“আমি কাউকে বিশ্বাস করিনা” – উক্তিটির বাস্তবিক ব্যাখ্যা কি?

ভালোবেসে কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে পারছেন না? কোন সম্পর্ক গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বিশ্বাসহীনতায় ভুগছেন ? মন থেকে কাউকে ভালোলাগতে শুরু করেছে কিন্তু তাকে বিশ্বাস করতে না পারাটা একটা মানসিক চাপ।  বিশ্বাস করতে না পারাটা একটা কঠিন মানসিক অবস্থা।  ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নানা কারনে মনে অবিশ্বাসের সৃষ্টি হতে পারে।  সাধারণত যে বিষয় গুলো এই মানসিক অবস্থার জন্য দ্বায়ী থাকে, সে বিষয় গুলোর কিছু অংশ তুলে ধরার চেষ্টা করা হলো।

  • একক বাবা অথবা মায়ের সংসারে যদি সন্তান বেড়ে ওঠে, তাদের মধ্যে অবিশ্বাসের প্রবণতা বেশী থাকে।
  • স্কুল, কলেজে বন্ধুদের দ্বারা কোন কারনে বিশ্বাস নষ্ট হলে।
  • মাদকের আসক্তির কারনেও মানসিক ভাবে অবিশ্বাসের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
  • কর্মক্ষেত্রে সহকর্মীদের তাদের সঙ্গীদের প্রতি অসৎ আচরণ দেখে বিশ্বাস নড়বড়ে হতে পারে।
  • কেউ যদি সঙ্গী দ্বারা একবার প্রতারণার স্বীকার হয়, পরবর্তীতে আর কারো প্রতি সহজে বিশ্বাস আসেনা।

বিশ্বাস ভালোবাসার সম্পর্কের ভিত্তি:

ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে প্রথম যে বিষয়টি খুব শক্ত ভূমিকা রাখে সেটি হচ্ছে বিশ্বাস।  আপনি যার কাছে নিজের মনের কথা, নিজের সব স্বপ্ন কোন সংকোচ ছাড়ায় বলতে পারবেন, শুধু সেই মানুষটাকে বিশ্বাস করতে পারবেন, এইটা মানসিক স্বস্থির একটা স্থান।  এই স্বস্থি যদি কোন সম্পর্কে না থাকে তবে সম্পর্কটি স্থায়ী হয় না।  অনেক সময় বিশ্বাস ভেঙ্গে গেলে আমরা মুষড়ে পড়ি বা কোন ক্ষেত্রে কষ্টকে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যায়।  অনেকে আবার নিজ মানসিকতাকে একটা অবস্থানে নিয়ে যায় যেখান থেকে কাউকে আর বিশ্বাস করতে পারে না। ভালোবাসার সম্পর্কে অবিশ্বাসের অবস্থানের কিছু প্রশ্ন আমাদের মনে আসতে পারে, প্রশ্নগুলো হতে পারে এরকমঃ

প্রশ্নঃ আমি কিভাবে কাউকে বিশ্বাস করবো?
প্রশ্নঃ কিভাবে বুঝবো যাকে ভালোবাসছি সে নিরাপদ ?
প্রশ্নঃ পরিবার ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা ঠিক কি না?

নিজের মধ্যে কিভাবে বিশ্বাসকে গড়ে তুলতে পারবেন: –

১।  মানুষের ভালো ও খারাপ উভয় দিক গ্রহণ করতে হবে।
২।  “As soon as you trust yourself, you will know how to live.” — Johann Wolfgang von Goethe অর্থাৎ নিজের উপর বিশ্বাস থাকলে, জীবন যাপন সহজ হবে।
৩।  নিজের আবেগকে বুঝতে হবে।
৪।  কাউকে বিশ্বাস করতে অন্যের মতামত গ্রহণ না করে নিজের মনের কথা শুনুন।
৫।  সব সময় ভাবতে হবে পৃথিবী একটা নিরাপদ স্থান ।
৬।  আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে ।
৭।  তীব্র আবেগ গুলোকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে ।

“আমি কাউকে বিশ্বাস করিনা”- এই অবিশ্বাসের অবস্থান থেকে একমাত্র আপনি নিজে পারেন বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে।  আবেগ নিয়ন্ত্রণ করে, খুব বিচার বিবেচনার মাধ্যমে ভালোবাসার মানুষটাকে আপন করে নিতে।