মিস্টি-দধি

 বিয়ের আয়োজনে মিস্টি একটি অন্নতম উপাদান।যেকোন বিয়েতে মিস্টি নাই এটাতো ভাবাই যায় না। ‌কনে দেখতে আসা থেকে শুরু করে আকত্, বিয়ে, বউ-ভাত এবং পরবর্তীতেও চলে এ   মিস্টি-দধি কেনার আয়োজন। যেকোন  মিস্টির দোকান গুলোতে পাচ্ছেন এই মিস্টি ও দধি।