ভালোবাসি হয়নি বলা!

সব সম্পর্কের নাম থাকে না। ভালোবাসি না বলেও ভালোবাসার ভেলায় ভাসতে থাকে কিছু সম্পর্ক। সম্পর্কে পরস্পরের যোগাযোগের মাত্রা ও অভ্যন্তরীণ টানেরও কোন কমতি থাকে না, শুধু থাকে কিছু শর্ত। এ সম্পর্কগুলোর প্রধান শর্ত হল পরস্পরের প্রতি কোন প্রত্যাশা থাকবেনা। অথচ প্রত্যাশার জন্মই হয় ভালোবাসা থেকে।

মনোবিজ্ঞানী ফিন বলেন, ‘সবকিছুর মধ্যেই হতাশা খুঁজে বেড়ানোর বদলে ভালোবাসা আমাদের আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে জীবনকে সামলাতে সহায়তা করে।’

ভালোবাসি না বলেও যে সম্পর্কগুলো ধীরে ধীরে গড়ে উঠে সে সম্পর্কেগুলো তে আবেগের চেয়ে বাস্তবতার বিষয়গুলো বেশী থাকে।

এ ধরনের সম্পর্কগুলোর স্বীকৃতি দেরিতে পেলেও টিকে থাকার সম্ভবনা থাকে বহুদিন।

প্রত্যাশা মানুষের মনের স্বাভাবিক চাহিদা হলেও মানুষ বেশী কষ্ট পায় প্রত্যশা থেকে। যেহতু প্রত্যাশা না রাখা হল এ সম্পর্কগুলোর ধর্ম তাই কষ্টের পরিমাণও পরস্পরের মাঝে কম থাকে।

পরস্পরের ধৈর্য্যের গুণ দ্বিগণ বেড়ে যায় যখন হয়নি বলা ভালোবাসি সম্পর্কের স্বীকৃতি ঘটে।

সারাজীবন এক সাথে থাকার প্রতিশ্রুতি থাকেনা বলে মানসিক চাপ তুলনামূলক এ সম্পর্কের ব্যক্তিদের কম থাকে।

এ ধরনের সম্পর্ক মূলত বন্ধুত্ব দিয়ে টিকে থাকে। যেকোনো সম্পর্কে বন্ধুত্ব বিষয়টি থাকা প্রয়োজন তাই এ সম্পর্কগুলোর স্থায়িত্বকাল বেশী হয়।

এ সম্পর্কগুলোর আন্তরিকতা বেশী থাকে কেননা এদের মধ্যে ঝগড়ার চেয়ে সমঝতার ব্যাপারটি বেশী থাকে।

এ ধরনের সম্পর্কে ব্যক্তিদের অগ্রিম চাহিদা না থাকার ফলে এরা বেশী সুখী হয়। – একাকীত্ব জীবনের নেতিবাচক প্রভাবের চেয়ে নাম না দেয়া সম্পর্কে নিজেকে ব্যস্ত রাখা ভালো কেননা একাকীত্ব গ্রাস যে কোন ব্যক্তির জন্য ক্ষতিকর।

সম্পর্কে ভালোবাসি শব্দটি হল একটি পর্দা, কেউ এ পর্দা সরিয়ে সম্পর্ক গড়ে তোলে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি সর্বক্ষণ বলা অসংখ্য সম্পর্ক হারিয়ে যায় নানা প্রতিকূলতার কারনে। আবার অনেকেই ব্যক্তিগত কারনে এ পর্দার আড়ালেই ভালোবাসি শব্দটি না বলেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারে বহুদিন।

প্রকাশ করেছেন

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.