বিশ্বব্যাপী পাত্রপাত্রীর সন্ধান অনলাইনে । বিবাহবিডি ম্যাট্রিমনি সার্ভিস

ঘরে বসেই পাত্রপাত্রীর সন্ধান পেতে, শিক্ষিত পরিবারগুলো এখন ঝুকছে অনলাইন ম্যাট্রিমনি সার্ভিসের দিকে। বাংলাদেশে ম্যাট্রিমনি সার্ভিস এখন বেশ জনপ্রিয়।

প্রযুক্তির উন্নয়ন ও  নগরায়নের ফলে মানুষের মধ্যে ব্যস্ততা বেড়েছে তীব্র ভাবে। হাতে হাতে স্মার্ট ফোন, বিশ্ব এখন হাতের মুঠোই।

সেই সাথে বাড়ছে,  ডিভোর্সের সংখ্যাও। তাছাড়া বাংলাদেশের মত বিশাল জনগোষ্টির দেশে দ্রুততার সাথে কাংখিত পাত্রপাত্রীর খোঁজ পেতে এখন অনলাইন ম্যাটিমনি সার্ভিসের কোন বিকল্প নেই।

পাত্রপাত্রীর সন্ধান ঘরে বসেই অনলাইনে
পাত্রপাত্রীর সন্ধান ঘরে বসেই অনলাইনে

কেন বলছি এই কথা, একটা উপমা দেই
আজগর সাহেব, একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী, তার ১ ছেলে অষ্ট্রেলিয়া লেখা পড়া শেষ করে ওখানেই জব করছেন, এক মাত্র মেয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবি এ শেষ করেছেন – আজগর সাহেব এখন চাচ্ছেন, তার স্যোশাল ষ্টেটাস অনুযায়ী একটি ভালো ফ্যামেলীতে ছেলে মেয়েকে বিয়ে দিতে।

দ্বারস্থ হয়েছেন  বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, ও পরিচিত পরিজনের, সেখানে নানান বিপত্তি, সবাই ব্যস্ত। কালে ভাদ্রে সমন্ধ এলেও ব্যাটে বলে হচ্ছেনা। ১০ টা পরিবার দেখে ১টি ভালো পরিবার বাছাই করবেন এমন মিলছে না । এর মধ্যে আবার কিছু  ট্রেডিশনাল ঘটক;  নাম স্বর্বস্ব প্রতিষ্ঠানে গিয়ে হতাশ হয়েছেন, তারা এখন ফোনই ধরছে না।

এখন প্রশ্ন হলো –
ম্যাট্রিমনি সার্ভিস নিতে হলে
একজন গ্রাহক, কিভাবে একটি ভালো প্রতিষ্ঠান – নির্বাচন করবেন?


যে প্রতিষ্ঠান থেকে আপনি সেবা নিবেন, প্রথমেই সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে জানুন। তাদের ওয়েব সাইট দেখুন, সেই প্রতিষ্ঠানের অফিশিয়াল স্যোশাল পেইজ,  ফেইসবুক, ইউটিউব চ্যানেল দেখুন, তাদের কাছে কি পরিমান সাম্প্রতিক সিভি আছে তা সম্পর্কে বিস্তারিত জানুন, তাদের টিম মেম্বার কতজন সেটা জানুন, প্রয়োজনে অফিস ভিজিট করুন।

তারা আপনাকে কিভাবে সেবা দিবে তার সম্পর্কে বিস্তারিত জানুন।
তবে কারো আশ্বাসে – আত্নহারা হবেন না।

আমাদের সমাজে ঘটকালী সার্ভিস ও ম্যাট্রিমনি সার্ভিস নিয়ে ভ্রান্ত ধারনা আছে।
প্রচলিত ঘটকালীতে ঘটকরা মিথ্যা বলে, আপনাকে ১০টা মিথ্যা বলবে, বিয়ে করিয়ে দেয়ার শতভাগ গ্যারান্টি সহ নিশ্চয়তা দিবে।

মুলত,  কোন মানুষই, যাকে তাকে বিয়ে করেন না, দুইপক্ষের পছন্দ ও পারিবারিক সামঞ্জ্যতায় একটি বিয়ে সংগঠিত হয়। 

