গোপনীয়তা নীতি

Bibahabd.com আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সম্পর্কে দৃঢ়প্রতীজ্ঞ। এই গোপনীয়তার বিবৃতি বিবাহবিডির সকল ইউজারদের জন্য প্রযোজ্য।  অনুগ্রহপূর্ব  বিস্তারিত জানতে নিচের শর্তাবলী গুলো মনোযোগ সহ পড়ুন।

  • বিবাহবিডি ডট কম  ওয়েবসাইটটি প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষ বয়সদের জন্য প্রযোজ্য। যেখানে মহিলাদের জন্য ১৮ বছর বয়স ও পুরুষদের জন্য ২১, তবে বিবাহবিডি ডট কম কতৃপক্ষ ও বিয়ের জন্য প্রস্তুত মানসিক ভাবে প্রস্তুত শিক্ষিত ও অর্থনৈতিক ভাবে সাবলম্বী  পাত্রের প্রোফাইলই একটিভ করবে।
  • বিবাহবিডি ডট কম   প্রোফাইল একটিভ করতে অবশ্যই পাত্র/পাত্রীর একজন বৈধ অভিভাবকের সাথে মৌখিক ভাবে কথা বলে নিশ্চিত হয়ে তার প্রোফাইল একটিভ করবে।

কাভারেজ এর ব্যাপ্তি:

  • বিবাহবিডি ডট কম তার ব্যবহারকারীর সকল তথ্য সম্পূর্ন ভাবে সংরক্ষন করবে যা হবে নিরাপদ।
  • আপনার প্রোফাইল প্রদত্ত বায়োডাটা গুলো বিবাহবিডি কর্তৃক ভেরিফাইড ইউজারগনই কেবল দেখতে পারবে।
  • কোন ইউজার আপনার সাথে যোগাযোগ করার পূর্বেই আপনি মোবাইলে / ইমেইলে সংবাদ পাবেন
  • বিবাহবিডির কোন  ইউজার চাইলে আপনাকে ব্লক করতে পারে।
  • বিবাহবিডির কেবল মাত্র পেইড মেম্বার গন তাহার সাথে যোগাযোগের সম্পূর্ন তথ্য লুকিয়ে রাখতে পারবে  যেমন ( ইমেইল, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার, অভিভাবকের ফোন নাম্বার

আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ:

  • বিবাহবিডি আপনার উপযুক্ত পাত্র/পাত্রীর তথ্য যাচাই করে তারপর তাদের প্রোফাইল এক্টিভ করবে। যেন আপনি আপনার পছন্দের পাত্র/পাত্রীর সাথে নিজেই অথবা আপনার অভিভাবকের মাধ্যমে পারিবারিক ভাবে যোগাযোগ করতে পারেন।
  • কেবল মাত্র প্রিমিয়াম মেম্বারগনই নিজে থেকে পছন্দের পাত্র/পাত্রীদের সাথে যোগাযোগ করতে পারবে।
  • বিবাহবিডি কখনোই কোন তৃতীয় পক্ষ, অথবা  ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোন ধরনের মার্কেটিং এর জন্য আপনার ব্যক্তিগত তথ্য যেমন – ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি বিক্রী বা ভাড়া দিবেনা। কেন না বিবাহবিডি আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় আপনার সাথে চুক্তি বদ্ধ
  •  আমরা প্রতারণামূলক নিবন্ধীকরণের এড়ানোর জন্য ও আমাদের সাইটের নিজস্ব নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ও আমাদের সার্ভারে সমস্যা চিহ্নিত করার লক্ষ্য আপনার আইপি ঠিকানা (সাংখ্যিক কোড যে আপনার ব্যক্তিগত ইন্টারনেট সংযুক্ত পিসি চিহ্নিত করা) আপনার IP ঠিকানা, আপনার ব্রাউজার এবং ব্রাউজার সেটিংস সংক্রান্ত তথ্য সংরক্ষন করি। 
  • বিবাহবিডি আপনার সাহায্যে ২৪ ঘণ্টা ৭ দিনই আপনাকে ফোনে / ইমেইলে সেবা প্রদানে বদ্ধপরিকর।

আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার:

