লালন

বাংলাদেশে রক সঙ্গীতের ব্যান্ড দল লালন। দলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত। এই দলে বর্তমানে ৫ জন সদস্য রয়েছে।

যোগাযোগ

মোবাইল- ০১৭১১-৯৫৯০৭৭, ০১৯১৫-৪৭২৭৪০
ই-মেইল- [email protected]
ওয়েব- www. lalon.com

 

দলের লাইন আপ

  • সুমি (ভোকাল)
  • মাসুম (কি-বোর্ড)
  • তিথি (ড্রামস)
  • সেন্টু বেজ গিটার
  • লিমন (ভোকাল ও লিড গিটার)

পরিবেশিত গানের ধরন

  • রক
  • লালন

কনসার্ট ফি

  • ঢাকার বাইরে কনসার্টের ফি ৬০,০০০ টাকা
  • ঢাকায় দিতে হয় ৪৫,০০০ টাকা
  • টিভি কনসার্টে  ৪০,০০০ টাকা
  • আয়োজকরা সাউন্ড সিসটেমের আলাদা ব্যবস্থা করে থাকে।
  • কনসার্টের স্থলে আসা যাওয়ার জন্য আয়োজক অথবা শিল্পী আলোচনা সাপেক্ষে যে কেউ ব্যবস্থা করতে পারে।

কনসার্টের জন্য বুকিং

  • কনসার্টের পূর্বে অন্তত ৫ দিন আগে বুকিং দিতে হয়
  • মোট সম্মানীর ৪০% টাকা অগ্রীম পরিশোধ করতে হয়
  • বাকী টাকা পারফর্ম করার পূর্বেই পরিশোধ করতে হয়

 প্রকাশিত এ্যালবাম

  • বি-প্রতীপ- ২০০৭ সাল
  • ক্ষ্যাপা- ২০০৯ সাল

 অন্যান্য বিষয়

  • বিশুদ্ধ খাবার পানি।
  • ভালো খাবারের ব্যবস্থা।
  • ভালো হোটেলে থাকার ব্যবস্থা।
  • স্থানীয় পুলিশের সহায়তা নিলে ভাল হয় অথবা স্বেচ্ছাসেবক দিয়ে সঠিক নিরাপত্তা প্রদান করলেই হয়।
  • রাত্রী যাপনের জন্য ভালো হোটেলের ব্যবস্থা করতে হয়।

ফিডব্যাক

বাংলাদেশে রক সঙ্গীতের ব্যান্ড দল ফিডব্যাক। দলটি ৪ঠা অক্টোবর ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত। এই দলে বর্তমানে ৫ জন সদস্য রয়েছে।

যোগাযোগ:

মোবাইল- ০১৭১১-৫৩১৭৮১
ওয়েব- www.feedbackband.com

দলের লাইন আপ
• লুমিন (ভোকাল)
•লাবু রহমান (ভোকাল লেড গিটার)
•পিয়ারু খান (ভোকাল)
•ফুয়াদ নামের বাবু (কি-বোর্ড)
•পন্টি (ড্রামার)

পরিবেশিত গানের ধরন
• রক
• মেলোডী

কনসার্ট ফি
ঢাকার বাইরে কনসার্টের ফি ৬০,০০০ টাকা
• ঢাকায় দিতে হয় ৫০,০০০ টাকা
• টিভি কনসার্টে ৫০,০০০ টাকা
• আয়োজকরা সাউন্ড সিসটেমের আলাদা ব্যবস্থা করে থাকে
• কনসার্টের স্থলে আসা যাওয়ার জন্য আয়োজক অথবা শিল্পী আলোচনা সাপেক্ষে যে কেউ ব্যবস্থা করতে পারে।

কনসার্টের জন্য বুকিং
• কনসার্টের পূর্বে অন্তত ১০ দিন আগে বুকিং দিতে হয়
• মোট সম্মানীর ৫০% টাকা অগ্রীম পরিশোধ করতে হয়
•বাকী টাকা পারফর্ম করার পূর্বেই পরিশোধ করতে হয়

প্রকাশিত এ্যালবাম
• উল্লাস- ১৯৮৭ সাল
• মেলা- ১৯৯০ সাল
• বঙ্গাব্দ- ১৯৯৪ সাল
• দেহঘড়ি- ১৯৯৫ সাল
• বাউলীয়ানা- ১৯৯৬ সাল
• আনন্দ- ১৯৯৯ সাল
• আয় শতাব্দীর ফিডব্যাক- ২০০০ সাল
• ফিডব্যাক ২- ২০০২ সাল
• শূন্য ২ – ২০০৪ সাল
• নিষিদ্ধ- ২০০৩ সাল

