জীবনসঙ্গী খুঁজতে বিবাহ বিডি

উচ্চ শিক্ষা শেষে প্রতিষ্ঠা পাবার পরেও যদি যোগ্য সঙ্গীর সন্ধান না পাওয়ায় কারনে বিয়ের ব্যাপারে হতাশায় ভোগে থাকেন তবে আপনার জন্যই অনলাইন বেইজ ম্যাট্রিমনিয়াল সার্ভিস বিবাহ বিডি ডট কম

ঘরে বসেই ফ্রী রেজিষ্ট্রেশন করে  চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রীদের প্রোফাইল দেখে পাত্র/পাত্রী বা অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে সক্ষম হবেন এবং তা অতি দ্রুততম সময়ের মধ্যে ।

বিবাহবিডি ডট কম দুই ভাবে সেবা নিশ্চিত করে

১) সেলফ সার্ভিসঃ বিবাহবিডির সেলফ সার্ভিস বা স্বপরিবেশন সেবায় একজন ইউজার নিজেই বিবাহবিডির ওয়েবসাইটে লগইন করে অসংখ্য প্রোফাইল থেকে পছন্দের প্রোফাইলগুলো বাছাই করে পাত্রপাত্রী বা অভিভাবকের সাথে নিজেই সরাসরি যোগাযোগ করে থাকেন।

২) এসিষ্টেন্স সার্ভিসঃ এসিষ্টেন্স বা সহায়তা পরিসেবায় একজন ম্যাচমেকিং ইউজারকে বিবাহবিডি টিম পার্টনার প্রেফারেন্স / পছন্দ অনুযায়ী প্রোফাইল পাঠায়ে ইউজারের সম্মতি নিয়ে দু পক্ষের মধ্যে মিটিং এর আয়োজন করে। এই সেবার আওতায় একজন ইউজার চাইলে নিজেও অনলাইনে সিভি দেখতে পারেন আবার অফলাইনে থেকেও সেবা নিতে পারেন।

বিবাহবিডি যে সকল সেবা প্রদান করে থাকে

১) ম্যাট্রিমনিয়াল ইনভেষ্টিগেশন বা বিবাহপূর্ব পাত্র পাত্রীর তথ্য অনুসন্ধান
২) লিগ্যাল সার্ভিস বা আইনি পরিসেবা

যে ধরনের পাত্রপাত্রীর প্রোফাইল পাবেনঃ
৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতা, যেকোন ধর্মাবলম্বী – গোত্র কিংবা কাষ্টের, যেকোন বয়সের অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক, বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী, এবং বিশ্বের প্রায় ১৫০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী।  তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন), সিঙ্গেল ফাদার / মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ
জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

প্রথমেই দেখে নিন কোন কোন প্রফেশনের কত জন পাত্র/পাত্রী এই মূহুর্তে বিবাহবিডিতে রয়েছে। তারপর রেজিষ্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন 


এই অডিওটি আপনাকে বিবাহবিডি সেবা সম্পর্কে বিস্তারিত জানাবে।


যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – ম্যারিটাল ষ্টেটাস সার্চ ইজি সার্চ  অপশন যেখানে খুব সহজেই ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ [সিংগেল ফাদার] , [সিংগেল মাদার] প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে। 


আপনি যদি বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তবে
লিংকে ক্লিক করে ফ্রী রেজিষ্ট্রেশন করুন   
অথবা বিস্তারিত জানতেঃ ০১৯২২ ১১ ৫৫৫৫  


বিবাহবিডির সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা পাওয়া যাবে –

বিবাহবিডির কাষ্টমার সাপোর্ট (০১৯২২ ১১ ৫৫৫৫) সাহায্য নিতে পারেন।

আপনার রেজিষ্ট্রেশন টি সম্পূর্ন হয়ে গেলে বিবাহবিডির একজন কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আপনার প্রদত্ত তথ্যগুলো ফোনে রিভিও করে আপনাকে ৩ দিনের জন্য বিবাহবিডিতে ফ্রী ট্রায়াল মেম্বারশীপ দিবে ও বিবাহবিডির সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা দিবে।


পাঠকের সুবিধার্থে বিবাহবিডির সরাসরি কয়েকটি সার্চ রিজাল্টের লিংক নিম্নে দেয়া হলোঃ


Support Center:

DHAKA OFFICE:

HOUSE: 02 (3rd Floor) BLOCK: G,
SOUTH BANASREE, KHILGAON, DHAKA
BANGLADESH


CHITTAGONG OFFICE:

HOUSE # 170, ROAD NO # 2, BLOCK: D,
SUGONDHA, CHATTOGRAM, BANGLADESH

Hotline : +8809612211555, +8801922115555


বিবাহবিডি ডট কম অফিস লোকেশন