সোলস

সোলস বাংলাদেশের জনপ্রিয় এবং প্রাচীনতম একটি ব্যান্ডদল। ১৯৭২ সালে সোলস যাত্রা শুরু করে। সোলস সর্বপ্রথমে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়। পরে এর কার্যক্রম ঢাকায় স্থানান্তর করা হয়। সোলস এর প্রতিষ্ঠাতা রনি বড়ুয়া এবং এটি পরিচালনা করেন পার্থ এবং নাসিম।

যোগাযোগ

মাসুম: ০১৭১১-২০৯৬৪৬
ইমেইল: [email protected]
ওয়েব: www.soulsbd.com

সোলসের কনসার্ট আয়োজন করতে চাইলে:

কনসার্ট আয়োজনের ন্যূনতম ৩০ দিন পূর্বে যোগাযোগ করতে হয়। ঢাকার বাইরে কনসার্ট হলে হোটেল খরচ, যাতায়াত খরচসহ আনুমানিক মোট ২৫০০০০ টাকা সম্মানী দিতে হয়। ঢাকায় কনসার্ট হলে ২০০০০০ টাকা সম্মানী দিতে হয়। বুকিংয়ের সময় ৪০% অগ্রিম পরিশোধ করতে হয়। এছাড়া দেশের বাইরেও বিভিন্ন কনসার্টে সোলস অংশগ্রহন করে থাকে। উল্লেখ্য যে, সোলস এযাবত কালে দেশে এবং বিদেশে ৪০০০ টি কনসার্টে অংশগ্রহন করেছে। ২০১১ সালের ১৯ জুলাই সোলস যুক্তরাষ্ট্রে কনসার্ট করেছে।

এই দলের সদস্যরা হচ্ছেনঃ

১।নাসিম আলী খান।
২।পার্থ বড়ুয়া।
৩।আশিক
৪।রানা।
৫।তুষার গোমস।
৬।রঞ্জন দত্ত।
৭।মাসুম।

প্রকাশ করেছেন

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.

মন্তব্য করুন