  • বিবাহবিডি নিজস্ব কোন তথ্য যেমন অফার, ডিস্কাউন্ট, বিশেষ কোন সুবিধা, নতুন ফিচার কিংবা সেবা মূল্যে বৃদ্ধি ও মূল্য হ্রাস সংক্রান্ত তথ্য আপনার কাছে পৌছে দিতে আপনার ইমেইল আইডি / ফোন নাম্বারে আপনাকে লিখিত এস এম এস বা ভয়েস এস এম এস অথবা কোন কাষ্টমার সাপোর্ট সরাসরি আপনার সাথে কথা বলতে পারে।
  • আপনি বিবাহবিডিটে লগিন করে আপনা নিউওজ লেটারে সেটিংস পরিবর্তন করতে সক্ষম  হবেন।
  • আপনি কেবল প্রিমিয়াম মেম্বারশীপে পদার্পন করার পরই অন্যান্য ব্যবহার কারীদের সাথে যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারবেন। তাছাড়া কোন প্রিমিয়াম মেম্বার চাইলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে অবশ্য তার আগেই বিবাহবিডি আপনাকে ইমেইল অথবা এস এম এস এ আপনাকে সংবাদ জানিয়ে দিবে।
  • আপনি চাইলে আপনার প্রোফাইল ডি এক্টিভেট করে দিতে পারবেন।

আপনার ব্যক্তিগত তথ্য অফ কন্ট্রোল:

  • আপনি যতদিন না নিজে থেকে  চাইবেন ততদিন বিবাহবিডি ডট কম আপনার প্রোফাইল এক্টিভ রাখবে। আপনি যখনই চাইবেন আপনার প্রোফাইল বিবাহবিডি ডট কম থেকে অপসারন করতে, ইমেইল অথবা ফোনে রিকোয়েষ্ট করার পর বিবাহবিডী ডট কম তা নিশ্চিত ভাবে অপসারন করবে এবং ইমেইলে আপনাকে তা জানিয়ে দিবে।

আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা:

  • Bibahabd.com আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষা দৃঢ়প্রতীজ্ঞ। আমরা আপনার তথ্য, উভয় অনলাইন এবং অফলাইন রক্ষা প্রতি সতর্কতা গ্রহণ করি।
  • আমরা আমাদের ক্ষমতা অনুয়ায়ী সব থেকে ফোটোগ্রাফ অপব্যবহার রোধ করার জন চেষ্ঠা করি। এছাড়াও ফোটোগ্রাফ ডাউনলোড করা বা কপি করার অনুমতি দেয় না, আমরা Bibahabd.com লোগো সহ সকল ছবিতে watermarked জুড়ে দেই। যা অবৈধ ভাবে ছবি ব্যবহারে প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
  • যদি আপনি আমাদের ওয়েবসাইটে নিরাপত্তা সম্পর্কে কোন প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদেরকে ইমেইল করুন

পরিবর্তনসমূহ এই বিবৃতি থেকে:

Bibahabd.com থেকে পর্যায়ক্রমে এই বিবৃতির পর্যালোচনা করে কিভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা হয় তা আপনি উত্সাহ দেয়.

আপডেট অথবা ব্যক্তিগত তথ্য মুছে ফেলা:

 আমাদের ডাটাবেস থেকে সার্বজনীন ও প্রাইভেট তথ্য অথবা অপসারণ করতে পারবেন। যেমন আর্থিক তথ্য একটি আর্থিক লেনদেন ও নির্দিষ্ট অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করা নিবন্ধীকরণের সময় কিন্তু পরিবর্তিত ব্যবহারকারী দ্বারা করা সম্ভব নয় অথবা সরিয়ে প্রক্রিয়ার সময় জমা হিসাবে বেসরকারী তথ্য

বন্ধুর ইমেইল:

আপনি চাইলে আপনার কোন বন্ধুকে আমাদের সেবা সম্পর্কে জানাতে পারেন। যার একটি অপশন বিবাহবিডিতে রয়েছে।

যোগাযোগের তথ্য:
Bibahabd.com গোপনীয়তা এই বিবৃতি সম্পর্কে আপনার মন্তব্য স্বাগত জানায়। আপনার যদি মনে হয় যে আমরা এই বিবৃতি থেকে আপনি আপনার কোন প্রশ্নের জবাব পাচ্ছেন না তাহলে , টেলিফোন, ইমেইল অথবা পোষ্ট আমাদের সাথে যোগাযোগ করুন:

BIBAHABD.COM
হাউজ # ৩৬২/১ (৩য় তলা)
ডি,আই,টি  রোড পূর্ব রামপুরা – ঢাকা ১২১৯
ফোনঃ ০১৯২২১১৫৫৫৫, ০২-৯৩৩১১৭২

