ক্যাপিটাল টাওয়ার, মিরপুর ১
ঠিকানা ও অবস্থান
- মিরপুর ১নং বাসস্ট্যান্ড, মিরপুর, ঢাকা।
- ধানমন্ডি থেকে মিরপুর ১ নম্বর যাওয়ার পথে ১ নম্বর বাসস্ট্যান্ড এর বাম পাশে মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন এই শপিং কমপ্লেক্সটি অবস্থিত।
ভবনের বিবরণ:
- ৮ তলা ভবন, প্রতি তলা মোজাইক ও টাইলস সজ্জিত।
পণ্য-সামগ্রীর বিবরণ
প্রথম তলা | জুতা, তৈরি পোষাক, কসমেটিক্স, গ্রোসারী ইত্যাদি। |
দ্বিতীয় তলা | তৈরি পোষাক। |
তৃতীয় তলা | জুয়েলারি ও টেইলার্স শপ। |
চতুর্থ তলা | তৈরি পোষাক ও ব্রোকার হাউজ। |
৫ম – ৮ম তলা পর্যন্ত দারুল ইহসান ইউনিভার্সিটি এনেক্স – ৯। |
পণ্য-সামগ্রীর মান, মূল্য এবং ক্রেতা
- এখানে প্রাপ্ত পণ্য সামগ্রীর মান ভাল।
- পণ্য সামগ্রী কিছু দোকানে একদরে বিক্রয় হয়। আবার কিছু দোকানে দর কষাকষি করে বিক্রয় করা হয়।
- এখানে সকল শ্রেনীর ক্রেতাগন কেনাকাটা করতে আসেন।
- এখানে ক্যাশের মাধ্যমে বিল পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডে বিল পরিশোধের কোন ব্যবস্থা নেই।
গাড়ি পার্কিং ব্যবস্থা
- শপিং মলটির নিজস্ব ব্যবস্থাপনায় ৩০ গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। রাস্তায় ও ফুটপাতে ২০ গাড়ি পার্ক করা যায়। গাড়ী পার্কিং এর জন্য কোন চার্জ দিতে হয় না।
টয়লেট ব্যবস্থা
- পুরুষ এবং মহিলাদের পৃথক টয়লেট ব্যবস্থা রয়েছে।
- টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।
এস্কেলেটর সুবিধা
- এখানে এস্কেলেটর সুবিধা রয়েছে। এস্কেলেটর এর সংখ্যা ৪ টি।
নিরাপত্তা ব্যবস্থা
- সিসিটিভি নেই। তবে এখানে নিজস্ব একদল প্রশিক্ষিত ও চৌকস সিকিউরিটি গার্ড রয়েছে।
খোলা-বন্ধের সময়সূচী
- বৃহস্পতিবার সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ। অবশিষ্ট ০৬ (ছয়) দিন সকাল ১০.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত খোলা থাকে।
- শুক্রবার এবং শনিবার ভিড় বেশি হয়। অন্যান্য দিনে সকাল ১১.০০ টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত এবং বিকাল ০৪.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত ভিড় হয় এছাড়া রাতের বেলা একটু বেশি ভিড় থাকে।