সৃষ্টির শুরু থেকে এবং এই উপমহাদেশে মোগল আমলে রাজা–বাদশা, রাণী এবং তাদের পাইক-পেয়াদারা তাদের সৌন্দর্য বর্ধন ও বিলাসের জন্য বিভিন্ন ধরনের জুয়েলারী অলংকার ব্যবহার করত। কিন্তু কালের বিবর্তনে সেই সকল রাজা-বাদাশারা না থাকলেও অলংকার ব্যবহারের রীতি বর্তমান আধুনিক যুগেও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সেই সময়ে নারী-পুরুষ সমানতালে এসব অলংকার ব্যবহার করলেও বর্তমান কম্পিউটারের যুগে শুধুমাত্র নারীদের ক্ষেত্রে অলংকার ব্যবহারের প্রচলন বেশী লক্ষ করা যায়। আর বাংলার নারীদের নিকট সোনার অলংকার সৌন্দর্যবর্ধন ও আর্থিক সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এসকল অলংকার আমাদের সরবরাহ করে থাকে বিভিন্ন জুয়েলার্স শিল্প প্রতিষ্ঠান।
আর এদেশের জুয়েলারী শিল্পের প্রথম শ্রেণীর কিছু জুয়েলারী প্রতিষ্ঠানগুলোর তথ্য নিচে দেওয়া হচ্ছে।
১।ভেনাস জুয়েলার্স
২।আমিন জুয়েলার্স
৩।গীতাঞ্জলী জুয়েলার্স
৪।ডায়া গোল্ড জুয়েলারী
সূত্রঃ অনলাইন-ঢাকা.কম