট সময়সীমা নেই।
বিবিধ:
- এই মার্কেটে লিফটের কোন ব্যবস্থা নেই।
- প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেককে পরীক্ষা করে প্রবেশ করতে দেওয়া হয়।
- মার্কেটের অভ্যন্তরে কোন ব্যাংকের এটিএম বুথ নেই।