fbpx

সেঞ্চুরী টেইলার্স

অবস্থান ও ঠিকানা

কাটাবন মোড় হতে সাইন্স ল্যাব যাওয়ার পথে ৩০ গজ সামনে হাতের বাম পাশে ইসিএস কম্পিউটার সিটির ডান পাশে সেঞ্চুরী টেইলার্স অবস্থিত। টেইলার্সের ঠিকানা হল- ২৫৮, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। যোগাযোগের ফোন নম্বর- ০২-৯৬৭১২৪৯ এবং মোবাইল নম্বর- ০১১৯৭২৭৬০৬০।

শাখাগুলোর ঠিকানা-

  • নিউ এলিফ্যান্ট রোড, ২৪৫, ঢাকা। ফোন: ০২-৯৬৭১২৪৯।
  • ২২০, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোন: ০২-৯৬৭১২৪৯।
  • প্রিতম ভবন, ৪২, তোপখানা রোড, ঢাকা। ফোন: ০২-৯৫৬৪৪৬৬।
  • সীমান্ত স্কয়ার, রুম – ১১৯ (১ম তলা), রোড – ২, ধানমন্ডি ঢাকা। ফোন: ০২-৯৬৬২৫০৪।
  • এইচ. এম. প্লাজা (১ম তলা), উত্তরা, ঢাকা। ফোন: ০২-৮৯১২৮০৯।
  • গ্রীন সুপার মার্কেট, নারায়ণগঞ্জ। ফোন: ৭৬৩২৭৪৯।
  • হাইওয়ে প্লাজা, লালখান বাজার, চট্টগ্রাম। ফোন: ৬৩৬৫৯৫।

মজুরী

সেঞ্চুরী টেইলার্সে স্যুট, ব্লেজার, প্যান্ট, শার্ট, প্রিন্স স্যুট এবং শেরওয়ানী বানানোর ব্যবস্থা রয়েছে।

পরিবর্তন ও ক্ষতিপূরণ

এখানে তৈরিকৃত প্যান্ট, শার্ট এবং ব্লেজারে যেকোন ধরণের পরিবর্তন সরবরাহের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বিনা পয়সায় করিয়ে নেওয়া যায়।  ৩০ দিন পরে প্রত্যেক পরিবর্তন বা অল্টারের জন্য ৩০ টাকা করে প্রদান করতে হয়। শুধুমাত্র স্যুটে যে কোন পরিবর্তন বা অল্টারের ক্ষেত্রে ৩ মাস সময় প্রদান করা হয়ে থাকে।  ক্রেতার অর্ডারকৃত পোশাকের কাপড় ক্ষতিগ্রস্ত হলে তার জন্য কোন ক্ষতিপূরণ বাবদ টাকা প্রদান করে না টেইলার্স কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত কাপড়ের অনুরূপ কাপড় দিয়ে পোশাক তৈরী করে দেয়ার ব্যবস্থা করে থাকে।

বিল পরিশোধ

সমস্ত বিল ক্যাশ ছাড়াও কার্ডের মাধ্যমে পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। কার্ডের ক্ষেত্রে মাষ্টার ও ভিসা কার্ড গ্রহণযোগ্য।

সময়সূচী

মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকী দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সেঞ্চুরী টেইলার্সের এই শাখা খোলা থাকে।

মন্তব্য করুন