ল্যান্ডমার্ক শপিং সেন্টার

ল্যান্ডমার্ক শপিং সেন্টার

 

ঠিকানা:
শহীদ মেজর নাজমুল হক রোড, প্লট# ১১, গুলশান ২, ঢাকা। গুলশান-২ গোলচত্বরের উত্তর পশ্চিম কোণে এই মার্কেটের অবস্থান। মার্কেটটির দক্ষিণে গুলশান টাওয়ার এবং উত্তরে তাহের টাওয়ারের অবস্থান.

খোলা বন্ধের সময়সূচী:
রবিবার বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।

মার্কেট এবং মার্কেটের দোকানগুলো

মার্কেট ভবনটি ১২ তলা বিশিষ্ট হলেও কেবল প্রথম এবং দ্বিতীয় তলা জুড়ে রয়েছে মার্কেটটি। মোট ৪ টি প্রবেশপথ রয়েছে। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ছিমছাম এই মার্কেটটিতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ আছে। ওপরে ওঠার জন্য একটি সিঁড়ি ছাড়াও দুটি লিফট এবং দু’টি এসকেলেটর রয়েছে। প্রতিটি ফ্লোরে দু’টি করে অগ্নি নির্বাপণ যন্ত্র আছে। এখানে পাইকারী দরে বিক্রি হয় না, কেবল খুচরা ক্রেতাদের মার্কেট এটি।

মার্কেটটির একতলায় অনেকগুলো স্টেশনারী দোকান এবং চশমার দোকান আছে। এছাড়া আছে একটি অভিজাত টেইলার্স,বইয়ের দোকান এবং মানি এক্সচেঞ্জ। দ্বিতীয় তলায় বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের দোকান এবং ব্র্যান্ড শো রুম আছে।

 

টেইলার্স: নাইট কালেকশন

১৯-২০, ল্যান্ড মার্কে শপিং সেন্টার, গুলশান ২, ঢাকা।

ফোন- ৮৮২৮২১৭

 

বই এর দোকান: “বিশ্ব বিচিত্রা”
কেবলস: প্যারাডাইস কেবলস,

ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্স,

দোকান# ১২,১৩,১৪, গুলশান নর্থ বাণিজ্যিক এলাকা,

গুলশান ২, ঢাকা- ১২১২।

ফোন- ৮৮১৮৮১৫

হিটাচি (HITACHI)

ল্যান্ড মার্ক শপিং সেন্টার,

১২-১৪, গুলশান সার্কেল ২, গুলশান, ঢাকা- ১২১২।

ফোন ৮৮২৯৩৭৫,

E-mail: [email protected]

 

কেনাকাটার জন্য

এখানে প্রধানত চীন, জাপান এবং আমেরিকায় তৈরি পণ্য পাওয়া যায়। দেশী ক্রেতার পাশাপাশি বিদেশী ক্রেতাও আসেন কেনাকাটা করতে। এ মার্কেটে ইলেকট্রনিক পণ্য ছাড়া অন্য কোন পণ্যে ওয়ারেন্টি দেয়া হয় না। এটি একদরের মার্কেট নয়, তাই দরকষাকষিতে অভিজ্ঞ হতে হবে এখানে কেনাকাটা করতে হলে। বিক্রয়কৃত পণ্য ফেরত নেবার চল নেই, তবে এক সপ্তাহের মধ্যে রশিদ দেখিয়ে বদলে নেবার সুযোগ আছে।

গাড়ি পার্কিং

এখানে যে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে সেটি কেবল মার্কেটের লোকেদের জন্য। অন্যদের রাস্তার পাশে গাড়ি পার্ক করতে হয়।

টয়লেট সুবিধা

মার্কেটটির ২য় তলায় সিঁড়ির পাশে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা আছে। এটি ব্যবহারের জন্য ৫ টাকা হারে চার্জ দিতে হয়।

অন্যান্য তথ্য

  1. এই মার্কেটের ভেতর কোন ব্যাংকের এটিএম বুথ নেই। তবে পাশের মার্কেটের ভেতর ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আছে।
  2. মার্কেটটিতে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর বা এক্স-রে স্ক্যান করা হয় না।

Published by

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.

Leave a Reply