বিশ্বব্যাপী বাংলাদেশী পাত্রপাত্রীর খোঁজ


এক্ষেত্রে – ম্যাট্রিমনি সার্ভিস বিবাহবিডি ব্যাতিক্রম, উদাহারন স্বরুপ –
আজগর সাহেবের মতএকজন ক্লাইন্ট যখন বিবাহবিডিতে আসেন তখন,  বিবাহবিডি একটি লিখিত এগ্রিমেন্ট করে।  যেখানে উল্লেখ থাকে পরবর্তী ৩৬০ দিনে – আজগর সাহেব তার মেয়ের পার্টনার প্রেফারেন্স অনুযায়ী কতগুলো সিভি পাবেন।

শর্ত অনুযায়ী, এর মধ্যে থেকে যাদের সাথে প্রাইমারী কমিউনিকেশন ভালো হবে, তাদের সাথেই তিনি ফ্যামেলী মিটিংয়ে বসবেন। আর সেই মিটিং এরেঞ্জ বিবাহবিডিই করে দিবে। এভাবেই আজগর সাহেবের মতন একজন গ্রাহক – বছর ব্যাপী ধারাবাহিক সেবা পেয়ে থাকেন।

তাছাড়া তিনি চাইলেই বিবাহবিডিতে লগইন করে পছন্দ অনুয়ায়ী প্রোফাইল দেখে সরাসরি যোগাযোগ করতে পারেন আর পুরো প্রক্রিয়াটা নিশ্চিত হয় অনলাইন সফটওয়ার অটোমেশনের মাধ্যমে।

একটি প্রতিষ্ঠান থেকে সেবা নিতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে – তাদের একটি চৌকষ টিম আছে কিনা, একইসাথে হাজার হাজার গ্রাহককে সেবা দেয়ার ক্যাপাসিটি আছে কিনা।

অধিক গ্রাহকের সাথে ননষ্টপ যোগাযোগ রক্ষায় বিজনেস অটোমেশন করা আছে কিনা। লাখ লাখ ইউজারদের নিয়ে ম্যাটিমনি সার্ভিস পরিচালনা একটি মহাযজ্ঞ। যা কোন ভাবেই ম্যানুয়ালী করা সম্ভব না।

তাই একটি প্রতিষ্ঠানের কর্মপ্রন্থা জানতে পারলে,  তাদের কি কি ডিপেন্ডিন্সী আছে – তারা শেষ পর্যন্ত আপনাকে কমিটমেন্ট অনুযায়ী কাংখিত সার্ভিস দিতে পারবে কিনা সেগুলো সহজে বুঝতে পারবেন।

বিবাহবিডি বিশ্বব্যাপী ম্যাট্রিমনি সার্ভিস দিচ্ছে ২০০৭ সাল থেকে
লার্জ স্কেলে সার্ভিস নিশ্চিত করতে যতগুলো ষ্টেন্ডার্ড দরকার বিবাহবিডি তার সবগুলোই পুরন করে –
এরমধ্যে – সার্বোক্ষনিক অনলাইন সেবা, কাষ্টমার সার্ভিস, কল রেকর্ড, সার্ভিস কোয়ালিটি কন্টোল, সার্ভিস কিউ সি, ক্লাইন্ট লগ ম্যানেজমেন্ট অন্যতম।

এক্ষেত্রে বিবাহবিডি দুই ভাবে গ্রাহক সেবা নিশ্চিত করে থাকে যেমনঃ
১) সেলফ সার্ভিস  ২) এসিষ্টেন্সী সার্ভিস

সেলফ সার্ভিসঃ
বিবাহবিডির সেলফ সার্ভিসে একজন ইউজার নিজেই বিবাহবিডিওয়েবসাইটে লগইন করে অসংখ্য প্রোফাইল থেকে তার পছন্দের প্রোফাইলগুলো বাছাই করে নিজেরাই পাত্র/পাত্রী বা অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করে থাকেন।

এসিষ্টেন্সী সার্ভিসঃ
এসিষ্টেন্স সার্ভিসে একজন ইউজারকে বিবাহবিডি লিখিত চুক্তি অনুযায়ী, ১ বছর মেয়াদী ম্যাচমেকিং প্যাকেজের আওতায়, গ্রাহকের পার্টনার প্রেফারেন্স অনুযায়ী রেগুলার প্রোফাইল পাঠায়, দুপক্ষের পছন্দ ম্যাচ হলে, বিবাহবিডি মিটিং এর আয়োজন করে। এই সেবার আওতায় একজন ইউজার চাইলে নিজেও অনলাইনে সিভি দেখতে পারেন আবার অফলাইনে থেকেও সেবা নিতে পারেন।

