গোপনীয়তা নীতি

Bibahabd.com আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সম্পর্কে দৃঢ়প্রতীজ্ঞ। এই গোপনীয়তার বিবৃতি বিবাহবিডির সকল ইউজারদের জন্য প্রযোজ্য।  অনুগ্রহপূর্ব  বিস্তারিত জানতে নিচের শর্তাবলী গুলো মনোযোগ সহ পড়ুন।

  • বিবাহবিডি ডট কম  ওয়েবসাইটটি প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষ বয়সদের জন্য প্রযোজ্য। যেখানে মহিলাদের জন্য ১৮ বছর বয়স ও পুরুষদের জন্য ২১, তবে বিবাহবিডি ডট কম কতৃপক্ষ ও বিয়ের জন্য প্রস্তুত মানসিক ভাবে প্রস্তুত শিক্ষিত ও অর্থনৈতিক ভাবে সাবলম্বী  পাত্রের প্রোফাইলই একটিভ করবে।
  • বিবাহবিডি ডট কম   প্রোফাইল একটিভ করতে অবশ্যই পাত্র/পাত্রীর একজন বৈধ অভিভাবকের সাথে মৌখিক ভাবে কথা বলে নিশ্চিত হয়ে তার প্রোফাইল একটিভ করবে।

কাভারেজ এর ব্যাপ্তি:

  • বিবাহবিডি ডট কম তার ব্যবহারকারীর সকল তথ্য সম্পূর্ন ভাবে সংরক্ষন করবে যা হবে নিরাপদ।
  • আপনার প্রোফাইল প্রদত্ত বায়োডাটা গুলো বিবাহবিডি কর্তৃক ভেরিফাইড ইউজারগনই কেবল দেখতে পারবে।
  • কোন ইউজার আপনার সাথে যোগাযোগ করার পূর্বেই আপনি মোবাইলে / ইমেইলে সংবাদ পাবেন
  • বিবাহবিডির কোন  ইউজার চাইলে আপনাকে ব্লক করতে পারে।
  • বিবাহবিডির কেবল মাত্র পেইড মেম্বার গন তাহার সাথে যোগাযোগের সম্পূর্ন তথ্য লুকিয়ে রাখতে পারবে  যেমন ( ইমেইল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার, অভিভাবকের ফোন নাম্বার

আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ:

  • বিবাহবিডি আপনার উপযুক্ত পাত্র/পাত্রীর তথ্য যাচাই করে তারপর তাদের প্রোফাইল এক্টিভ করবে। যেন আপনি আপনার পছন্দের পাত্র/পাত্রীর সাথে নিজেই অথবা আপনার অভিভাবকের মাধ্যমে পারিবারিক ভাবে যোগাযোগ করতে পারেন।
  • কেবল মাত্র প্রিমিয়াম মেম্বারগনই নিজে থেকে পছন্দের পাত্র/পাত্রীদের সাথে যোগাযোগ করতে পারবে।
  • বিবাহবিডি কখনোই কোন তৃতীয় পক্ষ, অথবা  ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোন ধরনের মার্কেটিং এর জন্য আপনার ব্যক্তিগত তথ্য যেমন – ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি বিক্রী বা ভাড়া দিবেনা। কেন না বিবাহবিডি আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় আপনার সাথে চুক্তি বদ্ধ
  •  আমরা প্রতারণামূলক নিবন্ধীকরণের এড়ানোর জন্য ও আমাদের সাইটের নিজস্ব নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ও আমাদের সার্ভারে সমস্যা চিহ্নিত করার লক্ষ্য আপনার আইপি ঠিকানা (সাংখ্যিক কোড যে আপনার ব্যক্তিগত ইন্টারনেট সংযুক্ত পিসি চিহ্নিত করা) আপনার IP ঠিকানা, আপনার ব্রাউজার এবং ব্রাউজার সেটিংস সংক্রান্ত তথ্য সংরক্ষন করি। 
  • বিবাহবিডি আপনার সাহায্যে ২৪ ঘণ্টা ৭ দিনই আপনাকে ফোনে / ইমেইলে সেবা প্রদানে বদ্ধপরিকর।

আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার:

