রাজউক ট্রেড সেন্টার শপিং মল
লোকেশন: প্লট ২৮, নিকুঞ্জু ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।খিলক্ষেত বাসস্ট্যান্ড ও ওভারব্রীজের পশ্চিম পাশেই এটি অবস্থিত।
ভবনের বিবরন:
১৬তম তলা বিশিষ্ট সাদা রংয়ের ভবন। ভবনের সিড়িগুলো দৃষ্টিনন্দন করে গড়ে তোলা।
পণ্য-সামগ্রীর বিবরন
প্রথম তলা | বিভিন্ন ধরনের কসমেটিক্স পন্য, জুয়েলারী পন্য, খাবার দোকান, জুতা ও ব্যাগ। |
দ্বিতীয় তলা | ফ্যাশন হাউজ (তরুন/তরুনী)। |
তৃতীয় তলা | পোষাক, শাড়ী, থান কাপড়। |
চতূর্থ তলা | সিডি, মোবাইল, কম্পিউটার সামগ্রী। |
পঞ্চম তলা | বিভিন্ন ধরনের অফিস, শাখা অফিস, সমিতির অফিস। |
পণ্য-সামগ্রীর মান, মুল্য এবং ক্রেতা
- এখানে প্রাপ্ত পন্য সামগ্রীর মান ভাল।
- পন্য সামগ্রী কোন কোন দোকানে একদরে বিক্রয় হয়। আবার কোন কোন দোকানে দর কষাকষি করে ক্রয় করতে হয়।
- এখানে সাধারনত উচ্চ বিত্ত, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর ক্রতাগন কেনাকাটা করতে আসেন।
- এখানে ক্যাশের সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও মূল্য পরিশোধ করা যায়।
গাড়ী পার্কিং ব্যবস্থা
- এখানে গাড়ী পার্কিং এর নিজস্ব ব্যবস্থা রয়েছে। নিজস্ব পার্কিং ব্যবস্থাপনায় ১০টি গাড়ী পার্ক করা যায়। সামনের রাস্তাং এবং ফুটপাতে ১০টি গাড়ী পার্ক করা যায়।
টয়লেট ব্যবস্থা
- পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
- সার্বক্ষনিক টয়লেট পরিচ্ছন্ন রাখা হয়।
এক্সিলেটর সুবিধা
- এখানে এক্সিলেটর সুবিধা রয়েছে। এক্সিলেটর এর সংখ্যা ২ টি।
নিরাপত্তা ব্যবস্থা
- সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে, মার্কেটের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তারা খু্বই দক্ষতার সাথে পালন করে আসছে।
খোলা/বন্ধের সময়
- সপ্তাহের রবিবার বন্ধ থাকে। আর অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ৯.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
ভিড় এড়াতে চান
- শুক্রবার এবং শনিবারসহ বিভিন্ন ছুটির দিনগুলোতে ভিড় হয়। এছাড়া সকাল ১১.০০ টা থেকে বেলা ০১.০০ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত একটু বেশী ভিড় থাকে।