অন্যান্য বিষয়
• বিশুদ্ধ খাবার পানি।
• ভালো খাবারের ব্যবস্থা।
• ভালো হোটেলে থাকার ব্যবস্থা।
• স্থানীয় পুলিশের সহায়তা নিলে ভাল হয় অথবা স্বেচ্ছাসেবক দিয়ে সঠিক নিরাপত্তা প্রদান করলেই হয়।
• রাত্রী যাপনের জন্য ভালো হোটেলের ব্যবস্থা করতে হয়।

দূরবীন ব্যান্ড দল

দূরবীন ব্যান্ড দলটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডদলে ৫ জন ভোকাল সহ মোট ৯ জন সদস্য রয়েছে।

যোগাযোগ

মোবাইল: ০১৮১৯ ২৮৮২৮৩ (শহিদ)
০১৭১২ ৯৩০৯২৪ (সাব্বীর)
০১৭১৬৬৩৯২৯৯ (কাজী শুভ)
ইমেইল: [email protected]
ওয়েব: www.durbinbd.com

দলের লাইন আপ

১। শহিদ- ভোকাল
২। আরেফিন রুমি- ভোকাল ও কম্পোজার
৩। কাজী শুভ- ভোকাল ও রিদম গিটার
৪। আয়ুব- ভোকাল
৫। ফয়সাল- ভোকাল
৬। ফাহাদ- লিড গিটার
৭। সজীব- বেজ গিটার
৮। জনি- ড্রামস্
৯। মামুন- Percussion

ভোকাল

১। আরেফিন রুমী
২। কাজী শুভ
৩। শুভ
৪। শহীদ
৫। আয়ুব
৬। ফয়সাল

পরিবেশিত গানের ধরন

  • পপ
  • মেলোডি ধাচের

কনসার্ট ফি

  • অনুষ্ঠানের ধরনের উপর চার্জের পরিমান নির্ভর করে ।
  • ঢাকার বাইরে আউটডোরে কনসার্ট করতে নেয় ২,০০,০০০ টাকা। এক্ষেত্রে হোটেলে থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা আয়োজকদের করতে হয়।
  • ঢাকার মধ্যে আউটডোরে কনসার্ট করতে নেয় ১,৮০,০০০/- টাকা।
  • টেলিভিশনে পারফর্ম করতে নেয় ১,০০,০০০/- টাকা।

বুকিং

  • চাহিদামত তারিখে সিডিউল খালি সাপেক্ষে অনুষ্ঠানের আগে যেকোন দিন বুকিং দেয়া যায়।
  • বুকিংয়ের সময় আয়োজকদের সাথে এই ব্যান্ড দলের ৫০/১০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয়ে থাকে।
  • বুকিংয়ের সময় নির্ধারিত ফিয়ের সম্পূর্নটাই পরিশোধ করতে হয়।

অনুষ্ঠানস্থলে রাত্রিযাপন

  • ঢাকার বাইরে অনুষ্ঠানের প্রয়োজনে রাত্রীযাপন করতে হলে তা ব্যান্ড দল নিজেদের খরচেই করে থাকে। খাবার ব্যবস্থা ও নিজেরাই করে নেয়।
  • তবে থাকার জায়গায় নিরাপত্তার ব্যবস্থা আয়োজকদের করে দিতে হয়।

আসা যাওয়া

  • অনুষ্ঠান স্থলে এই ব্যান্ড দল নিজেদের ব্যবস্থাপনায় ও খরচে যাতায়াত করে থাকে।
  • তবে দূরত্ব বেশি হলে আয়োজকদের সাথে আলোচনা সাপেক্ষে যাতায়াত ব্যবস্থা ও যাতায়াত খরচ নির্ধারিত হয়ে থাকে।

প্রকাশিত এ্যালবাম

  • দূরবীন- ২০০৬
  • দূরবীন ২.০১- ২০০৮

অন্যান্য বিষয়

  • বিশুদ্ধ খাবার পানি
  • ভালো খাবারের ব্যবস্থা
  • স্থানীয় পুলিশের সহায়তা নিলে ভাল হয় অথবা স্বেচ্ছাসেবক দিয়ে সঠিক নিরাপত্তা প্রদান করলেই হয়।

