Bangladeshi Bride Groom

বিশব্যাপী বাংলাদেশী পাত্র পাত্রীর সন্ধান

বিয়ে করতে যাচ্ছেন? পাত্র পাত্রী চাই ! বিয়ের জন্য যোগ্য পাত্র-পাত্রীর সন্ধান করাই আসল কাজ।

বিয়ে করতে যাচ্ছেন? পাত্র পাত্রী চাই ! বিয়ের জন্য যোগ্য পাত্র-পাত্রীর সন্ধান করাই আসল কাজ। বাঙ্গালী সমাজে সামাজিক বিবাহের প্রথা বহুকাল থেকে প্রচলিত পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে অনেক সম্মানের সহিত গ্রহণ করা হয়। বিবাহ শুধু দুটি মনের মিলন নয় বরং বিবাহ মাধ্যমে দুটি পরিবাকে একত্রিত হয়।

ঘরে বসেই অনলাইনে  বিবাহবিডি ডট কম ওয়েবসাইটে পাত্র পাত্রীর বায়োডাটা দেখে লক্ষ বিবাহ সম্পন্ন হচ্ছে।
বিবাহ বিডি । পাত্র পাত্রী খোঁজ | ঘরে বসেই

আমাদের সমাজে পরম্পরাগত বিবাহনুষ্ঠান আধুনিক যুগেই বিদ্যমান। সেক্ষেত্রে আজকাল পাত্রপাত্রীর জুড়ি মেলানো পূর্বের পরিবর্তে অনেক সহজ হয়ে গিয়েছে। আজকালের যুগে অনলাইনে পাত্রপাত্রী সন্ধান করার চাহিদাও অনেক বেড়ে গিয়েছে।

অনলাইনে পাত্র চাই | পাত্রী চাই |

ঘরে বসেই অনলাইনে  বিবাহবিডি ডট কম ওয়েবসাইটে পাত্র পাত্রীর বায়োডাটা দেখে লক্ষ বিবাহ সম্পন্ন হচ্ছে।

এক্ষেত্রে শুধু বাংলাদেশ সীমিত নয়, বিদেশে  থেকেও এই অনলাইন প্ল্যাটফর্মে পাত্র পাত্রী প্রোফাইল দেখে সরাসরি যোগাযোগ করা সহজ একটি মাধ্যম।

এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরা বিবাহবিডির মাধ্যমে পাত্র-পাত্রী দেখার সুযোগ লাভ করে। অনলাইনে পাত্র পাত্রী খোঁজার কতগুলো ওয়ার্ল্ড ক্লাস বিশ্বস্থ বাংলাদেশী সাইটস বিবাহবিডি ডট কম।

যে সকল বিবাহযোগ্য পুরুষ/মহিলা তাদের জীবনে যোগ্য জীবন সাথীর সহিত বিবাহ বন্ধনে ইছুক তাহারা বিবাহবিডির মাধ্যমে পাত্র-পাত্রী পছন্দ করতে পারেন।

ঘরে বসেই ফ্রী রেজিষ্ট্রেশন করে  চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রীদের প্রোফাইল (ছবি সহ বায়োডাটা) দেখে পাত্র/পাত্রী কিংবা অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে সক্ষম হবেন এবং তা অতি দ্রুততম সময়ের মধ্যে ।

যে ধরনের প্রোফাইল পাবেনঃ

১৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতার, যেকোন ধর্মাবলম্বী – গোত্র কিংবা কাষ্টের, যেকোন বয়সের অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক, বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী, এবং বিশ্বের প্রায় ৫০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী। 

তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন), সিঙ্গেল ফাদার / মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ

জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – ম্যারিটাল ষ্টেটাস সার্চ ইজি সার্চ  অপশন যেখানে খুব সহজেই ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ [সিংগেল ফাদার] , [সিংগেল মাদার] প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে। 

আপনি যদি বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তবে
লিংকে ক্লিক করে ফ্রী রেজিষ্ট্রেশন করুন
অথবা বিস্তারিত জানতেঃ
০১৯২২ ১১ ৫৫৫৫  এ কল করুন ২৪/৭

৩ দিনের ফ্রী ট্রায়াল মেম্বারশীপে আপনি বিবাহবিডির ডাটাবেইজের সবগুলো প্রোফাইল দেখে পছন্দের প্রোফাইল গুলোকে বাছাই (Add To Favorite ) করে পরবর্তীতে আপনার সাধ্য অনুযায়ী মেম্বারশীপ কিনে পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করে যথাযথ সিদ্ধান্তে পৌছাতে সক্ষম হবেন।


আপনার রেজিষ্ট্রেশন টি সম্পূর্ন হয়ে গেলে বিবাহবিডির একজন কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আপনার প্রদত্ত তথ্যগুলো ফোনে রিভিও করে আপনাকে ৩ দিনের জন্য বিবাহবিডিতে ফ্রী ট্রায়াল মেম্বারশীপ দিবে ও বিবাহবিডির সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা দিবে।

পাঠকের সুবিধার্থে বিবাহবিডির সরাসরি কয়েকটি সার্চ রিজাল্টের লিংক নিম্নে দেয়া হলোঃ

BIBAHABD.COM
HOUSE: 02 (3rd Floor) BLOCK: G, SOUTH BANASREE, DHAKA-1219.
Hotline : +88 0961 22 11 555,  88 019 22 11 5555

Published by

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.