ভালোবাসা নাকি ভালো অভিনয়

প্রেম নিবেদন নিয়ে যখন কেউ কাছে আসে তখন “সম্পর্ক টাকে মুখ্য না ভেবে প্রেম নিবেদনের ভঙ্গিমাতে মুগ্ধ হয়ে মেয়েরা অনেক সময় প্রেমের দুয়ারে পা বাড়িয়ে থাকে। আর এ মুগ্ধকর ভঙ্গিমাতে মেয়েরা ডুবে থাকতে চায় সবসময় যার ফলে প্রেমটায় কি ভালোবাসা বিরাজ করছে নাকি ভালো অভিনয় তা বুঝে উঠতে পারে না অনেকেই।

ছেলে অথবা মেয়ে ; সম্পর্ক তৈরি করা চাই সময় নিয়ে, আস্তে আস্তে যাচাই করে। যে সম্পর্ক যতটা সময় নিয়ে শুরু হবে, তার টিকে থাকার সম্ভাবনাও ততটাই বেশি। সম্পর্কের শুরুতে নতুন প্রেম সবার কাছেই মধুর মনে হয় তবে খেয়াল রাখবেন আবেগে মুগ্ধ হয়ে অতি তাড়াতাড়ি সম্পর্ক জড়াচ্ছেন নাতো? অথবা আপনার সঙ্গী আপনার সাথে ভালো অভিনয় করছে না তো?

কোন সম্পর্কে জড়ানোর আগে কিছু বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে-

প্রথম প্রথম আপনার মন জুগিয়ে চললেও কিছুদিন পরেই খেয়াল করলেন আপনার সঙ্গী আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, তাঁর ইচ্ছেটাকে প্রাধান্য দিতে বাধ্য হচ্ছেন, যদি এমন হতে থাকে তাহলে দ্রুত সতর্ক হোন।

আপনার সঙ্গী সব সময় আপনার ইচ্ছার থেকে তার নিজের ইচ্ছাগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে কিনা যাচাই করুন ।

যদি আপনার সঙ্গী সারাদিনই আপনার সম্পর্কে খুব ভাল ভাল কথা বলেন বা দামি দামি উপহার দেন, তাহলে একটু ভেবে দেখুন তার আসল উদ্দেশ্য কি।

ঘন ঘন ঘুরতে নিয়ে যাওয়া, রেস্তরায় খাওয়ানো এসবের মোহে ডুবে থাকবেন না যাচাই করুন আপনার বিশ্বাসকে কতটা মুল্য দিচ্ছে।

আপনার সঙ্গীর অনেক বন্ধুবান্ধব থাকতেই পারে কিন্তু আপনি তার কাছে বিশেষ কেউ একজন হয়ে উঠতে পেরেছেন কিনা যাচাই করুন। যদি এ অনুভূতি না আসে তাহলে সতর্ক হন।

আপনার স্বপ্ন বা সাফল্য কে সম্মান করছে তো? যদি আপনার সাফল্যে সহায়তা করতে নাও পারে তবুও আপনার সাফল্যতে সম্মান প্রকাশ করবে।যদি সে সম্মানবোধটুকু না থাকে তাহলে তার বিষয়ে আবারও ভাবুন।

বর্তমান যুগে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলেশনশীপ ষ্টেটাস আপডেট করা অথবা নিছক টাইমপাস করার জন্য সম্পর্ক করে থাকে। দীর্ঘকালীন সম্পর্ক বা বিয়ের ব্যাপারে সিরিয়াস হন না। তাই, প্রথম থেকেই দৃঢ় ভাবে আপনার সঙ্গীকে চেনার চেষ্টা করুন – তার আবেগ, বিশ্বাসযোগ্যতা, মনস্তত্ব, আপনার প্রতি তার মূল্যবোধ ও সম্মানের বহিঃপ্রকাশ সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হয়ে তারপরই সম্পর্কে জড়ান। এতে ভবিষ্যত হতাশা কিংবা মানসিক যন্ত্রণা থেকে নিশ্চিত নিরাপদ থাকবেন।