কাজী অফিস

জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটি অধ্যায় প্রতিটি মানুষের জীবনে অবধারিত। প্রতিটি মানুষ তার জীবনের কোন একটি নির্দিষ্ট সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর মুসলিম ধর্মীয় রীতিতে বিবাহকে আইনসম্মত ভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কাজী মূখ্য ভূমিকা পালন করে থাকে। এরই প্রেক্ষিতে সারাদেশে এলাকাভিত্তিক সরকারি কাজী অফিস রয়েছে।
ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরের প্রতিটি ওয়ার্ডে এবং গ্রামে প্রতিটি ইউনিয়নে কাজী অফিস রয়েছে। কিছু কাজী অফিসের ঠিকানা দেয়া হলো :

গুলশান কাজী অফিস:
৫৩, ডি.সি.সি মার্কেট, কাঁচা বাজার (২য় তলা), গুলশান – ২, ঢাকা – ১২১২।
ফোন: ৮৮১৭০৮৮, মোবাইল: ০১৭৫৯-৫১৮৬৩৮, ০১৭১১-১৯৪৬৭৬ (কাজী সাহেব)।

মিরপুর কাজী অফিস:
৫৫৯, কাজীপাড়া মাদ্রাসা কমপ্লেক্স (২য় তলা), মিরপুর, ঢাকা – ১২১৬।
মোবাইল: ০১৮১৮-৩৪৩৯৮৭।

ধানমন্ডি কাজী অফিস:
জে এন জে ম্যানশন, হাউজ # ০২, রোড # ১৩ (নতুন), ধানমন্ডি, ঢাকা – ১২০৫।
ফোন: ৯১১৮৫৯৬। ফোন: ০১৭১২-৫৯৩৭২১, ০১৫৫২-৬৩৩১৯৪।

মগবাজার কাজী অফিস:
১০৯/এ, মগবাজার কাজী অফিস লেন, রমনা, ঢাকা।
ফোন: ৯৩৩১২৮২, ৮৩১৭৫৬৫।

 

 

সূত্রঃ অনলাইন-ঢাকা.কম

Published by

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.

Leave a Reply