ম্যাট্রিমনি বা ম্যাট্রিমনি সার্ভিস বা ম্যাট্রিমনি সাইট

ম্যাট্রিমনি বা ম্যাট্রিমনি সার্ভিস বলতে “বিয়ে” সংক্রান্ত সকল বিষয় গুলোকে বুঝায়।

বাংলাদেশের আপামর জনগোষ্টির কাছে ম্যাট্রিমনি শব্দটা এখনো খুব বেশী পরিচিত হয়ে উঠেনি। ম্যাট্রিমনি শব্দটি বিশেষ ভাবে তাদের কাছেই বেশী পরিচিত যারা অনলাইনে সক্রিয় থাকেন।

কেননা বাংলাদেশের প্রথম ম্যাট্রিমনিয়াল ওয়েব সাইট বিবাহবিডি ডট কম এর যাত্রার পর থেকে বর্তমানে প্রায় ২০০ এর অধিক ছোট ও মাঝারি প্রতিষ্ঠান বাংলাদেশে এই ধরনে সেবা নিয়ে কাজ করেছে এবং কিছু প্রতিষ্ঠান অনলাইনে খুই সক্রিয় এর মধ্যে বিবাহবিডি অন্যতম।


ম্যাট্রিমনি সার্ভিস ও ম্যাট্রিমোনি সাইট বা ওয়েব পোর্টালের কাজ কি?

বিয়ে বিষয়ক সকল ধরনের সেবা নিশ্চিত করাই একটি আদর্শ ম্যাট্রিমনিয়াল ওয়েব সাইটের উদ্দেশ্য। এক্ষেত্রে বিবাহবিডি ডট কম এর ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সেবা গুলো উল্লেখ করা হয়েছে –

  • পাত্র পাত্রীর চাহিদা অনুযায়ী যোগ্য জীবনসঙ্গীর সন্ধান নিশ্চিত করা।
  • পাত্রপাত্রী ও তাদের বৈধ অভিভাবকদের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সনাক্তকরন ও ক্রস চেক।
  • অনলাইন প্রযুক্তির মাধ্যমে একজন ইউজারকে ঘরে বসেই বিবাহবিডির ডাটাবেইজের সকল প্রোফাইল দেখার   ও পছন্দের প্রোফাইলের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ।
  • ম্যাচমেকিং ও রয়েল ম্যাচ গ্রাহকদের জন্য কাষ্টমাইজ এসিষ্টেন্সি সার্ভিস ও মিটিং এর আয়োজন করা।
  • ম্যাট্রিমনিয়াল ইনভেষ্টিগেশন বা বিবাহপূর্ব পাত্রপাত্রীর বিষয়ে তথ্য অনুসন্ধান।
  • লিগ্যাল সার্ভিস
  • সার্বোক্ষনিক কল সেন্টার সার্ভিস
ম্যাট্রিমনি সার্ভিস
বাংলাদেশী ম্যাট্রিমনি সার্ভিস

বিবাহবিডি ডট কম দুই ভাবে সেবা প্রদান করে

১) সেলফ সার্ভিসঃ বিবাহবিডির সেলফ সার্ভিস বা স্বপরিবেশন সেবায় এক জন ইউজার নিজেই বিবাহবিডিতে লগইন করে পাত্র পাত্রীদের প্রোফাইল বাছাই করেন। পছন্দের পাত্রপাত্রী বা তাদের অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করে থাকেন।

২) এসিষ্টেন্স সার্ভিসঃ এসিষ্টেন্স বা সহায়তা পরিসেবায় একজন ইউজারকে বিবাহবিডি ম্যাচমেকিং টিম তার পার্টনার প্রেফারেন্স অনুযায়ী প্রোফাইল পাঠায় এবং ইউজারের সম্মতি নিয়ে পছন্দের পাত্র/পাত্রীর সাথে মিটিং ( ফিজিক্যাল বা ভার্চুয়াল) এর আয়োজন করে । এই সেবার আওতায় একজন ইউজার চাইলে নিজেও অনলাইনে সিভি দেখতে পারেন আবার অফলাইনে থেকেও সেবা পেতে পারেন।

যে ধরনের পাত্রপাত্রীর প্রোফাইল পাবেনঃ

৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতার, যেকোন ধর্মাবলম্বী – গোত্র কিংবা কাষ্টের, যেকোন বয়সের অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক, বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী, এবং বিশ্বের প্রায় ১৫০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী।  তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন), সিঙ্গেল ফাদার / মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ

জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – ম্যারিটাল ষ্টেটাস সার্চ ও ইজি সার্চ  অপশন যেখানে খুব সহজেই ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ [সিংগেল ফাদার] , [সিংগেল মাদার] প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে।

আপনি যদি বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তবে রেজিষ্ট্রেশন করতে এখনি লগ ইন করুন

ঢাকা বিভাগের সম্ভ্রান্ত পাত্র পাত্রীর খোঁজ

বাংলাদেশ বা প্রবাসে বসবাসরত ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গাজীপুর, শরিয়তপুর, নারায়নগঞ্জ, মাদারীপুর জেলার পাত্রপাত্রীর সন্ধান পেতে এখনি লগইন করুন।

পরিবারের প্রিয় সদস্যটির জন্য ঢাকা বিভাগের উপযুক্ত পাত্র পাত্রীর খোঁজ পেতে নিশ্চিন্তে লগ ইন করুন অনলাইন বেইজ ম্যাট্রিমনিয়াল সার্ভিস বিবাহবিডি ডট কম ওয়েবসাইটে।

ঘরে বসেই ফ্রী রেজিষ্ট্রেশন করে  চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রীদের প্রোফাইল (ছবি সহ বায়োডাটা) দেখে পাত্র/পাত্রী কিংবা অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে পারছেন অতি দ্রুততম সময়ের মধ্যে।

Bangladeshi Bride Groom
Bangladeshi Bride Groom

যে ধরনের প্রোফাইল পাবেনঃ

বিবাহবিডি ডট কম সার্ভিসে ১৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতার, ঢাকা বিভাগের যেকোন ধর্মাবলম্বী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, আদিবাসী – গোত্র কিংবা কাষ্টের যেকোন বয়সের
– অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক
বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী এবং বিশ্বের প্রায় ৮০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী। 

তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী
যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন),
সিঙ্গেল ফাদার / সিঙ্গেল মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ
জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই ঢাকা বিভাগের উপযুক্ত পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

প্রথমেই দেখে নিন কোন কোন প্রফেশনের কত জন পাত্র/পাত্রী এই মূহুর্তে বিবাহবিডিতে রয়েছে। লিংকে ক্লিক করুন 

যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – 

ম্যারিটাল ষ্টেটাস সার্চ ও ইজি সার্চ অপশন যেখানে খুব সহজেই নিজ জেলা বা বিভাগের ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ সিংগেল ফাদার, সিংগেল মাদার প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে। 

পাঠকের সুবিধার্থে বিবাহবিডির সরাসরি কয়েকটি সার্চ রিজাল্টের লিংক নিম্নে দেয়া হলোঃ

প্রফেশন অনুযায়ী পাত্র/পাত্রী  খুঁজতে
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজতে
প্রবাসী পাত্র/পাত্রী  খুঁজতে
জেলা অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজতে


BIBAHABD.COM

HOUSE: 02 (3rd Floor) BLOCK: G,
SOUTH BANASREE, DHAKA-1219.
Hotline: +88 0961 22 11 555, 88 019 22 11 5555