ফিডব্যাক

বাংলাদেশে রক সঙ্গীতের ব্যান্ড দল ফিডব্যাক। দলটি ৪ঠা অক্টোবর ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। এই দলে বর্তমানে ৫ জন সদস্য রয়েছে।

যোগাযোগ:

মোবাইল- ০১৭১১-৫৩১৭৮১
ওয়েব- www.feedbackband.com

দলের লাইন আপ
• লুমিন (ভোকাল)
•লাবু রহমান (ভোকাল লেড গিটার)
•পিয়ারু খান (ভোকাল)
•ফুয়াদ নামের বাবু (কি-বোর্ড)
•পন্টি (ড্রামার)

পরিবেশিত গানের ধরন
• রক
• মেলোডী

কনসার্ট ফি
ঢাকার বাইরে কনসার্টের ফি ৬০,০০০ টাকা
• ঢাকায় দিতে হয় ৫০,০০০ টাকা
• টিভি কনসার্টে ৫০,০০০ টাকা
• আয়োজকরা সাউন্ড সিসটেমের আলাদা ব্যবস্থা করে থাকে
• কনসার্টের স্থলে আসা যাওয়ার জন্য আয়োজক অথবা শিল্পী আলোচনা সাপেক্ষে যে কেউ ব্যবস্থা করতে পারে।

কনসার্টের জন্য বুকিং
• কনসার্টের পূর্বে অন্তত ১০ দিন আগে বুকিং দিতে হয়
• মোট সম্মানীর ৫০% টাকা অগ্রীম পরিশোধ করতে হয়
•বাকী টাকা পারফর্ম করার পূর্বেই পরিশোধ করতে হয়

প্রকাশিত এ্যালবাম
• উল্লাস- ১৯৮৭ সাল
• মেলা- ১৯৯০ সাল
• বঙ্গাব্দ- ১৯৯৪ সাল
• দেহঘড়ি- ১৯৯৫ সাল
• বাউলীয়ানা- ১৯৯৬ সাল
• আনন্দ- ১৯৯৯ সাল
• আয় শতাব্দীর ফিডব্যাক- ২০০০ সাল
• ফিডব্যাক ২- ২০০২ সাল
• শূন্য ২ – ২০০৪ সাল
• নিষিদ্ধ- ২০০৩ সাল

অন্যান্য বিষয়
• বিশুদ্ধ খাবার পানি।
• ভালো খাবারের ব্যবস্থা।
• ভালো হোটেলে থাকার ব্যবস্থা।
• স্থানীয় পুলিশের সহায়তা নিলে ভাল হয় অথবা স্বেচ্ছাসেবক দিয়ে সঠিক নিরাপত্তা প্রদান করলেই হয়।
• রাত্রী যাপনের জন্য ভালো হোটেলের ব্যবস্থা করতে হয়।

প্রকাশ করেছেন

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.

মন্তব্য করুন