ফার্নিচার

গৃহ সাজাতে আসবাবপত্রের ব্যবহার সুপ্রাচীন কাল থেকে প্রচলিত। ঘরের শোভা বর্ধন, আভিজাত্য, অর্থ ও অলংকারের নিরাপদ সংরক্ষণের জন্য আসবাবপত্র অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। আধুনিককালেও আসবাবপত্রের কদর এতটুকুও কমেনি বরং আরো রেড়েছে। তবে সভ্যতার বিকাশের ফলে আসবাবপত্র তৈরির উপকরণ, ডিজাইনে এসেছে বৈচিত্র্য ও আধুনিকতার ছোঁয়া।

বিয়ে মানে নতুন জীবন, নতুন সংসার। সেখানে চাই নতুন ফার্নিচার।বিভিন্ন ধরনের ফার্নিচার দিয়ে সাজাঁতে পারেন আপনার সংসার।

আমাদের দেশে প্রচলিত ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে – খাট, চেয়ার, টেবিল, সোফা সেট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সেক্রেটেরিয়েট টেবিল, আলমারি, ওয়াল শো-কেস, টি-টেবিল, ফাইল কেবিনেট, মিটসেফ, ওয়্যারডোব, ইজি চেয়ার, টিভি স্ট্যান্ড, দোলনা সেট, বুক সেলফ। কিচেন ফার্নিচার গুলোর মধ্যে রয়েছে – কর্ণার রেক, বটম মাউন্টেড পুল ড্রয়ার, স্পুন এন্ড ফর্ক হ্যাঙ্গার, স্পুন এন্ড প্যান হ্যাঙ্গার, ওয়াশ বিম, কর্ন সুইভাল রেক।

কিছু ফার্নিচার এর দোকানের তথ্য ও ঠিকানা নিচে দেওয়া হলঃ

১।হাতিল কমপ্লেক্স লিমিটেড (মিরপুর)
২।ব্রাদার্স ফার্ণিচার্স (বারিধারা)
৩।আখতার ফার্নিশার্স (বারিধারা)
৪।অটবি ফার্ণিচার শো-রুম (শেওড়াপাড়া)

 

সূত্রঃ অনলাইন-ঢাকা.কম

 

প্রকাশ করেছেন

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.

মন্তব্য করুন