বিবাহবিডি ব্যবহার নীতিমালা

এটি আপনার এবং বিবাহবিডির মধ্যে আইনগত চুক্তি। বিবাহবিডির প্রতেক সদস্য নিম্নোক্ত সকল নীতিমালা মানতে বাধ্য থাকবে।যদি আপনি সম্মত না হন,দয়া করে বিবাহবিডির পরিসেবার জন্য নিবন্ধন করা থেকে বিরত থাকুন। বিবাহবিডি যেকোন সময়ে এই নীতিমালা পরিবর্তনের অধিকার রাখে।বিবাহবিডি শুধুমাত্র একটি যোগাযোগের একটি মাধ্যম যেখান থেকে সদস্যরা বিবাহ যোগ্য পাত্র/পাত্রীর বায়োডাটা দেখতে পারবে এবং পছন্দসই পাত্র/পাত্রীর অভিভাবকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে।

যোগ্যতা:

  • বিবাহবিডি তে নিবন্ধন করার জন্য পাত্র/পাত্রীকে বাংলাদেশি আইন অনুসারে বিবাহযোগ্য হতে হবে(বর্তমানে, ১৮ বছর বা তার উপর নারীদের জন্য এবং ২১ বৎসর বা তার উপর পুরুষদের জন্য)।
  • বিবাহবিডি শুধুমাত্র যারা বাংলাদেশ বিবাহ আইন অনুসরণ করে বৈধ বিয়ে করতে আগ্রহী তাদের সমর্থন ও সাহায্য করে।
  • আপনি কোনো আদালত, ট্রাইবুনাল বা অন্য আইনগত জটিলতার মাঝে থাকলে আমাদের সাইটে  প্রবেশ করা থেকে বিরত থাকুন।
  • এই সাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত করুন যে আপনি কর্তৃপক্ষের মতৈক্যের মাধ্যমে সাইটে প্রবেশ করার আইনগত অনুমতি রাখেন।
  • আপনাকে এই সকল নীতিমালা মেনে চলতে সম্মত হতে হবে।

ব্যবহারের শর্তাবলী:

  • বিবাহবিডি সদস্যপদ আপনার একমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য।
  • আপনার বিবাহবিডির সদস্যপদ একাউন্টটি  যেকোন ব্যক্তি অথবা সত্ত্বার কাছে হস্তান্তরযোগ্য নয়।
  • এই সাইট ব্যবহারের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এর গোপনীয়তা বজায় রাখা,আপনার কম্পিউটারে প্রবেশাধিকার সীমাবদ্ধ রাখা এবং আপনার একাউন্টে কোনো কাজকর্ম বা পাসওয়ার্ড এর অধীনে ঘটা যেকোন ঘটনার সম্পূণ দায়িত্ত আপনার।

অনলাইন নিবন্ধন


  •  একজন সদস্য হিসেবে, আপনি সম্মত হন যে:
  • আপনি যেসব বিষয়বস্তু বা তথ্য বিবাহবিডি বা অন্যান্য সদস্যবৃন্দকে প্রদান করবেন তার জন্য একমাত্র  আপনি দায়ী।
  • আপনি বিবাহবিডির কোনো সদস্যকে কোন প্রকার মানহানিকর, বেঠিক, অবমাননাকর, অশ্লীল, অপবিত্র, যৌন হুমকি, হয়রানি, বর্ণবাদী আচরণ, বেআইনি বস্তু বা কোনো পদার্থ যা প্রেরণ অন্য দলের অধিকার (মেধা ও সম্পত্তি অধিকার এবং গোপনীয়তার ও প্রচারের অধিকার) লঙ্ঘন করে।
  • আপনাকে বিবাহবিডির সমস্ত আইনকানুন এবং বর্তমানে প্রযোজ্য নিয়ম-নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যে পরিসেবা নিতে হবে।
  • আপনার প্রোফাইল এ কোনো টেলিফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, নাম, URL, ইমেইল ঠিকানা, আপত্তিকর শারীরিক বা আপত্তিকর যৌন পরামর্শদানকারী বা গুণবাচক ভাষা  অন্তর্ভুক্ত করা যাবে না এবং আপনি কোন নগ্ন বা ব্যক্তিগত তথ্য ধারণকারী ছবি পোস্ট করতে পারবেন না ।
  • বিবাহবিডির মাধ্যমে আপনি অন্য সদস্যদের কাছে বিজ্ঞাপন অথবা যে কোন পণ্য বা পরিষেবা বিক্রয় অথবা কিনতে পারবেন না অথবা সদস্যদের কাছে কোন জাঙ্ক ই মেইল প্রদান করতে পারবেন না।
  • আপনাকে কোন উপায়ে কোন কপিরাইট প্রদত্ত উপাদানের, ট্রেডমার্ক, অথবা অন্যান্য ধরনের মালিকানার তথ্য বা তথ্যের প্রতিলিপি মালিক এর লিখিত অনুমতি  ছাড়া পোষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
  • আপনি অন্যান্য বিবাহবিডি সদস্যদের সাথে আপনার পারস্পরিক সম্পকের জন্য দায়ী।
  • বিবাহবিডি সঙ্গে কোন সঙ্গতি নেই এমন কোন প্রোফাইল বা ছবির উপর নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার সংরক্ষণ করে।
  • বিবাহবিডি  আপনি এবং অন্যান্য সদস্যদের মধ্যে কাযক্রম নিরীক্ষণ করে এবং কোন রকম নীতি বিরুদ্ধ কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে।