মিউজিক

বিয়ের অনু্ষ্ঠানে আগত অতিথিদের বাড়তি বিনোদনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু গান-বাজনার আয়োজন করে থাকেন । এই সব গান এর মাঝে কখনো থাকে বাংলা বিয়ের গান আবার কখনো ব্যান্ড মিউজিক,ডিজে পার্টি, বাউল গান। এ সব পার্টিগুলো আয়োজনে সর্বপ্রকার সহায়তা দিয়ে থাকে এমন কিছু ব্যক্তি ও ব্যান্ড দলের তথ্য তুলে ধরা হল। এদের নামের উপর ক্লিক করলেই পাচ্ছেন বিস্তারিত তথ্য।

ব্যান্ড মিউজিকঃ-

১। দূরবীন ব্যান্ড দল
২।ফিডব্যাক
৩।লালন
৪।সোলস
৫।মাইলস
৬।লিটল রিভার ব্যান্ড (এলআরবি)

ডিজে পার্টিঃ-

১।ডিজে ফিরোজ
২।ডিজে রিয়ন
৩।ডিজে রন্টি
৪।ডিজে রনি

বাউল দলঃ-

১।মোঃ মিরাজ দেওয়ান (বাউল)
২।বাউল পাগলা বাবলু

 

সু্ত্রঃ অনলাইন-ঢাকা.কম

মধুচন্দ্রিমা

নব-বিবাহিত দম্পতিদের জীবনের একটি অতি কাংখিত মুহুর্ত হচ্ছে মধুচন্দ্রিমা ।এর মাধ্যমে আকান্ত কাছে থেকে একজন আর একজন কে খুব কাছে থেকে চিনতে ও বুঝতে পারে। পরবর্তি জীবনে নিজেদের মাঝে সমঝতা,মতামত এর প্রাধান্য, বোঝাপরা, সব কিছু খুব ভাল ভাবে করতে পারে। মধুর এক স্মৃতি বহন করে থাকে এই মুহুর্ত গুলো। প্রতিটি ক্ষন যেনো কাটে মায়াবি এক উতফুল্লতায়।স্মৃতির পাতায় চিরকাল বিরাজ করে এই মধুময় সময়টুকু।

মধুচন্দ্রিমায় কে না জেতে চায়? সবারই ইচ্ছে থাকে দুজন একটু অন্যরকম পরিবেশে গিয়ে সময় কাটাতে।কিন্তু কোথায় যাবেন, এ নিয়ে থাকে নানা মত।যেখানেই যান অবশ্যই আগে থেকে সব খোঁজ নিয়ে যেতে হবে।কোথায় থাকবেন, কিভাবে ওই জায়গায় বেড়াবেন, খাবার ব্যবস্থা কেমন, জায়গাটা কতটা নিরাপদ, এই সব কিছু আগে থেকে জেনে নিয়ে তারপর যাবেন। কিছু প্রতিষ্ঠান আছে যারা গাইড এর ব্যবস্থা করে দিতে পারে।

নিচে এমন কিছু প্রতিষ্ঠান এর ঠিকানা তুলে ধরা হলোঃ

১।দি গাইড টুরস লিমিটেডঃ
দি গাইড টুরস লিমিটেড, রোব সুপার মার্কেট,৭ম তলা,গুলশান-২। ফোনঃ৮৮০-২-৯৮৮৬৯৮৩, ৯৮৬২২০৫। ইমেইলঃ[email protected]

এখানে আপনি পেতে পারেন সুন্দর বন, বান্দর বন, কক্স-বাজার,সিলেট সহ বাংলাদেশ আরো কিছু সুন্দর যায়গায় বেড়াতে যাওয়ার নানা তথ্য।এর সাথে দিতে পারেন আগে থেকেই বিভিন্ন ধরনের হানিমুন-কটেজ বুকিং।

২। হোটেল সী-গালঃ
কক্স-বাজার হোটেল, ফোনঃ+৮৮০৩৪১৬২৪৮০-৯১।

এখানে আপনি পাচ্ছেন হোটেল এর রুম এ বসেই সমুদ্র দেখার আনন্দ। শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন ।এখানে আছে  থাকা-খাওয়ার উন্নত সু-ব্যবস্থা।