  • বিবাহবিডি নিজস্ব কোন তথ্য যেমন অফার, ডিস্কাউন্ট, বিশেষ কোন সুবিধা, নতুন ফিচার কিংবা সেবা মূল্যে বৃদ্ধি ও মূল্য হ্রাস সংক্রান্ত তথ্য আপনার কাছে পৌছে দিতে আপনার ইমেইল আইডি / ফোন নাম্বারে আপনাকে লিখিত এস এম এস বা ভয়েস এস এম এস অথবা কোন কাষ্টমার সাপোর্ট সরাসরি আপনার সাথে কথা বলতে পারে।
  • আপনি বিবাহবিডিটে লগিন করে আপনা নিউওজ লেটারে সেটিংস পরিবর্তন করতে সক্ষম  হবেন।
  • আপনি কেবল প্রিমিয়াম মেম্বারশীপে পদার্পন করার পরই অন্যান্য ব্যবহার কারীদের সাথে যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারবেন। তাছাড়া কোন প্রিমিয়াম মেম্বার চাইলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে অবশ্য তার আগেই বিবাহবিডি আপনাকে ইমেইল অথবা এস এম এস এ আপনাকে সংবাদ জানিয়ে দিবে।
  • আপনি চাইলে আপনার প্রোফাইল ডি এক্টিভেট করে দিতে পারবেন।

আপনার ব্যক্তিগত তথ্য অফ কন্ট্রোল:

  • আপনি যতদিন না নিজে থেকে  চাইবেন ততদিন বিবাহবিডি ডট কম আপনার প্রোফাইল এক্টিভ রাখবে। আপনি যখনই চাইবেন আপনার প্রোফাইল বিবাহবিডি ডট কম থেকে অপসারন করতে, ইমেইল অথবা ফোনে রিকোয়েষ্ট করার পর বিবাহবিডী ডট কম তা নিশ্চিত ভাবে অপসারন করবে এবং ইমেইলে আপনাকে তা জানিয়ে দিবে।

আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা:

  • Bibahabd.com আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষা দৃঢ়প্রতীজ্ঞ। আমরা আপনার তথ্য, উভয় অনলাইন এবং অফলাইন রক্ষা প্রতি সতর্কতা গ্রহণ করি।
  • আমরা আমাদের ক্ষমতা অনুয়ায়ী সব থেকে ফোটোগ্রাফ অপব্যবহার রোধ করার জন চেষ্ঠা করি। এছাড়াও ফোটোগ্রাফ ডাউনলোড করা বা কপি করার অনুমতি দেয় না, আমরা Bibahabd.com লোগো সহ সকল ছবিতে watermarked জুড়ে দেই। যা অবৈধ ভাবে ছবি ব্যবহারে প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
  • যদি আপনি আমাদের ওয়েবসাইটে নিরাপত্তা সম্পর্কে কোন প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদেরকে ইমেইল করুন

পরিবর্তনসমূহ এই বিবৃতি থেকে:

Bibahabd.com থেকে পর্যায়ক্রমে এই বিবৃতির পর্যালোচনা করে কিভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা হয় তা আপনি উত্সাহ দেয়.

আপডেট অথবা ব্যক্তিগত তথ্য মুছে ফেলা:

 আমাদের ডাটাবেস থেকে সার্বজনীন ও প্রাইভেট তথ্য অথবা অপসারণ করতে পারবেন। যেমন আর্থিক তথ্য একটি আর্থিক লেনদেন ও নির্দিষ্ট অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করা নিবন্ধীকরণের সময় কিন্তু পরিবর্তিত ব্যবহারকারী দ্বারা করা সম্ভব নয় অথবা সরিয়ে প্রক্রিয়ার সময় জমা হিসাবে বেসরকারী তথ্য

বন্ধুর ইমেইল:

আপনি চাইলে আপনার কোন বন্ধুকে আমাদের সেবা সম্পর্কে জানাতে পারেন। যার একটি অপশন বিবাহবিডিতে রয়েছে।

যোগাযোগের তথ্য:
Bibahabd.com গোপনীয়তা এই বিবৃতি সম্পর্কে আপনার মন্তব্য স্বাগত জানায়। আপনার যদি মনে হয় যে আমরা এই বিবৃতি থেকে আপনি আপনার কোন প্রশ্নের জবাব পাচ্ছেন না তাহলে , টেলিফোন, ইমেইল অথবা পোষ্ট আমাদের সাথে যোগাযোগ করুন:

BIBAHABD.COM
হাউজ # ৩৬২/১ (৩য় তলা)
ডি,আই,টি  রোড পূর্ব রামপুরা – ঢাকা ১২১৯
ফোনঃ ০১৯২২১১৫৫৫৫, ০২-৯৩৩১১৭২

Leave a Reply