সমাপন:

  • আপনি বা  বিবাহবিডি যে কোনো সময় আপনার সদস্যপদ বাতিল করতে পারেন, কতৃপক্ষকে লিখিত নোটিশ পাঠানোর পর তা কার্যকর হবে।
  • বিবাহবিডি অবিলম্বে কোন নোটিশ ছাড়া নিয়ম লঙ্ঘনের জন্য আপনার প্রবেশাধিকার বাতিল করার অধিকার রাখে।
  • কোনো সময়ে বিবাহবিডি আপনার যোগ্যতা মধ্যে কোন ত্রুটির কারনে অথবা আপনার যোগ্যতা সম্পর্কে কোন মিথ্যা বর্ণনা সম্পন্ন তথ্য, সংরক্ষণ করার জন্য আপনার সদস্যতার সাবস্ক্রিপশন ফি কোনো প্রত্যর্পণ ছাড়া আপনাকে সার্ভিস প্রদান স্থগিত করতে পারে। যে কোনো তথ্য যদি ভুল/মিথ্যা প্রমানিত হয় তাহলে বিবাহবিডি অবিলম্বে কোন নোটিশ ছাড়া আপনার সদস্যপদ বাতিল করতে পারে, এক্ষেত্রে সদস্য ফি অফেরতযোগ্য।

সদস্য দ্বারা ক্ষতিপূরণ:

আপনার কারণে বিবাহবিডির পরিচালক, অফিসার, কর্মচারী এবং এজেন্টের কোনো প্রকার ক্ষতি, দায় এবং খরচ (সহ যুক্তিসঙ্গত আইনগত ফি) সংক্রান্ত বা চুক্তির শর্ত ভঙ্গ সহ যে কোনো কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন বিষয়বস্তু:

  • মতামত, পরামর্শ, বিবৃতি বা অন্যান্য তথ্য বা বিষয়বস্তু যা বিবাহবিডি সেবার মাধ্যমে উপলব্ধ করা হয় তার জন্য  বিবাহবিডি নয় বরং লেখক নিজ নিজ লেখার জন্য একমাত্র দায়ী।
  • বিবাহবিডি  পরিসেবার উপর প্রকাশিত কোনো তথ্যের উপযোগিতা, নির্ভুলতা, পূর্ণতা নিয়ে গ্যারান্টি দেয়না এবং এখানে প্রকাশিত কোনো মতামত, পরামর্শ বা বিবৃতি এর নির্ভুলতার প্রত্যয়ন অথবা নির্ভরযোগ্যতা জন্য দায়ী নয়।
  • বিবাহবিডি কোনো অবস্থাতেই সদস্যদের প্রেরিত তথ্যের উপর কারো ভরসার ফলে হওয়া কোন ক্ষতি বা অন্যান্য বিষয়বস্তুর জন্য  বিবাহবিডি  দায়ী থাকবে না।

সতর্কতামূলক – অনুগ্রহ করে পড়ুন:

  • এটা সম্ভব যে অন্যান্য বিবাহবিডি সদস্যরা বা ব্যবহারকারী (সহ অননুমোদিত ব্যবহারকারীদের, অথবা “hackers”) অপমানকর এবং অশ্লীল উপকরণ প্রেরণ করতে পারে যা আপনার জন্য অসস্তিকর।
  • এটাও সম্ভব ! অন্য কোনো সদস্য সেবা নেয়া কালীন আপনার প্রেরিত যে কোনো তথ্য আপনাকে আঘাত করার জন্য  ব্যবহার করতে পারে। বিবাহবিডি এ জন্য দায়ী নয়। তাই যত্নসহকারে ভেবে তথ্য প্রদান করুন।
  • বিবাহবিডি  সকল সদস্যের কাযক্রম পযবেক্ষণ করে এবং কোন রকম নীতি বিরুদ্ধ কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার সংরক্ষণ করে। উন্মুক্ত ওয়ালে দেয়া তথ্য এবং আপনার ব্যক্তিগত ইমেইল বার্তাগুলি পাবলিক এলাকায় পোস্টের জন্য একমাত্র আপনি দায়ী থাকবেন। আপনি এবং অন্যান্য বিবাহবিডি সদস্যদের মাঝে ইমেইল এ আদান-প্রদান করা তথ্য সবার জন্য উন্মুক্ত নয় এবং ব্যক্তিগত হিসাবে গণ্য হবে।

স্বত্বাধিকারীর অধিকার:

  •  এই পরিসেবার কপিরাইট তথ্য, ট্রেডমার্ক, এবং অন্যান্য সকল কিছুর মালিক বিবাহবিডি  এবং এর লাইসেন্সদাতাগণ।

উপরন্তু, অন্যরা স্বত্ত্বাধীকারযুক্ত তথ্য প্রেরণ করতে পারে, যা কপিরাইট সুরক্ষিত।

এছাড়া যে তথ্য জনসাধারণের ডোমেইনের মধ্যে বা যার জন্য আপনাকে অনুমতি দেওয়া আছে তা আপনি অনুকরণ, পরিবর্তন, প্রকাশ, প্রেরণ,বিতরণ,সম্পাদন, প্রদর্শিত অথবা কোন ধরনের মালিকানা তথ্য বিক্রি করতে পারবেন না।

বিবাহবিডির উন্মুক্ত পৃষ্টায় কনো তথ্য প্রেরণ করার মানে আপনি জ্ঞানত এটা করেছেন এবং স্বয়ংক্রিয়ভাবে তা  আপনাকে প্রতিনিধিত্ব করবে এবং অন্য সদস্যরা তা অণুকরণ, ব্যবহার, প্রদশন ও প্রতিলিপি তৈরি করতে পারবে।

তথ্য সদস্য সরবরাহ করে:

  • বিবাহবিডি তার সদস্যদের সকল ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করে এবং শুধুমাত্র যে তথ্য আইন কর্তৃক প্রয়োজন হয় তা প্রকাশ করে।

অভিযোগ:

বিবাহবিডি সেবা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে সমাধান পেতে [email protected] এ একটি ইমেইল করুন।

কপিরাইট নীতি:

সন্দেহজনক কপিরাইট লঙ্ঘনের জন্য যোগাযোগ তথ্য ব্যবহারকারীর বিশেষাধিকার বিনষ্টকরণের:

  • আমাদের কোনো ব্যবহারকারী যিনি এই সাইট থেকে বেআইনীভাবে একটি লাইসেন্স ছাড়া কপিরাইট তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করবে তাৎক্ষণিকভাবে তার সদস্যপদ বাতিল করা হবে এবং বৈধ প্রতিরক্ষা নেয়া হবে। বিশেষ করে, ব্যবহারকারীদের যারা এই সাইটে বিষয়বস্তু নিবন্ধন, ছবি, গল্প, সফ্টওয়্যার অথবা অন্যান্য কপিরাইট উপাদান প্রেরণ করবে তা অবশ্যই কপিরাইট আইন বহিভূত নয় সেটা নিশ্চিত করতে হবে। স্বত্তধিকারীর অনুমতি বা আদালত বা কতৃপক্ষের অনুমতি প্রাপ্তির পর সদস্যপদ বাতিল করা হবে।এমন কি বিবাহবিডি কতৃপক্ষের বিশস্ততা হারালেও সদস্যপদ বাতিল হতে পারে।আপনি যদি মনে করেন যে আপনার কপিরাইট এই সাইটের মাধ্যমে ব্যাহত করা হয়েছে, [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।

এই ওয়েবসাইট ব্যবহার করার অর্থ আপনার কাছে সকল নীতিমালা গ্রহণযোগ্যতা পেয়েছে।