কাষ্টমার সাপোর্টঃ
বিবাহবিডি বছরে ৩৬৫ দিনই সকাল ৯ টা থেকে রাত ১০:৩০ পর্যন্ত কাষ্টমার সার্ভিস নিশ্চিত করে।তাই নন ষ্টপ কাষ্টমার সার্ভিস নিয়ে আপনাকে কোন সমস্যায় পড়তে হবে না।

তথ্যের গ্রহন যোগ্যতাঃ
বাংলাদেশের একমাত্র ম্যাট্রিমনিয়াল সার্ভিস পোর্টাল বিবাহবিডির-ই, ন্যাশনাল সার্ভারের সাথে সরাসরি এন আই ডি যাচাই করার সক্ষমতা রয়েছে। তাই অযাচিত কোন প্রোফাইল বিবাহবিডিতে একটিভ হয়না। তাই –
 
একটি প্রোফাইলের এন আইডি যাচাই শেষে কেন্ডিডিয়েট ও লিগ্যাল গার্ডিয়ানের সাথে কথা বলে নিশ্চিত হবার পরই বিবাহবিডি একজন গ্রাহককে সেবার আওতায় সংযুক্ত করে।

বিবাহবিডি বিশ্বাস করে যথাযথ তথ্যের গ্রহনযোগ্যতা্র পরই দুটি পরিবার বিবাহের সম্পর্কে আবদ্ধ আবদ্ধ হবার সিদ্ধান্ত গ্রহন করে।

ম্যাট্রিমনি সার্ভিসের পাশাপাশি বিবাহবিডি নিশ্চিত করে আরো কিছু এডিশনাল সার্ভিস এর মধ্যে মট্রিমনিয়াল ইনভেষ্টিগেশন সার্ভিস অন্যতম –

দুটি পরিবারের আত্মীয়তা হবার পূর্বে –

একটি পরিবার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেয়া খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়, এক্ষেত্রে বিবাহবিডি দায়িত্ব নিয়ে নিজেদের ইনভেষ্টিগেটর দিয়ে – সম্পূর্ন গোপনীয়তা বজায় রেখে,  পাত্র/পাত্রীর কর্মস্থল, প্রেজেন্ট ও পার্মানেন্ট এড্রেস হতে যথাযথ পারিবারিক ও ব্যক্তিগত তথ্য অনুসন্ধান সেবা নিশ্চিত করে।

সম্মানিত পাঠক,
বিবাহবিডি বাংলাদেশের লার্জেষ্ট ম্যাটিমনিয়াল পোর্টাল, আপনি যে প্রতিষ্ঠান থেকেই সেবা গ্রহন করুন না কেনো – ভালো ভাবে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর সেবা গ্রহন করুন। ভালো থাকুন, সর্বদা সচেতন থাকুন।

শুভেচ্ছান্তে –
মার্গারেট লীনা দেশাই
ম্যারেজ কনসালটেন্ট, বিবাহবিডি ডট কম

ফোনঃ +88 01922115555 (হোয়াটসঅ্যাপ)

ঢাকা বিভাগের সম্ভ্রান্ত পাত্র পাত্রীর খোঁজ

বাংলাদেশ বা প্রবাসে বসবাসরত ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গাজীপুর, শরিয়তপুর, নারায়নগঞ্জ, মাদারীপুর জেলার পাত্রপাত্রীর সন্ধান পেতে এখনি লগইন করুন।

পরিবারের প্রিয় সদস্যটির জন্য ঢাকা বিভাগের উপযুক্ত পাত্র পাত্রীর খোঁজ পেতে নিশ্চিন্তে লগ ইন করুন অনলাইন বেইজ ম্যাট্রিমনিয়াল সার্ভিস বিবাহবিডি ডট কম ওয়েবসাইটে।

ঘরে বসেই ফ্রী রেজিষ্ট্রেশন করে  চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রীদের প্রোফাইল (ছবি সহ বায়োডাটা) দেখে পাত্র/পাত্রী কিংবা অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে পারছেন অতি দ্রুততম সময়ের মধ্যে।

Bangladeshi Bride Groom
Bangladeshi Bride Groom

যে ধরনের প্রোফাইল পাবেনঃ

বিবাহবিডি ডট কম সার্ভিসে ১৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতার, ঢাকা বিভাগের যেকোন ধর্মাবলম্বী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, আদিবাসী – গোত্র কিংবা কাষ্টের যেকোন বয়সের
– অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক
বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী এবং বিশ্বের প্রায় ৮০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী। 

তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী
যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন),
সিঙ্গেল ফাদার / সিঙ্গেল মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ
জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই ঢাকা বিভাগের উপযুক্ত পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

প্রথমেই দেখে নিন কোন কোন প্রফেশনের কত জন পাত্র/পাত্রী এই মূহুর্তে বিবাহবিডিতে রয়েছে। লিংকে ক্লিক করুন 

যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – 

ম্যারিটাল ষ্টেটাস সার্চ ও ইজি সার্চ অপশন যেখানে খুব সহজেই নিজ জেলা বা বিভাগের ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ সিংগেল ফাদার, সিংগেল মাদার প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে। 

পাঠকের সুবিধার্থে বিবাহবিডির সরাসরি কয়েকটি সার্চ রিজাল্টের লিংক নিম্নে দেয়া হলোঃ

প্রফেশন অনুযায়ী পাত্র/পাত্রী  খুঁজতে
শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজতে
প্রবাসী পাত্র/পাত্রী  খুঁজতে
জেলা অনুযায়ী পাত্র/পাত্রী খুঁজতে


BIBAHABD.COM

HOUSE: 02 (3rd Floor) BLOCK: G,
SOUTH BANASREE, DHAKA-1219.
Hotline: +88 0961 22 11 555, 88 019 22 11 5555

বিশব্যাপী বাংলাদেশী পাত্র পাত্রীর সন্ধান

বিয়ে করতে যাচ্ছেন? পাত্র পাত্রী চাই ! বিয়ের জন্য যোগ্য পাত্র-পাত্রীর সন্ধান করাই আসল কাজ।

বিয়ে করতে যাচ্ছেন? পাত্র পাত্রী চাই ! বিয়ের জন্য যোগ্য পাত্র-পাত্রীর সন্ধান করাই আসল কাজ। বাঙ্গালী সমাজে সামাজিক বিবাহের প্রথা বহুকাল থেকে প্রচলিত পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে অনেক সম্মানের সহিত গ্রহণ করা হয়। বিবাহ শুধু দুটি মনের মিলন নয় বরং বিবাহ মাধ্যমে দুটি পরিবাকে একত্রিত হয়।

ঘরে বসেই অনলাইনে  বিবাহবিডি ডট কম ওয়েবসাইটে পাত্র পাত্রীর বায়োডাটা দেখে লক্ষ বিবাহ সম্পন্ন হচ্ছে।
বিবাহ বিডি । পাত্র পাত্রী খোঁজ | ঘরে বসেই

আমাদের সমাজে পরম্পরাগত বিবাহনুষ্ঠান আধুনিক যুগেই বিদ্যমান। সেক্ষেত্রে আজকাল পাত্রপাত্রীর জুড়ি মেলানো পূর্বের পরিবর্তে অনেক সহজ হয়ে গিয়েছে। আজকালের যুগে অনলাইনে পাত্রপাত্রী সন্ধান করার চাহিদাও অনেক বেড়ে গিয়েছে।

অনলাইনে পাত্র চাই | পাত্রী চাই |

ঘরে বসেই অনলাইনে  বিবাহবিডি ডট কম ওয়েবসাইটে পাত্র পাত্রীর বায়োডাটা দেখে লক্ষ বিবাহ সম্পন্ন হচ্ছে।

এক্ষেত্রে শুধু বাংলাদেশ সীমিত নয়, বিদেশে  থেকেও এই অনলাইন প্ল্যাটফর্মে পাত্র পাত্রী প্রোফাইল দেখে সরাসরি যোগাযোগ করা সহজ একটি মাধ্যম।

এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরা বিবাহবিডির মাধ্যমে পাত্র-পাত্রী দেখার সুযোগ লাভ করে। অনলাইনে পাত্র পাত্রী খোঁজার কতগুলো ওয়ার্ল্ড ক্লাস বিশ্বস্থ বাংলাদেশী সাইটস বিবাহবিডি ডট কম।

যে সকল বিবাহযোগ্য পুরুষ/মহিলা তাদের জীবনে যোগ্য জীবন সাথীর সহিত বিবাহ বন্ধনে ইছুক তাহারা বিবাহবিডির মাধ্যমে পাত্র-পাত্রী পছন্দ করতে পারেন।

