দূরবীন ব্যান্ড দল

দূরবীন ব্যান্ড দলটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই ব্যান্ডদলে ৫ জন ভোকাল সহ মোট ৯ জন সদস্য রয়েছে।

যোগাযোগ

মোবাইল: ০১৮১৯ ২৮৮২৮৩ (শহিদ)
০১৭১২ ৯৩০৯২৪ (সাব্বীর)
০১৭১৬৬৩৯২৯৯ (কাজী শুভ)
ইমেইল: [email protected]
ওয়েব: www.durbinbd.com

দলের লাইন আপ

১। শহিদ- ভোকাল
২। আরেফিন রুমি- ভোকাল ও কম্পোজার
৩। কাজী শুভ- ভোকাল ও রিদম গিটার
৪। আয়ুব- ভোকাল
৫। ফয়সাল- ভোকাল
৬। ফাহাদ- লিড গিটার
৭। সজীব- বেজ গিটার
৮। জনি- ড্রামস্
৯। মামুন- Percussion

ভোকাল

১। আরেফিন রুমী
২। কাজী শুভ
৩। শুভ
৪। শহীদ
৫। আয়ুব
৬। ফয়সাল

পরিবেশিত গানের ধরন

  • পপ
  • মেলোডি ধাচের

কনসার্ট ফি

  • অনুষ্ঠানের ধরনের উপর চার্জের পরিমান নির্ভর করে ।
  • ঢাকার বাইরে আউটডোরে কনসার্ট করতে নেয় ২,০০,০০০ টাকা। এক্ষেত্রে হোটেলে থাকার ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা আয়োজকদের করতে হয়।
  • ঢাকার মধ্যে আউটডোরে কনসার্ট করতে নেয় ১,৮০,০০০/- টাকা।
  • টেলিভিশনে পারফর্ম করতে নেয় ১,০০,০০০/- টাকা।

বুকিং

  • চাহিদামত তারিখে সিডিউল খালি সাপেক্ষে অনুষ্ঠানের আগে যেকোন দিন বুকিং দেয়া যায়।
  • বুকিংয়ের সময় আয়োজকদের সাথে এই ব্যান্ড দলের ৫০/১০০ টাকার স্ট্যাম্পে চুক্তি হয়ে থাকে।
  • বুকিংয়ের সময় নির্ধারিত ফিয়ের সম্পূর্নটাই পরিশোধ করতে হয়।

অনুষ্ঠানস্থলে রাত্রিযাপন

  • ঢাকার বাইরে অনুষ্ঠানের প্রয়োজনে রাত্রীযাপন করতে হলে তা ব্যান্ড দল নিজেদের খরচেই করে থাকে। খাবার ব্যবস্থা ও নিজেরাই করে নেয়।
  • তবে থাকার জায়গায় নিরাপত্তার ব্যবস্থা আয়োজকদের করে দিতে হয়।

আসা যাওয়া

  • অনুষ্ঠান স্থলে এই ব্যান্ড দল নিজেদের ব্যবস্থাপনায় ও খরচে যাতায়াত করে থাকে।
  • তবে দূরত্ব বেশি হলে আয়োজকদের সাথে আলোচনা সাপেক্ষে যাতায়াত ব্যবস্থা ও যাতায়াত খরচ নির্ধারিত হয়ে থাকে।

প্রকাশিত এ্যালবাম

  • দূরবীন- ২০০৬
  • দূরবীন ২.০১- ২০০৮

অন্যান্য বিষয়

  • বিশুদ্ধ খাবার পানি
  • ভালো খাবারের ব্যবস্থা
  • স্থানীয় পুলিশের সহায়তা নিলে ভাল হয় অথবা স্বেচ্ছাসেবক দিয়ে সঠিক নিরাপত্তা প্রদান করলেই হয়।

প্রকাশ করেছেন

Best Marriage Media Bangladesh

Best Marriage Media in Bangladesh | Bibahabd is the Leading Bangladeshi Matrimony website, Provides online and offline matchmaking service for marital relationship.

মন্তব্য করুন