ঘরে বসেই ফ্রী রেজিষ্ট্রেশন করে  চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রীদের প্রোফাইল (ছবি সহ বায়োডাটা) দেখে পাত্র/পাত্রী কিংবা অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করতে সক্ষম হবেন এবং তা অতি দ্রুততম সময়ের মধ্যে ।

যে ধরনের প্রোফাইল পাবেনঃ

১৮৪ টি প্রফেশন ক্যাটাগরীর, যেকোন শিক্ষাগত যোগ্যতার, যেকোন ধর্মাবলম্বী – গোত্র কিংবা কাষ্টের, যেকোন বয়সের অবিবাহিত, ডিভোর্স,  বিধবা, বিপত্নীক, বাংলাদেশের যেকোন জেলার অধিবাসী, এবং বিশ্বের প্রায় ৫০ টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী। 

তাছাড়াও বিবাহ বিডিতে রয়েছে কিছু ষ্পেশাল সার্চ ক্যাটাগরী যেমন – ডিসেবেলীটিস সার্চ (শারীরিক বা স্বাস্থ্যগত প্রতিবন্ধকতা আছে এমন), সিঙ্গেল ফাদার / মাদার  সার্চ ( ডিভোর্স কিংবা বিধবা/বিপত্নীক ও সন্তান আছে এমন )।

কেন বিবাহবিডিতে পাত্র/পাত্রী খুঁজবেনঃ

জীবন একটাই  আর একটি সুখী ও সুন্দর জীবনের জন্য চাই একজন সুন্দর মনের মানুষ। অসংখ্য প্রোফাইল দেখে সঠিক সিদ্ধান্তে পৌছাতে নিজেই বিবাহবিডিতে প্রোফাইল করুন, নিজেই খুঁজুন এবং নিজেরাই পাত্র/পাত্রী কিংবা তাদের অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করুন।  এতে লোক জানাজানির ঝামেলা যেমন নেই তেমনি খরচ ও অনেক কম।

যারা দাম্পত্য জীবনে সেপারেটেড আছেন কিংবা ইতিমধ্যে ডিভোর্স নিয়েছেন, তাদের জন্য বিবাহবিডিতে রয়েছে – ম্যারিটাল ষ্টেটাস সার্চ ইজি সার্চ  অপশন যেখানে খুব সহজেই ডিভোর্স, বিধবা/বিপত্নীক, সেপারেটেড সহ [সিংগেল ফাদার] , [সিংগেল মাদার] প্রোফাইল গুলো ক্যাটাগরী অনুযায়ি সুবিন্যস্ত রয়েছে। 

আপনি যদি বিয়ের ব্যাপারে সিরিয়াস হয়ে থাকেন তবে
লিংকে ক্লিক করে ফ্রী রেজিষ্ট্রেশন করুন
অথবা বিস্তারিত জানতেঃ
০১৯২২ ১১ ৫৫৫৫  এ কল করুন ২৪/৭

৩ দিনের ফ্রী ট্রায়াল মেম্বারশীপে আপনি বিবাহবিডির ডাটাবেইজের সবগুলো প্রোফাইল দেখে পছন্দের প্রোফাইল গুলোকে বাছাই (Add To Favorite ) করে পরবর্তীতে আপনার সাধ্য অনুযায়ী মেম্বারশীপ কিনে পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকের সাথে সরাসরি নিজেরাই যোগাযোগ করে যথাযথ সিদ্ধান্তে পৌছাতে সক্ষম হবেন।


আপনার রেজিষ্ট্রেশন টি সম্পূর্ন হয়ে গেলে বিবাহবিডির একজন কাষ্টমার সাপোর্ট এক্সিকিউটিভ আপনার প্রদত্ত তথ্যগুলো ফোনে রিভিও করে আপনাকে ৩ দিনের জন্য বিবাহবিডিতে ফ্রী ট্রায়াল মেম্বারশীপ দিবে ও বিবাহবিডির সার্ভিস সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা দিবে।

পাঠকের সুবিধার্থে বিবাহবিডির সরাসরি কয়েকটি সার্চ রিজাল্টের লিংক নিম্নে দেয়া হলোঃ

BIBAHABD.COM
HOUSE: 02 (3rd Floor) BLOCK: G, SOUTH BANASREE, DHAKA-1219.
Hotline : +88 0961 22 11 555,  88 019 22 11 5555